আসসালামুয়ালাইকুম,
আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে আপনাদের জন্যে টিউন নিয়ে এলাম। আশা করি ভালো লাগবে। আপনারা যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডিজাইন কেবল মাত্র শেখা শুরু করেছেন তারা নিশ্চয় থিমফরেস্ট এর নাম শুনেছেন । আর যারা শুনেন নাই তাদের জন্য এক কথায় বলি থিমফরেস্ট হল এমন একটি ওয়েব সাইট যেখানে ডেভেলোপার তার নিজের থিম বিক্রির জন্য আপলোড করে আর ক্লায়েন্ট সেখান থেকে তার পছন্দমত থীম ক্রয় করেন । থিমফরেস্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুনঃ এখানে 🙂
যাই হোক, এই থিম্ফরেস্ট এর থিম আপনার পছন্দ হলে আপনাকে থিমটি ক্রয় করতে হবে । কিন্তু আপনি যাদি শুধমাত্র পারসোনাল ইউজ করতে চান বা থিম দিয়ে ওয়েব ডিজাইন প্র্যাকটিস করতে চান তাহলে থিম কেনাটা শুধু মাত্র টাকা অপচয় ছাড়া আর কিছুনা । আর এর পার্সোনাল/প্র্যাকটিসের জন্য আপনি যা কোন থিম ফ্রি ডাউনলোড করে নিতে পারেন ! ! !
আমি এমন কিছু ওয়েবসাইট এর সাথে পরিচিত যেখান থেকে আপনি যে কোন প্রিমিয়াম থিম, প্লাগিন, পিএসডি ইত্যাদি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রি!!!
আপনি কোন থিম প্রোফেশনাল কাজে ব্যাবহার করতে চাইলে, থিমে কোন অপ্রয়োজনীয় কোড আছে কি না পরিক্ষা করে নিন । থিমের জাঙ্ক কোড বের করার টিউটোরিয়াল লিঙ্কঃ http://www.kimoftheworld.com/12/how-to-check-your-wp-theme-for-malicious-codes.html
ধন্যবাদ সবাইকে । ভাল থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন । এই পোস্ট রিলেটেড কোন সমস্যা থাকলে কমেন্ট করুন, সমস্যা সমাধানের চেষ্টা করব ।
আমি eXtra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
তবে কিছু শতর্কবাণী :
এই ওয়েব সাইট গুলোতে যেইসব টেম্পলেট পাওয়া যায় তার কিছু টেম্পলেটে হ্যাকারদের দেয়া স্ক্রিপ্ট আছে।
যার মাধ্যমে আপনার ওয়েব সাইটের সব ইনফোরমেশন সে পায়।
So becareful…