যারা ওয়ার্ডপ্রেস দিয়ে স্কুলের জন্য ওয়েব সাইট তৈরি করছেন তাদের জন্য।

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশের সকল স্কুল, কলেজ, সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরি এখন বাধ্যতামুলক। সে কারনে অনেক ওয়েব ডেভেলপার ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমি নিজেও কিছু কাজ করছি। তাই ভাবলাম যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করছেন তাদের  শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির জন্য কিছু ওয়ার্ডপ্রেস প্লাগিন্স এর নাম দেই। যাতে কাজগুলো অনেক সহজ হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরির জন্য কিছু সর্ত আরোপ করা হয়েছে ইতোমধ্যে তা শিক্ষা মন্ত্রণালয়য়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। প্রয়োজনে তা ডাওনলোড করে নিতে পারেন। এখানে বলে রাখি হোস্টিং এর ব্যাপারে অবশ্যই একটু সচেতন হয়ে কাজ করবেন। ওয়ার্ডপ্রেস এর ডিরেক্টরিতে অনেক সাধারন মানের থিম পাবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের সাইটের জন্য এ সকল সাধারন মানের থিম হলেই চলবে। এখন যে সকল প্লাগিন্স ব্যাবহার করবেন তা হল।

Contact Form 7

Jquery news ticker

Quick Bangla Installer

Student Result or Employee Database

WP Content Copy Protection

CM Download Manager

Gravity Forms

Simple Schools Staff Directory

এসকল প্লাগিন্স গুলো আপনি ফ্রি পাবেন ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে।

তবে আরও ভালো হয় যদি অনলাইন ভিত্তিক পি এইচ পি স্কুল মানাজমেন্ট সফটওয়ার ব্যাবহার করা যায়। যেটা আমি করছি। তা হল -

Ekattor School Management System Pro 3.0

এই স্ক্রিপ্টটার দাম ৪৪ ডলার বাংলাদেশি টাকায় প্রায় ৩৫০০ টাকা। তবে আমি পি এইচ পিতে একটু কাজ করিয়ে ফ্রি ব্যাবহার করছি।

এছাড়া কিছু ছোটখাট ওইগেট লাগে যা আপনি গুগোলেই খুজে পাবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ আপনাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। সরকারের এটি একটি ভাল উদ্দ্যেগ এক সহজভাবে স্কুলের তথ্য পাওয়া ও যারা প্রযুক্তি ব্যবসার সাথে জড়িত তাদের একটি আয়ের উতস্য। আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। ১। আপনার তৈরি করা সাইটের ঠিকানা দিবেন? আমিও কয়েকটা প্রতিষ্ঠান করেছি ২। মন্ত্রনালয়ের সকল কাইটেরিয়া কি পূরন হচ্ছে? ৩। আমার কাছে Ekattor School Management System Pro 3.0 এর স্কিপটা আছে এটা কিভাবে আপলোড করব জানিনা জানাবেন?

সকলের জন্য- যারা আউটসোর্সিং করার জন্য অনলাইনে দৌড় ঝাপ পারেন তারা নিজের এলাকার প্রতিষ্ঠান গুলিতে খোজ খবর করে কাজ নিতে পারেন, যাতে আপনি আয় করতে পারেন শধু আয় না খোজ নিয়ে দেখুন অনেক প্রতিষ্ঠান প্রধান কিছুই বুঝতে পারছেনা কোথায় করে, কিভাবে করে, অনেকে বলছে ওয়েব সাইট কি, তাদেরকে আয়ের পাশাপাশি সহযোগিতা করুন। অনেক ভুয়া প্রতিষ্ঠান কাজ করছে তাদের সর্তক করুন যাতে ভাল প্রতিষ্ঠান হতে হষ্টিং নেয়। পরামর্শ প্রয়োজনে যারা ভাল বোঝেন অথবা কাজ করেন তাদের সহযোগিতা নিন।উপরের যিনি পোষ্ঠ করেছেন বড় ভাই এর পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সকলকে।

    @royalnoman: আপনার ১ নং প্রস্নের উত্তর হল ঃ http://hatnaogaonhs.com/
    ২ নং- মন্ত্রনালয়ের সকল কাইটেরিয়ার প্রায় সকলই পুরন হচ্ছে।
    ৩। Ekattor School Management System Pro 3.0 এই স্ক্রিপ্ট একটি সাব ডোমেইন করে cpanel এ গিয়ে সেই সাব ডোমেইন এর ফোল্ডারের ভেতর জীপ ফাইল আপলোড করে Extract করুন। তারপর সি পেনেল এ গিয়ে ডাটা বেইজ তৈরি করে ইন্সটল করুন।http://barshailqhs.com/azaks/ দেখতে পারেন। একান্তই সমসসা হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।

      @অসময়ের পথিক: ভাই আমার জানামতে স্কুলের সাইটতো edu.bd করার নির্দেশ দিয়েছে। আর একটা কথা যেহেতু আপনার কাছে Ekattor School Management System Pro 3.0 আছে, সেহেতু এটা আমাকে ফ্রিতে দেয়া যায়? আমি কোন স্কুলের কাজ পাইনি বা করতেছি, কিন্তু এটা একটু দেখতাম ব্যবহার কেমন এবং ব্যবহার শিখতাম। যদি দিলে কোন সমস্যা না থাকে তাহলে আশা করি আপলোড করে ডাউনলোড লিংক দিয়ে উপকৃত করবেন। 🙂 ধন্যবাদ।

ভাই আমার খুব দরকার ছিল উপকার করলেন। tnx.:D

Level 2

অশেষ ধন্যবাদ ভাই। সমস্যা গুলি ছোট আকারে সুন্দর সমাধান দেয়ার জন্য। হষ্টিং এর বিষয়ে আপনার পরামর্শ কি মানে কতটুকু জায়গা নিলে ভাল, এখন ত edu.bd দিয়ে করতে বলছে। ধন্যবাদ আপনার ফেইসবুক ঠিকানা দওয়া যাবে?

Level 2

বেশকিছু উপকারী প্লাগিনের সাথে নতুনদের পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ!

১। সবকিছু যদি প্লাগিন দিয়ে করবেন তাহলে আপনার কৃতিত্ব কোথায়?আপনি কেমন ডেভেলপার?….প্রশ্নটা সেই সব লেবেল ওয়ালা ডেভেলপারদের কাছে রইল যারা যেকোন ছোট খাট কাজের জন্যেও প্লাগিনের সন্ধান করেন!

২। সবকিছু যদি প্লাগিন দিয়ে করতে চান তাহলে থিম ডেভেলপিং এর প্রয়োজন কি?

৩। Ekattor School Management System Pro 3.0 ফ্রি ব্যবহার করছেন,এটা কোন ধরণের ভদ্রতা?আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে অন্য একজন ডেভেলপারের কষ্টের ফসল এভাবে ফ্রিতে ব্যবহার করছেন কেন?

৪। গত কয়েক সপ্তাহে স্কুলের ওয়েব সাইট তৈরীর জন্য প্লাগিন চেয়ে অনেকে গ্রুপে পোষ্ট করেছে!কয়েকজন কে ছোট খাট কাজের জন্য কোড করে দিয়েছি,কিন্তু এরপরেও তাদের প্রশ্ন ভাই প্লাগিন দিলে ভাল হত,কোড কোথায় বসাবো?

৫। আসলে সরকারী প্রজেক্ট গুলো এমন কিছু পাবলিকের হাতে পড়েছে যারা কেবলমাত্র থিম & প্লাগিন কিভাবে ইন্সটল দিতে হয় এতটুকু জানা ডেভেলপার।আপনারা লজ্জা আমাদের কেননা আপনাদের মধ্যে শেখার কোন আগ্রহ নেই!সবকিছু সহজে পেলে বেচে যান!

৬। ব্যাক্তিগত ভাবে আমিও কিছু স্কুলের প্রজেক্ট করছি যেখানে একটু সময় & পরিশ্রম বেশি হলেও প্লাগিনের ব্যবহার ছাড়াই নিজে কোড়িং করে কাজ করছি!

যাহোক, কথাগুলো নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি!

ভাল কথা আর কষ্টের কাজ ভাল না লাগাটাই স্বাভাবিক!

    @S.k.joy: ভাই আমি আপনার মত অনেক বড় মনের মানুষ নই। হতে পারলে আর পাইরেটেড ও এস ব্যাবহার করতাম না। উপরের লিখাটি সম্পূর্ণয় নতুনদের। কাজে উৎসাহ না দিলে কাজ শিখবে কি ভাবে। আমাদের মত মানুষদের নিয়ে যখন আপনার এত লজ্জা তখন একবার আপনার কম্পুটার আমার দেখার খুব ইচ্ছে যে আপনি কয়টি সফট কিনে ব্যাবহার করেন। তবু আপনার মতামতের জন্ন অশেষ ধন্যবাদ। আপনার মত মানুষ আছে বলেই আমরা কিছু সিখতে পারি। খোদা আপনাকে ধিরঘদিন বাচিয়ে রাখুন এবং অনেক বড় করুন আমিন।

Level New

Nice tune. Notun der jonno omrito. Chaliye jan, prithibite sokol valo kajeri du-akta somaluchok thake.

যে কোন স্কুলের ওয়েব সাইট এর জন্য Contact করুন মাত্র ৫০০০ টাকা । ২ জিবি Hosting Unlimited Bandwidth.
ডিজাইন সহ ৫০০০ টাকা। ০১৯৪০৬৪২৩৪৪ কল করতে পারেন। ভিজিট করুন http://www.squaresolutionltd.com /www.hostkey.biz

ভাই, .edu.bd ডোমেইন কেনার সিস্টেম টা জানালে উপকৃত হতাম।

Level 0

আপনার contact number টা একটু দিবেন please,

[email protected]
01704340474

    @R. K. Sharma (Rohit): এডু ডোমেইন কেনার জন্য প্রতিষ্ঠানের কিছু কাগজ পত্রের প্রয়োজন হয়। যদি কিনতে না পারেন তবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধনবাদ। @shakilmax:

    @shakilmax: ০১৭১৩৭৩৫৪৩৪। ধন্যবাদ।

ভাই আমি কোন কোম্পানি হতে ডোমেইন এবং হস্টিং কিনব একটু হেল্প করতে পারেন । আর কতো খরচ কি কি সুবিধা পাব এই ব্যপারে জানালে ভালো হতো।

    @মনিরবিডি ব্লগার: শিক্ষা প্রতিষ্ঠানের ডোমেইন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডট এডু ডোমেইন নিতে হবে। বাংলাদেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি হোস্টিং নিতে পারেন আর ডোমেইন এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিটি আর সি থেকে নিতে হবে। সমস্যা হলে আমাকে ফোন দিতে পারেন। ০১৭১৩৭৩৫৪৩৪ ।

ধন্যবাদ ভাই

@অসময়ের পথিক Ekattor School Management System Pro 3.0 ক্রীপ্টটা কি দেওয়া যায়। দিলে আমি বিশেষভাবে উপকৃত হতাম। আমি আমার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েব সাইট তৈরী করছি। একটু দেখতাম। তারপর আমি আমার নিজের মতো করে তৈরী করতাম। আমি কোন প্রফেশনাল ওয়েব ডিজাইনার নই এবং আমার প্রতিষ্ঠান খুব একটা বড় না। তাই আমি নিজেই আমার প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরী করছি। আশার করি ক্রীপ্টটা দিয়ে উপকার করবেন।

Ekattor School Management System Pro 3.0 সফটওয়্যারটি যদি বাংলাদেশ কেনা যায় যদি কারো জানা থাকে জানান। প্রয়োজনে আমি তাদের সাথে যোগাযোগ করব। আমার কোন কার্ড না থাকায় আমি বিদেশ থেকে কোন কিছু কিনতে পারি না।

ভাই, স্ক্রিপ্ট টার লিঙ্ক দেন প্লিজ। আমি একটা ডাউনলোড করে লোকালহোস্টে ইন্সস্টল দিতে চাইলে এই এরর গুলো আসে।

Required – application/config/database.php to be writtable writtable
Required – application/config/routes.php to be writtable writtable
Required – php CURL function enabled curl found

nice tune সময় পেলে আমার সাইট টি থেকে ঘুরে আসুন = http://www.todaytrust.com

Daily Attendance এর জন্য কি ব্যবহার করেছেন ?
জানালে উপকৃত হতাম ।

Daily attends এর জন্য কি plugin use করা যায় , সেটা জানতে চেয়েছিলাম

গ্রেভেটি ফর্ম আনরেজিস্ট্রার্ট কপি কি কিছুদিন পর কোন প্রবলেম করে? আমি স্টুডেন্ট ডাটাবেইস বানাতে চাচ্ছি এটা ইউজ করে, লাইসেন্স কি চাচ্ছে এখন, পরে ডিজেবল হয়ে যাবে কিনা বা অন্য সমস্যা হবে কিনা বুজতেছিনা, জানা থাকলেএকটু জানান,,,,