ওয়ার্ডপ্রেস Affiliate Marketing সাইটের জন্য Gutenberg Based এক অসাধারণ টেবিল Plugin

সময়ের সাথে পাল্লা দিয়ে বর্তমান সময়ে স্বল্প পরিশ্রমে বড় পরিসরে ইনকামের জন্য সেরা পথ হলো Affiliate মার্কেটিং। যদিও এখানে আপনার কিছুটা বুদ্ধিমত্তা দিয়ে এগোতে হয়, তথাপি বর্তমান ফ্রিল্যান্সারদের কাছে Affiliate Marketing জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন।

আপনারা যারা Affiliate Marketing করছেন তারা জানেন এখানে টেবিলের গুরুত্ব কতটা। আপনার পুরো সাইটের সারাংশ বহন করে এই টেবিল। এ কারণেই Affiliate Marketer রা চেষ্টা করেন এই টেবিলটাকে Dynamic আর আকর্ষণীয় করতে। কিন্তু গুটেনবার্গের জটিলতা, কম স্কীল কিংবা সময়ের অভাবে অনেকের website এর এই জায়গাটিতে দুর্বলতা থেকে যায়। যে কারণে কি-ওয়ার্ড Rank করা কঠিন হয়ে যায়। Rank করলেও ভিজিটর কমফোর্ট ফিল না করায় Traffic dropping হয়।

কিন্তু কেমন হতো যদি এরকম একটি Table plugin থাকতো যা কিনা খুুব সহজেই ব্যবহার করা যাবে। এমনই একটি প্লাগিনের কথা বলছি আজকে। আপনাদের জন্য যে টেবিল Plugin সাজেস্ট করছি তার নাম NicheTable (গুটেনবার্গ)। চলুন এর ফিচারগুলো দেখে নেওয়া যাক:

১. সুপার responsive অবশ্যই। সব ডিভাইসে রেসপন্স করবে।

২. নিজের মতো করে customize করে নেওয়া যাবে।

৩. HTML ব্যবহার করা যাবে।

৪. কালার customize করে নেওয়া যাবে।

৫. প্রোডাক্টের সাথে স্টার রেটিং সংযোগ করা যাবে।

৫. ইচ্ছামতো আইকন customise করা যাবে

৬. আলাদা আলাদা ভাবে Row এবং তথ্য হাইলাইটস করা যাবে।

৭. লিংক, Product value এদিক-ওদিক করে নিতে পারবেন নিজের মতো করে।

৮. প্লাগিনটি কোনো Junk file বহন করেনা যে কারণে ওয়েবসাইট Smooth থাকে। লোড হতে সময় নেয়না।

 

 

Live demo ইডিট করে দেখতে এখানে ক্লিক করুন

প্লাগিনটি ৭ দিনের জন্য Free Trial version রাখা হয়েছে। Premium version ব্যবহার করতে 1 বছর এবং আজীবন মেয়াদের দুটি প্যাকেজ আছে। 1 বছরের জন্য চার্জ $16.98 (ডলার)। আর লাইফ টাইম চার্জ $39.98 (ডলার)।

প্রিমিয়াম ভার্সন demo দেখতে এবং Purchase এর জন্য এখানে ক্লিক করুন

টিউন টি প্রথমে করা হয়েছিল এখানে। সবাইকে ধন্যবাদ
আমার ব্লগ: Tech-Today BD

Level 0

আমি জন হ্যাক্সর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, সুন্দর তথ্য দেয়ার জন্য। আপনি চেক করেছেন কি, লিংক এরর আসবে না তো। অনেক ঝামেলা দেখেছি নিজের অভিজ্ঞতায়।

    আসার কথা নয় ভাইয়া। আগেই পার্সেচ করতে বলবনা। রিভিউ দেখে, ট্রায়াল দেখে তারপর ১ বছরের জন্য নেওয়া ভালো। কমফোর্ট লাগার ব্যাপারও আছে