বর্তমানে ওয়ার্ডপ্রেস তুমুল জনপ্রিয়। অনেক ব্লগার Blogger দিয়ে ব্লগিং শুরু করলেও পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে ব্লগিং করেন।
ব্লগিং করার সময় হয়ত অনেকেরই অনেক ব্লগে পোষ্টের তারিখ সরিয়ে ফেলতে চান বা তারিখ ছাড়াই ব্লগিং করতে চান।
তারিখ ব্যাতিত ওয়ার্ডপ্রেসে পোষ্ট দিতে চাইলে ওয়ার্ডপ্রেসের এডমিনে লগ ইন হয়ে Appearance থেকে Editor এ যান।
এবার function.php তে যান।
এবার এখানে নিচের কোডটি বসিয়ে দিন।
function jl_remove_post_dates() { add_filter('the_date', '__return_false'); add_filter('the_time', '__return_false'); add_filter('the_modified_date', '__return_false'); add_filter('get_the_date', '__return_false'); add_filter('get_the_time', '__return_false'); add_filter('get_the_modified_date', '__return_false'); } add_action('loop_start', 'jl_remove_post_dates');
এবার আপডেট করে আপনার ব্লগটি রিলোড করে দেখুন পোষ্ট থেকে তারিখ রিমোভ হয়ে গেছে।
আমি মোঃ শাহ্ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 142 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
YES …..Perfect. Thanks for share…