ওয়ার্ডপ্রেসের জন্য গুরত্বপুর্ণ ৫ টি সিকিউরিটি

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহার কারী সি এম এস হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাই আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ৫টি important সিকিউরিটি নিয়ে আলোচনা করব।

১. সব সময় আপনার ওয়ার্ড় প্রেস কে আপডেট রাখুন। মনে রাখবেন ওয়ার্ড প্রেসে নতুন ভার্সন গুলোতে সিকিউরিটি এর উপর গুরুত্ব দিয়ে থাকে এবং বিভিন্ন দুর্বলতা গুলোকে দুর করা হয়।

২. wp-config.php কাস্টম সিকেরেট (গোপনীয়) key তৈরী করুন । আমার জানামতে সবচেযে গুরুত্বুর্ণ তথ্য গুলো ওয়ার্ডপেসে এ সংরক্ষিত থাকে। তাই এর উপর জোর দেওয়া উচিত। বিস্তাতি জানতে https://api.wordpress.org/secret-key/1.1/salt/

৩.ডাটা বেসের pre-fix পরিবর্তন করুন। কান বেশীর ভাগ ওয়ার্ড়প্রেস ব্যবহার কারী pre-fix হিসাবে wp ই রেখে দেয়।ফলে হ্যাকার রে কিছূটা সুবিধা পায়।

৪.আপনার সাইটের ওয়ার্ডপ্রেসের ভার্সন গোপন রাখুন। আপনার সাইটে কোন ভার্সন আচে তা দুর করার জন্য       remove_action('wp_head', 'wp_generator');  ব্যবহার করতে পারেন।

৫.ইউজার নেইম admin  দেওয়া থেকে বিরত থাকুন্

এই টিউটরিয়ালটি শুধু মাত্র নতুনদের জন্য। এছাড়াও আরও অনেকগুলো প্রসেস আছে যেমন wp-config.php. .htacces এ পরির্তন করা ইত্যাদি। পুর্ণ টিউটরিয়াল পেতে newswheels   এ দেখুন।

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস