বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশের সকল স্কুল, কলেজ, সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরি এখন বাধ্যতামুলক। সে কারনে অনেক ওয়েব ডেভেলপার ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমি নিজেও কিছু কাজ করছি। তাই ভাবলাম যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির জন্য কিছু ওয়ার্ডপ্রেস প্লাগিন্স এর নাম দেই। যাতে কাজগুলো অনেক সহজ হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরির জন্য কিছু সর্ত আরোপ করা হয়েছে ইতোমধ্যে তা শিক্ষা মন্ত্রণালয়য়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। প্রয়োজনে তা ডাওনলোড করে নিতে পারেন। এখানে বলে রাখি হোস্টিং এর ব্যাপারে অবশ্যই একটু সচেতন হয়ে কাজ করবেন। ওয়ার্ডপ্রেস এর ডিরেক্টরিতে অনেক সাধারন মানের থিম পাবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের সাইটের জন্য এ সকল সাধারন মানের থিম হলেই চলবে। এখন যে সকল প্লাগিন্স ব্যাবহার করবেন তা হল।
Contact Form 7
Jquery news ticker
Quick Bangla Installer
Student Result or Employee Database
WP Content Copy Protection
CM Download Manager
Gravity Forms
Simple Schools Staff Directory
এসকল প্লাগিন্স গুলো আপনি ফ্রি পাবেন ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে।
তবে আরও ভালো হয় যদি অনলাইন ভিত্তিক পি এইচ পি স্কুল মানাজমেন্ট সফটওয়ার ব্যাবহার করা যায়। যেটা আমি করছি। তা হল -
এই স্ক্রিপ্টটার দাম ৪৪ ডলার বাংলাদেশি টাকায় প্রায় ৩৫০০ টাকা। তবে আমি পি এইচ পিতে একটু কাজ করিয়ে ফ্রি ব্যাবহার করছি।
এছাড়া কিছু ছোটখাট ওইগেট লাগে যা আপনি গুগোলেই খুজে পাবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। সরকারের এটি একটি ভাল উদ্দ্যেগ এক সহজভাবে স্কুলের তথ্য পাওয়া ও যারা প্রযুক্তি ব্যবসার সাথে জড়িত তাদের একটি আয়ের উতস্য। আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। ১। আপনার তৈরি করা সাইটের ঠিকানা দিবেন? আমিও কয়েকটা প্রতিষ্ঠান করেছি ২। মন্ত্রনালয়ের সকল কাইটেরিয়া কি পূরন হচ্ছে? ৩। আমার কাছে Ekattor School Management System Pro 3.0 এর স্কিপটা আছে এটা কিভাবে আপলোড করব জানিনা জানাবেন?
সকলের জন্য- যারা আউটসোর্সিং করার জন্য অনলাইনে দৌড় ঝাপ পারেন তারা নিজের এলাকার প্রতিষ্ঠান গুলিতে খোজ খবর করে কাজ নিতে পারেন, যাতে আপনি আয় করতে পারেন শধু আয় না খোজ নিয়ে দেখুন অনেক প্রতিষ্ঠান প্রধান কিছুই বুঝতে পারছেনা কোথায় করে, কিভাবে করে, অনেকে বলছে ওয়েব সাইট কি, তাদেরকে আয়ের পাশাপাশি সহযোগিতা করুন। অনেক ভুয়া প্রতিষ্ঠান কাজ করছে তাদের সর্তক করুন যাতে ভাল প্রতিষ্ঠান হতে হষ্টিং নেয়। পরামর্শ প্রয়োজনে যারা ভাল বোঝেন অথবা কাজ করেন তাদের সহযোগিতা নিন।উপরের যিনি পোষ্ঠ করেছেন বড় ভাই এর পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সকলকে।