আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভাল আছেন। অনেকদিন পর আজ লিখতে বসলাম। তাই আজ একটা ছোট বিষয় নিয়ে লিখতে বসলাম। যা হয়ত অনেকের জানা। আমরা যখন দিয়ে লগই করি তখন একটা Remember me চেক বক্স থাকে যাতে টিক চিহ্ন দিলে সাইটের ইউজার আইডি ও পাসওয়ার্ড অটো লগ হয়ে থাকে।
যা হয়ত অনেকের জন্য বিরক্তিকর আবার সিকিউরিটির জন্যও খারাপ কারন এই কম্পিউটারে অন্য কেউ কাজ করলে তখন তাতে সহজেই লগইন করতে পারে। যাক যারা Remember me অপশন রাখতে চান না তাদের জন্য ছোট একটি প্লাগইন রয়েছে যার মাধ্যমে সহজেই তা রিমুভ করতে পারেন।
প্লাগইনটি হল- Remember me Not
সময় থাকলে
ভিজিট করতে পারেন। সাইটা নতুন তাই সবার সহযোগীতায় তা সামনের দিকে এগিয়ে যাবে। এই সাইটাতে সকলকেই রেজিস্ট্রেশন করে প্রশ্ন বা উত্তর দেওয়ার জন্য আমন্ত্রন রইল। আশা করি সবাই সাথে থাকবেন ও ভাল পরামর্শ দিবেন।
ফেসবুকের এই পেইজে লাইক দিতে ভুলবেন না।
সকলেই ভাল থাকবেন।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সাইটে পোস্টের সময়ের জায়গায় আজকের তারিখ দেখায়! এটা কি ঠিক করতে পারবেন আপনি! http://www.BengaliTutorial.com