আপনার WordPress ড্যাশবোর্ডে ফেভিকন যোগ করে নিন যারা পারেন না তাদের জন্য

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের শিখাব কি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর ড্যাশবোর্ডে ফেভিকন যোগ করবেন।

আপনার ড্যাশবোর্ডে ফেভিকন যোগ করতে :

প্রথমে ড্যাশবোর্ড থেকে আপনার থিম ফাইল এর এডিটর এ প্রবেশ করুন। এবং function.php সিলেক্ট করুন । নিচের কোড টা ?> এর আগে যোগ করে নিন ।

// Add favicon to Dashboard function wptutsbdfavicon() { echo '<link href="http://yoursite.com/../favicon.ico" rel="Shortcut Icon" type="image/x-icon" />'; } add_action( 'admin_head', 'wptutsbdfavicon' );

এখন http://yoursite.com/../favicon.ico এই লিঙ্ক টুকুকে আপনার সাইট এর ফেভাইকন এর লিঙ্ক দিয়ে পরিবর্তন করুন ।  আশাকরি এখন আপনার ফেভিকন ড্যাশবোর্ড এ দেখতেও সক্ষম হবে 🙂 ।

দয়াকরে লেখায় ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন 🙂 ।https://www.techtunes.io/wp-admin/post-new.php

সময় পেলে আমার সাইটটা গুরে দেখবেন এবং আমার পেজ এ একটা লইকে দিবেন।

আমার সাইটঃ http://www.PDFworldBD.com

আমার ফেসবুক পেজঃ লাইক দিতে ক্লিক করুন

পোস্টটি পুরো পরার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ।

Level 0

আমি RashikIqbal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস