আস্সালামুআলাইকুম,
তো সুরতে বলি সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোওয়াতে আমি ও অনেক ভালো আছি।
আপনারা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাদের জন্য অসাধারন Plugins।
তো চলুন শুরু করি,
প্রথমে এখানে ক্লিক করে Plugins ডাওনলোড করুন।
আগেই বলে রাখি না বুঝলে ফটোর দিকে লক্ষ করুন।
Plugins ডাওনলোড করা হয়ে গেলে এখন আপনার সাইডে ডুকে Plugins এ যাবেন তার পর আপলোড করুন তার পর active করুন।
active করা হয়ে গেলে ঠিক এই রকম দেখাবে।
এখন আপনার সাইডের ভিতরে ২টা কোড বসাতে হবে।
প্রথমে আপনি ১টা কোড বসাতে Appearance এ গিয়ে editor এ যাবেন তার পর Single.php তে গিয়ে এই কোডটি বসান <?php wpfp_link(); ?>
2টা কোড বসাতে Page এ গিয়ে Add new এ যাবেন তার পর প্রথম বক্স এ লিখুন Wp Favorite Posts এবং ২য় বক্স এ এই কোডটি বসান [wp-favorite-posts]
বিঃদ্রঃ যে ভাবে দেওয়া আছে এই ভাবেই বসাবেন তা না হলে কাজ করবে না।
আমাদের সাইডে হয়েছে কিনা এই স্কেনশর্টগুলো দেখুন।
আর আপনার সাইডে হয়েছে কি না অবশ্যই জানাবেন।
আমি মনিরুদ আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।