WordPress.org এ আমার প্রথম plugins (WP user Summary)

অনেকদিনের ইচ্ছা ছিল WordPress.org এর plugins repository তে নিজের তৈরীএকটি plugins আপলোড করব। অবশেষে করলাম এবং আজ WordPress তা Approve করল।

আশা করি এই plugins টি WordPress প্রেমী সবার কাজে আসবে। সবার অনুপ্রেরণা এবং আমার প্রিয় টিটি এর সবার ভাল রিভিউ পেলে এটিকে আরো আপগ্রেড করব সামনে। সবার কাছে অনুরোধ থাকবে যেন এটি ডাউনলোড করে ভাল রেটিং দিবেন এবং কমেন্ট করবেন। সবার ইতিবাচক মন্তব্য আশা করছি।

Plugins name : WP User Summary

সুবিধাদি:

Plugins টি আপনার সাইটে Active করলে আপনার ড্যাসবোর্ডে নিন্মোক্ত সুবিধাদি পাবেন। এটি একদিনে বসে করা হয়েছে, যদি আপনাদের ভাল লাগে এবং ভাল রেটিং পাই তবে এটিতে দিনে দিনে আরো সুবিধা যোগ করা হবে (ইনশা আল্লাহ)

  1. আপনার সাইটে যে ইউজার লগইন করবে তার নাম,ইউজার রোল(role) দেখবে।
  2. সাইটে ইউজারের মোট পোষ্ট সংখ্যা,কমেন্ট সংখ্যা এবং সাইটে কতদিন ধরে আছেন তা দেখাবে।
  3. ইউজারের সাম্প্রতিক ৫টি পোষ্ট ক্যাটাগরি সহ দেখাবে।
  4. ইউজারের টপ (Popular) শেষ ৫টি পোষ্ট দেখা যাবে।

Plugins download URL : https://wordpress.org/plugins/wp-user-summary/

 

 

Level 2

আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ কাজের জিনিস…ধন্যবাদ এমন কিছু একটা উপহার দেয়ার জন্য, ব্যস্ততার কারণে পিসিতে বসা হয় না, বসলে অবশ্যই রেটিং দিব

plugins টা ভাল
install দিলাম।
ধন্যবাদ।

সংগ্রহে রাখলাম। পরে ব্যাবহার করব।