ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পিড বাড়ানোর সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস প্লাগইন

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পিড বাড়ানোর সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে নতুন আরো একটি টিউনে। বিশেষ করে যাদের নিজেদের ওয়েবসাইট আছে তাদের কাছে আজকের এই পোস্টটি অনেক হেল্পফুল একটি টিউন হবে। আমাদের যাদের নিজেদের একটি করে স্বপ্নের ওয়েবসাইট আছে তারা সকলেই নিজেদের ওয়েবসাইটকে অনেক সুন্দর, SEO ফ্রেন্ডলি এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলতে চাই। হ্যাঁ, ওয়েবসাইটকে অন্যান্য সকল ওয়েবসাইট থেকে তুলনামূলকভাবে সেরার পর্যায়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই আপনাকে ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ রেসপন্সিভ করে তুলতে হবে।

ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি, লোডিং রেস্পন্সিভ করে তোলার মাঝে অনেক গুরুত্বপূর্ণ কারণ আর উদ্দেশ্য রয়েছে তা আমি আজকের প্রশ্নই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সেই সাথে ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ানোর জন্য বর্তমান সময়ের সেরা ৫ টি ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগিন আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে সেই প্লাগিনগুলোর কাজ, ফিচার সমস্ত কিছুই আজকের এই টিউনের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কারণ শুধুমাত্র প্লাগিনগুলো সম্পর্কে জানলেই হবে না। সে প্লাগিনগুলোর কী কাজ? কেনই বা সেই প্লাগিনগুলো ব্যবহার করবেন? এতে আপনার ওয়েবসাইটের লাভ কী? এই সমস্ত কিছু আপনাদের মাঝে বিস্তারিত জানাবো।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পিড বাড়ানোর সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস প্লাগিনগুলো নিয়ে বিস্তারিত জানলে আপনার জন্য অথবা আপনার ওয়েবসাইটের জন্য কোনটি ভাল পারফরম্যান্স করবে তা সহজেই বুঝে নিতে পারবেন। যার ফলে আপনার ওয়েবসাইটের জন্য ইউজার ফ্রেন্ডলি হিসেবে এক নতুন মাত্রা যুক্ত করতে পারবেন। অনেকে আছে নিজেদের ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ানোর জন্য অনেক চেষ্টাই করে থাকেন কিন্তু কোনোভাবেই ওয়েবসাইটের লোডিং স্প্রিট বাড়াতে পারেন না। আবার অনেকে আছেন ওয়েবসাইটে লোডিং স্পিড বাড়ানোর জন্য নানারকম প্লাগিন ব্যবহার করে থাকেন এতে শুরুর দিকে ওয়েবসাইটের পারফরম্যান্স ভালো থাকলেও আস্তে আস্তে ওয়েবসাইটে পারফরম্যান্স একদম বাজে হয়ে যায়। তখন তারা আবারও ওয়েবসাইটের লোডিং স্পিড নিয়ে ভালো পারফরম্যান্স পাওয়ার জন্য নতুন প্লাগিন খুঁজতে থাকে।

তবে বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল প্লাগইন স্টোরে অনেক উন্নত মানের ভালো ভালো প্লাগিন স্টোর করা আছে। আপনি চাইলে সেখান থেকেও প্লাগিন ইন্সটল করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে পারবেন। তবে বেশিরভাগ সময় দেখা যায় সে সকল প্লাগিনের কার্যকরী ফিচারগুলো লক করা থাকে সেগুলো আবার টাকা দিয়া আপগ্রেড করে ব্যবহার করতে হয়। তারপর দেখা যায় ওয়েবসাইটের অপটিমাইজ অনেক ভালো হয়। ফলে ওয়েবসাইটের লোডিং স্পিড তুলনামূলকভাবে বেড়ে যায়। তবে আজকে আমি আপনাদের সাথে কোনো প্রিমিয়াম প্লাগিন নিয়ে বিস্তারিত আলোচনা করব না। আজকে আমি আপনাদের সাথে কার্যকরী আর সেই সাথে ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ানোর দুর্দান্ত কার্যকারী সেরা পাঁচটি প্লাগিন শেয়ার করব। আশাকরি এই প্লাগিন গুলো ব্যবহার করলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড আগের তুলনায় অনেক বেড়ে যাবে।

1. W3 Total Cache

W3 Total Cache বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি ক্যাশ ক্লিয়ার করা ওয়ার্ডপ্রেস প্লাগিন৷ এই প্লাগিনটি মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সকল ধরনের ক্যাশ ক্লিয়ার করে ওয়েবসাইটটের লোডিং স্প্রিড বাড়িয়ে তোলে। আপনারা যারা নিজেদের ওয়েবসাইটের জন্য ক্যাশ ক্লিয়ারের বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করে থাকেন তারা সকলেই হয়ত W3 Total Cache প্লাগিনটির নাম শুনে থাকবেন। বর্তমান সময়ে এটি বেশ জনপ্রিয় একটি ওয়ার্ডপ্রেসে প্লাগিন। এই প্লাগিনটি জনপ্রিয় পাওয়ার পেছনে অনেকগুলো ফিচার আর বেশ কিছু সুবিধা রয়েছে। এই প্লাগিনটি বর্তমানে ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সনের সাথে খুব ভালোভাবেই কাজ করে। তাই আপনি এই W3 Total Cache প্লাগিনটি আপনার যেকোনো ডিজাইনের ওয়েবসাইটে ইনস্টল করে অ্যাকটিভ করে আপনার ওয়েবসাইটের স্পিড অনেক বাড়িয়ে নিতে পারেন।

W3 Total Cache প্লাগিনটি অনেক বেশি জনপ্রিয়তা পাওয়ার পেছনে অনেকগুলো ফিচার আর সুবিধার রয়েছে। এর সবচেয়ে প্রধান সুবিধা হল এটি আপনি ফ্রি ভার্সনেও ব্যবহার করতে পারবেন। এই প্লাগিন সাইটের স্পিড বাড়ানোর জন্য ক্যাশিং, কমপ্রেস, ব্রাউজার ক্যাচ এবং CDN ইন্টিগ্রেশন সরবরাহ করে। যার ফলে আপনার ওয়েবসাইটের ইমেজ সহ যেকোনো লেখা এবং html কোডগুলো কমপ্রেস হয়ে যায়। ফলে আপনার ওয়েবসাইটের স্পিড তুলনামূলক কার্যকর ভাবে বেড়ে যায়। এটি আপনার ওয়েবসাইটের অনেক বড় সাইজের ইমেজকে কমপ্রেস করে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড তুলনামূলকভাবেই বাড়িয়া তুলবেন।

এছাড়াও আরো অনেক ফিচার আছে এই W3 Total Cache প্লাগিনে। বর্তমানে ওয়ার্ডপ্রেসে এর প্রায় 5M+ প্লাস এক্টিভেট ইউজার রয়েছে। অনেক বেশি গ্রাহক সমৃদ্ধ প্রতিষ্ঠান হওয়ার কারণে নিয়মিত ওয়ার্ডপ্রেস এর আপডেট ভার্সনের কোডিং গুলোর সাথে তাল মিলিয়ে W3 Total Cache প্লাগটিও আপডেট করা হচ্ছে। মূলত এই সুবিধাটার কারণেই ইউজাররা তাদের ওয়েবসাইটে W3 Total Cache প্লাগিনটি ব্যবহার করার কারণে কোন বাগ অথবা সমস্যা পাবেন না। এই প্লাগিনটি একটি ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করে সেই ওয়েবসাইট কে গুগলের সার্চ র‍্যাংকে নিয়ে আসতেও বেশ কার্যকর ভূমিকা পালন করেন। তাই আপনি চাইলে আজ থেকেই W3 Total Cache প্লাগিনটি আপনার ওয়েবসাইটেও ব্যবহার করতে পারেন।

W3 Total Cache

Official Plugin @ W3 Total Cache

2. WP Rocket / Lazy Load by WP Rocket

Lazy Load by WP Rocket বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন। একটি ওয়েবসাইটের লোডিং স্পিড কয়েকটি কারণে অনেক বেশি হয়ে যেতে পারে। আমরা যখন কোন একটি ওয়েবসাইট ইন্টারনেট রান করি তখন আমরা সেই ওয়েবসাইটে আর্টিকেল হিসেবে বিভিন্ন টেক্সট এবং ইমেজ ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা সেই ওয়েবসাইটের ডিজাইনের জন্য বিভিন্ন HTML, CSS, JavaScript ইত্যাদি কোডিং করে থাকি। এখন আমাদের সেই ওয়েবসাইটে যখন কোন ভিজিটর প্রবেশ করবে তখন খুব অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটের সমস্ত কোডিং এবং ইমেজগুলো লোডিং হতে থাকবে। এমন সময় যদি আপনার ওয়েবসাইট অপটিমাইজ করা না থাকে তাহলে আপনার ওয়েবসাইট সম্পূর্ণ লোডিং হতে দীর্ঘ সময় লাগবে।

মূলত ওয়েবসাইটের এই লোডিং সমস্যার সমাধানে বেশ কার্যকর একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন হলো WP Rocket / Lazy Load by WP Rocket প্লাগিন। এই প্লাগিনটি মূলত ওয়েবসাইটের সমস্ত ইমেজগুলোকে অপটিমাইজ করে দ্রুত লোডিং হতে সহায়তা করে। সেই সাথে ওয়েবসাইটের সমস্ত কোডিং গুলোকে অপটিমাইজ করে একটি সাধারণ কোডিং এ রূপান্তরিত করে যার ফলে ওয়েবসাইট তুলনামূলক সময়ের থেকেও অনেক বেশি দ্রুত লোডিং হয়ে থাকে। যার ফলে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করার পর সে যদি কোন আর্টিকেল পড়তে চায় তাহলে সেই আর্টিকেলে ক্লিক করার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আর্টিকেলের সমস্ত ইনফরমেশন তার সামনে শো করে।

আপনার এই ওয়েবসাইটের লোডিং স্পিড দ্রুত করার পিছনে মূলত WP Rocket / Lazy Load by WP Rocket কার্যকর ভূমিকা পালন করে। এই প্লাগিনটি আপনি ফ্রি অথবা পেইড দুটি ভার্সনের ব্যবহার করতে পারবেন। তবে পেইড ভার্সনে ফ্রি ভার্সনে তুলনায় ফিচার অনেক বেশি পাবেন যা আমরা সকলেই জানি। এছাড়া আপনার ওয়েবসাইট নতুন হয়ে থাকলে আপনি ফ্রি ভার্সন দিয়েই আপনার ওয়েবসাইট অনেকটাই অপটিমাইজ করতে পারবেন। এটি আপনার ওয়েবসাইটে SEO এর জন্য ভালো পারফর্ম করতে পারেন। তাই আপনি চাইলে আজ থেকেই WP Rocket / Lazy Load by WP Rocket প্লাগিনটি আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারেন।

3. WP Super Cache

বর্তমান সময়ে এটিও বেশ জনপ্রিয় একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন। এই প্লাগিনটি মূলত ওয়েবসাইটে স্পিড বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। আপনার ওয়েবসাইটে যদি অনেক বেশি ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি ফাইল থেকে থাকে তাহলে WP Super Cache আপনার ওয়েবসাইটের জন্য বেশ কাজ করে একটি প্লাগিন হবে। আমাদের যাদের ওয়েবসাইট আছে আমরা অনেক সময় খেয়াল করি যে, আমাদের ওয়েবসাইটের হোস্টিং অনেক ভালো কোম্পানি থেকে প্রোভাইড করা। তারপরও আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড তুলনামূলকভাবেই অনেক বেশি। আপনার ওয়েবসাইটে এমন সমস্যা হওয়ার মূল কারণ হতে পারে আপনার ওয়েবসাইটে অনেক বেশি বড় সাইজের ফাইল আপলোড হওয়ার কারণে।

মূলত বড় বড় ফাইলগুলো লোডিং হতে অনেক বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক। তারপরও আপনার ধারণার থেকে বেশি সময় লাগলে সেটি আসলেই অস্বাভাবিক এর জন্য অবশ্যই আপনাকে পদক্ষেপ নেয়া দরকার। আপনার ওয়েবসাইটে এমন সমস্যা থাকলে অবশ্যই আপনার ওয়েবসাইটে WP Super Cache নামক প্লাগিনটি ইন্সটল করে ব্যবহার করা উচিত। এই প্লাগিনটি অনেক বড় বড় ফাইল কে অপটিমাইজ করে ছোট সাইজের পরিণত করে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করে। যার ফলে আপনার ওয়েবসাইট আগের তুলনায় অনেক দ্রুত সময়ের মধ্যেই লোডিং হয়ে যাবে। অনেক অল্প সময়ের মধ্যে অনেক দ্রুত লোডিং হওয়ার কারণে আপনার ওয়েবসাইটের SEO পারফরম্যান্স অনেক ভালো হবে।

WP Super Cache প্লাগিনটি আপনি ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল প্লাগিন স্টোরেই পেয়ে যাবেন। এই প্লাগিনটি আপনি ফ্রি এবং প্রিমিয়াম ও ভার্সন দেখতে পাবেন। প্লাগিনটির প্রিমিয়াম ভার্সন নিতে চাইলে অবশ্যই আপনাকে অর্থ প্রদান করতে হবে। এছাড়াও আপনি এই প্লাগিনটির ফ্রি ভার্সন দিয়ে আপনার ওয়েবসাইটের প্রায় সকল কাজই করতে পারবেন। তাই আমি মনে করি এই WP Super Cache প্লাগিনটির ফ্রি ভার্সন আপনার ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য যথেষ্ট। আপনার ওয়েবসাইটে যদি অনেক বড় বড়ো ফাইল থাকে আর আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড যদি অনেকটাই বেশি সময় লাগে তাহলে আপনি আজ থেকেই WP Super Cache প্লাগিনটি ব্যবহার করতে পারেন। আশাকরি আপনি আপনার ওয়েবসাইটের জন্য অনেক ভাল পারফরম্যান্স পাবেন।

WP Super Cache

Official Plugin @ WP Super Cache

4. Autoptimize

Autoptimize বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার জন্য বেশ জনপ্রিয় একটি প্লাগিন। এটি এত বেশি জনপ্রিয় পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে টিউনের মধ্যে আস্তে আস্তে সেই কারণগুলো উল্লেখ করবো। এই প্লাগিনটি দ্বারা বিশেষ করে কোন ওয়েবসাইটের সমস্ত পেজগুলোকে অপটিমাইজ করা হয়। একটি ওয়েবসাইটের পেজ সেই ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমাদের যাদের ওয়েবসাইট আছে আমরা সেটি খুব ভালো করেই জানি। একটি ওয়েবসাইটের পেজের স্পিড অপটিমাইজ করতে পারলে সম্পূর্ণ ওয়েবসাইট অপটিমাইজ করা সম্ভব এটি আমরা সকলেই জানি।

হ্যাঁ, আপনি এই Autoptimize প্লাগিন দ্বারা আপনার ওয়েবসাইটের পেজ অপটিমাইজ করার ফলে আপনি আপনার সমস্ত ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে পারবেন। এই প্লাগিনটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের HTML, CSS এবং JavaScript ফাইলগুলি অপটিমাইজ করে ওয়েবসাইটের লোডিং স্পিড তুলনামূলকভাবে অনেক বাড়িয়ে তোলে। Autoptimize প্লাগিন দ্বারা অপটিমাইজ করা পেজগুলো গুগলের প্রথম পেজে অবস্থান করার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায়। এটি মূলত একটি ওয়েবসাইটের সকল পেজগুলোকে অপটিমাইজ করে ফেলে। আমরা সবাই জানি আমরা যেখানে আর্টিকেল লিখি সেটিও একটি পেজ আর এই পেজটিকে অপটিমাইজ করার ফলে পেজের লোডিং স্পিড তুলনামূলকভাবে অনেক বেড়ে যায়।

যার ফলে কোন ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করার পর সেই ভিজিটর যখন আপনার ওয়েবসাইট থেকে কোন আর্টিকেল পড়ার জন্য সে আর্টিকেলে ক্লিক করে সে আর্টিকেলটি তুলনামূলক সময় থেকেও অনেক দ্রুত লোডিং হয়ে ভিজিটরের সামনে শো করে। Autoptimize প্লাগিনটির জন্য আপনার ওয়েবসাইট ভিজিটরদের জন্য ইউজার ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট হয়ে ওঠে। আর গুগল ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন। যার ফলে আপনার ওয়েবসাইট অনেক দ্রুত র‍্যাংক করবে। Autoptimize আপনি ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সনেই পেয়ে যাবেন। আপনার ওয়েবসাইটের জন্য বাজেট কম থাকলে আপনি ফ্রি ভার্সন দিয়ে আপনার ওয়েবসাইটের অপটিমাইজের সমস্ত কাজগুলোই সুন্দরভাবে করতে পারবেন।

Autoptimize

Official Plugin @ Autoptimize

5. LiteSpeed Cache

বর্তমান সময়ে আমার দেখা এবং কার্যকারী বেশ জনপ্রিয় একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন প্লাগিন হল LiteSpeed Cache প্লাগিন। এটি অনেক অল্প সময়ে অনেক বেশি জনপ্রিয়তা পাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। অন্যান্য সকল কারণের মধ্যে একটি কারণ হলো এটি বর্তমানে ওয়ার্ডপ্রেস এর সকল ভার্সনের ওয়েবসাইটে খুব সুন্দর ভাবেই রান করানো যায়। আমরা যখন আমাদের ওয়েবসাইটে ক্যাশ ক্লিয়ার এর জন্য নানা ধরনের প্লাগিন ইন্সটল করে অ্যাকটিভ করে থাকি তখন আমরা অনেকেই লক্ষ্য করি যে, সে সমস্ত প্লাগিন ইন্সটল করার ফলে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের লোডিং স্পিড অনেকটাই বেড়ে যায়। যার ফলে আমরা সহজে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ভিজিট করতে পারি না।

LiteSpeed Cache প্লাগিন ব্যবহার করার ফলে আমাদের ওয়েবসাইটে এ ধরনের কোন সমস্যা দেখা যায় না। এই প্লাগিনটি আমাদের ওয়েবসাইটে অ্যাকটিভ করার ফলে মনে হয় ওয়েবসাইটের ড্যাশবোর্ডের লোডিং স্পিড আগের চেয়েও তুলনামূলকভাবে বেড়ে গেছে। LiteSpeed Cache প্লাগিনটি যেকোনো ওয়েবসাইটে ইমেজ অনেক ভালোভাবেই অপটিমাইজ করতে পারে। সেই সাথে সেই ওয়েবসাইটের HTML, CSS এবং JavaScript ফাইলগুলি অপটিমাইজ করে ফেলে। যার ফলে সেই ওয়েবসাইট আগের থেকেও তুলনামূলকভাবেই অনেকটাই লোডিং স্পিড বেড়ে যায়। সবচেয়ে ভালো কথা হলো এটি আমার নিজের TrickNew ওয়েবসাইটে ব্যবহার করি এবং নিজে এর ভালো পারফরমেন্সের সাক্ষী।

LiteSpeed Cache প্লাগিনটি আপনি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল প্লাগিন স্টোরেই পেয়ে যাবেন। আপনি প্লাগিনটি আপনি ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সনেই ব্যবহার করতে পারবেন। আপনার ওয়েবসাইট যদি নতুন হয়ে থাকে অথবা আপনার ওয়েবসাইটের জন্য অনেক বেশি অর্থ খরচ করার মত সামর্থ্য না থেকে থাকে তাহলে আপনি এই LiteSpeed Cache প্লাগিনটির ফ্রি ভার্সন দিয়েই আপনার ওয়েবসাইট অপটিমাইজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য অন্যান্য প্লাগিন আপনার ওয়েবসাইটের জন্য যতটা ভালো পারফরম্যান্স করবে তার থেকেও তুলনামূলকভাবে অনেকটাই ভালো পারফরম্যান্স করবে এই LiteSpeed Cache ওয়ার্ডপ্রেস প্লাগিন। আপনি চাইলে আজ থেকেই আপনার ওয়েবসাইটে LiteSpeed Cache প্লাগিনটি ইন্সটল করে আপনার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে পারবেন।

LiteSpeed Cache

Official Plugin @ LiteSpeed Cache

শেষ কথা

আজকের টিউনে আলোচনা করা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পিড বাড়ানোর সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। আজকের টিউনে আলোচনা করা প্লাগিনগুলো সম্পর্কে আমি আমার নিজের ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। এর থেকেও ভালো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্লাগিন থাকতে পারে, অথবা ভবিষ্যতেও এর থেকে ভাল প্লাগিন মার্কেটে আসতে পারে। তবে আজকের টিউনে আলোচনা করা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পিড বাড়ানোর সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস প্লাগিনগুলো আপনি ফ্রি অথবা পেইড দুটি ভার্সনে আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন।

আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি অনেক বেশি স্লো হয়ে থাকে, কোন আর্টিকেলে ক্লিক করলে সেই আর্টিকেল সহজে ওপেন হতে চায় না তাহলে অবশ্যই আমার আজকের টিউনে আলোচনা করার প্লাগিনগুলো আপনার ওয়েবসাইটে ইন্সটল করে অ্যাক্টিভ করে দেখা উচিত। এতে হয়ত আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেকটাই বেড়ে যেতে পারে। বর্তমান সময়ে এই প্লাগিনগুলো মার্কেটে বেশ জনপ্রিয় আর এদের ইউজার সংখ্যাও তুলনামূলকভাবে অনেক অনেক বেশি। আপনার ওয়েবসাইটের বাজেট যদি অনেক বেশি হয় তাহলে আপনি আমার আলোচনা করার প্লাগিন গুলোর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে দেখতে পারেন। আমি আশাকরি এতে অবশ্যই আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বেড়ে যাবে।

আর আপনার কাছে যদি অনেক বেশি বাজেট না থেকে থাকে তাহলে আপনি এই প্লাগিনগুলোর ফ্রি ভার্সন ব্যবহার করেও আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড তুলনামূলকভাবে অনেকটাই বাড়াতে পারবেন। তবে মনে রাখবেন, এই প্লাগিনগুলো শুধুমাত্র আপনার ওয়েবসাইটে ইন্সটল করে রাখলেই হবে না। এই প্লাগিন গুলোর আরো ভালো পারফরম্যান্স পেতে হলে অবশ্যই এই প্লাগিনগুলো সেটিং করতে হবে। আপনি আপনার পছন্দমতো যে প্লাগিনটি আপনার ওয়েবসাইটে ইন্সটল করতে চান সেই প্লাগিনটি সম্পর্কে ইউটিউবে সার্চ দিয়ে সেই প্লাগিনটির বিস্তারিত সেটিং দেখে নিবেন আর সেই অনুযায়ী আপনার ওয়েবসাইটের প্লাগিনটিও সেটিং করবেন। এতে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড তুলনামূলকভাবে অনেক বেশি অপটিমাইজ হয়ে যাবে।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পিড বাড়ানোর সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস