ডাউনলোড করুন “ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা” ইবুকের ২য় সংস্করণ

অবশেষে প্রকাশিত হল "ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা" ইবুকের ২য় সংস্করণ। আগের সংস্করণের সাথে আরও কিছু সিকিউরিটি টিপস অ্যান্ড ট্রিক অ্যাড করা হয়েছে এই ২য় সংস্করণে। আশা করি ইবুকটির সঠিক ব্যবহারের দ্বারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইট আরও সিকিউর হয়ে উঠবে।

লেখকঃ ফয়সাল শাহী
পৃষ্ঠা সংখ্যাঃ ৪৫ পৃষ্ঠা
ইবুক সাইজঃ ৪ এমবি
ফাইল টাইপঃ পি.ডি.এফ

ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ার কারণে ওয়ার্ডপ্রেস হ্যাকারদের কাছে একটি বড় টার্গেট হয়ে দাঁড়ায়। সম্প্রতি এক গবেষণায় দেখা যায় যে পুরো ইন্টারনেট দুনিয়ার ১৭% থেকে ২০% সাইটই হল ওয়ার্ডপ্রেস সাইট! যা এক কথায় অবিশ্বাস্য। আর এই কারণেও ওয়ার্ডপ্রেস হ্যাকারদের একটি বড় লক্ষ বস্তু। তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে ওয়ার্ডপ্রেস সাইট হ্যাকিং রোধ করা যায়।

হ্যাকিং রোধে যা করতে হবে, কিছু নিয়ম কানুন মেনে চললে হ্যাকিং থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়, তবে কোন সাইটই ১০০ভাগ নিরাপদ নয়। আর কেউ চ্যালেঞ্জ করে বলতেও পারবেন না যে আমার সাইটটি হ্যাকিং করা সম্ভব নয়। অ্যাপল, সনির মত আরও অনেক নামি দামি সাইটও হ্যাকিং এর শিকার হয়েছে। আর তাই বলে আমাদের ওয়েবসাইট তৈরি করা বন্ধ করে দিতে হবে? না, হ্যাকিং এর শিকার যাতে না হয় সেই সব বেবস্থা নিয়ে আমাদের এই জগতে প্রবেশ করতে হবে। কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট হ্যাকিং থেকে বাঁচানো যায় অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইটকে কিভাবে সিকিউরিটি দেওয়া যায় এই সবই আলোচনা করা হবে এই ইবুকে।

ইবুকটি এখান থেকে ডাউনলোড করে নিন

Level 0

আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

thank you share korar jonno .next part kobe pabo ?

আর একটা কথা আমি আপনার প্রথম খন্ড ডাউনলোড করতে পারিনি যদি দয়া করে লিঙ্ক টা দিতেন তাহলে উপকার হত।ধন্যবাদ