সেরা কিছু ফ্রি ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রোভাইডার

অসাধারণ একটি ব্লগিং প্লাটফর্ম "ওয়ার্ডপ্রেস" যা সেটআপের জন্যে হোষ্টিংয়ের প্রয়োজন। ওয়েব হোষ্টিং এর জন্যে দুই ধরণের হোষ্টিং সল্যুশন পাওয়া যায়, একটি পেইড আর অন্যটি ফ্রি। শখের বশে শুরু করেছেন অথবা কিছুদিন হল ব্লগিং শুরু করেছেন এবং চর্চা করছেন?
তবে প্রথমদিকে টেষ্ট বেসিসে ফ্রি হোষ্টিং ব্যবহার করতে পারেন। কিন্তু ব্লগিং যদি আপনার পেশা এবং নেশা হয়ে থাকে তবে ফ্রি হোষ্টিং এর ধার না ঘেষাই উচিত। কারণ একটু ভাল ট্রাফিক পাওয়া শুরু করলেই ফ্রি হোষ্টিং সাইটগুলো একাউন্ট ব্লক/ব্যান করে দেয়। ওয়েবে অনেক সাইট-ই ফ্রি ওয়ার্ডপ্রেস হোষ্টিং প্রোভাইড করে, তার মাঝে সেরা কিছু ফ্রি ওয়ার্ডপ্রেস হোস্টিং সাইট নিয়েই আজ আলোচনা করছি।

১. বাইটহোস্টঃ Byethost.com বেশ ভাল ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রোভাইডার। PHP, MySQL হোস্টিং সাপোর্ট করে এবং কোনরকম পপ-আপ অ্যাড ছাড়াই। বাইটহোস্টের ফিচারগুলো:

• 1000MB স্পেস
• প্রতি মাসে ব্যান্ডউইথ ৫০ গিগাবাইট
• ৫টি পার্কড ডোমেইন
• ৫টি সাব ডোমেইন
• ২৪/৭ সাপোর্ট
• স্ক্রিপ্ট ইন্সটলার
• পিএইচপি ৫
• মাইএসকিউএল
• এফটিপি

ওয়েব: http://byethost.com/index.php/free-hosting

২. 000ওয়েবহোস্ট: ফ্রি তে অবিশ্বাস্য ওয়ার্ডপ্রেস হোস্টিং সল্যুশন দিচ্ছে এই হোস্টিং সাইটটি, তাছাড়া তারা এটাও দাবি করে যে ফ্রি তে পেইড হোস্টিং এর চেয়েও ভাল সার্ভিসের নিশ্চয়তা দিচ্ছে। ফিচারগুলো:

• ১৫০০ মেগাবাইট স্পেস
• মাসিক ব্যান্ডউইথ ১০০ গিগাবাইট
• ৫টি সাব ডোমেইন
• ৫টি ইমেইল একাউন্ট
• পিএইচপি ৫
• মাইএসকিউএল
• একটি এফটিপি একাউন্ট
• ৯৯শতাংশ আপটাইম গ্যারান্টি
• স্ক্রিপ্ট ইনস্টলার
• কাস্টম এরর পেজ

ওয়েব: http://www.000webhost.com/

৩. বিজ.এনএফ

এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন সার্ভিসের সুবিধা পাবেন এই সাইটে। তাছাড়া কিছু ফ্রি প্লাগিন টুল ইন্সটলের সুবিধাও পাবেন এখানে। সবকিছু মিলিয়ে এখানে নিজের ব্লগ কিংবা ছোট বিজনেস সাইট তৈরীর জন্য এই হোস্টিং সাইটটি ব্যবহার করতে পারেন। ফিচারগুলো:

• ২৫০ মেগাবাইট স্পেস
• ৫ হাজার মেগাবাইট ব্যান্ডউইদ
• ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন
• ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগিন
• ফ্রি সাব ডোমেইন
• ১টি অ্যাডঅন ডোমেইন
• কোন অ্যাড নেই
• পিএইচপি ৫
• মাইএসকিউএল
• এফটিপি

ওয়েব: http://www.biz.nf/free-wordpress-hosting.php

৪. জিমিক

পিএইচপি মাইএসকিউএল ফিচার সহ একটি ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার এটি, হাই ব্যান্ডউইদ এবং স্পেস এর কথা বিবেচনা করলে এটি বাশ ভাল। চলুন এর ফিচারগুলো দেখে নেয়া যাক:

• ৬ হাজার মেগাবাইট স্পেস
• মাসিক ব্যান্ডউইদ ৫০গিগাবাইট
• মাইএসকিউএল
• এফটিপি
• কোন এড নেই
• ফ্রি কমিউনিটি বেসড সাপোর্ট
• সাব ডোমেইন
• আনলিমিটেড একাউন্ট

ওয়েব: http://www.zymic.com/free-web-hosting/

৫. ফ্রিহোস্টিয়া:

ফ্রিহোস্টিয়ার রয়েছে অসংখ্য ফিচার, তবুও এটি ফ্রি। টেস্ট সাইটের জন্যে এটি ব্যবহার করতে পারেন, তবে সার্ভিস ভাল হলেও এরা মাত্র ২ শত ৫০ মেগাবাইট স্পেস এবং ৬ গিগাবাইট ব্যান্ডউইদ প্রোভাইড করে। ফিচারগুলো:

• ২ শত ৫০ মেগাবাইট স্পেস
• মাসিক ব্যান্ডউইদ ৬ গিগাবাইট
• পিএইচপি
• মাইএসকিউএল
• পার্ল ফ্রি স্ক্রিপ্ট ইন্সটলার
• ৫টি হোস্টেড ডোমেইন
• ১৫টি সাব ডোমেইন
• ৫০টি পার্কড ডোমেইন
• কাস্টম এমএক্স
• এন এস রেকর্ড
• ৩টি ইমেইল একাউন্ট
• ইমেইল অটো রেস্পন্ডার
• কাস্টম এরর পেজ
• ১টি FTP একাউন্ট

ওয়েব: http://www.freehostia.com/free-chocolate.html

আজ এ পর্যন্তই, আশা করি এই ফ্রি ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রোভাইডারগুলো আপনাদের উপকারে আসবে। এ বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না, উত্তর দেবার চেষ্টা করবো। আর এ রকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স এর সাথে প্রতিদিন আপডেট থাকতে আমাদেরকে ফলো করতে পারেন ডেভসটিম ইনস্টিটিউট অফিসিয়াল ফেসবুক পেজে।

তাছাড়া ফ্রিল্যান্স ক্যারিয়ারে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে এই মাসে প্রতি সপ্তাহেই বিষয়ভিত্তিক ফ্রি সেমিনার আয়োজন করছি, যেখানে প্রফেশনালদের কাছ থেকে পেতে পারেন সঠিক দিকনির্দেশনা। সেমিনারগুলোতে যোগ দেয়ার জন্যে আপনাদের প্রতি আমন্ত্রণ রইলো।

Level New

আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, 000webhost আমার কাছে বেশ ভালো লেগেছে। বাইটহোস্ট, বিজ.এন.এফ – এগুলোতে আমি চেষ্টা করেও রেজিঃ করততে পারলামনা। বিজ.এন.এফ এ বলে আমার দেয়া ই-মেইল আইডি নাকি অলরেদী রেজিস্টার্ড!! ৩-৪টা আইডি দিয়া ট্রাই করেছি- ঐ একি কথা বলে। ঘাপলা আছে মনে হয়। আমি আরেকটা ফ্রি-হোস্ট পেয়েছি যাদের সার্ভিস বেশ ভালো বলেই মনে হয়েছে – uhostfull. দেখতে পারেন।