টেকটিউনস এর মতই আপনার ওয়ার্ডপ্রেস সাইটে স্পনসরড টিউন উইগেট যোগ করুন!! (ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট পর্ব -২)

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টেকটিউন্স কমিউনিটি ব্লগ সাইটের সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই কুশলেই আছেন। আসলে বর্তমানে আমিও তেমন সময় দিতে পারছিনা টিটিতে নিজস্ব ব্যস্ততার কারনে। তার অন্যতম কারন হচ্ছে নিজের ফেরী করার ব্যস্ততা এবং বন্ধুদের ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে গবেষণাতে সময় কেমন যেন পার হয়ে যাচ্ছে। যাইহোক মূল কথাতে আসি। আজকে আপনাদেরকে টিউনে কি শিখাবো তা পোস্টের শিরোনামে বলে দিয়েছি। আসলে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে ততটা দক্ষ নই, শিখছি এবং আমার মত নবীনদেরকে জানানোর জন্য শেয়ার করছি। তথাপি এই সকল টিউনে অগোচরে কোন ভূল ক্রটি থাকলে তাহা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবাণ করছি।

ওয়ার্ডপ্রেস সাইটে স্পনসরড টিউন উইগেট যোগ করুন!!

হুম এই কাজটি ২ টি ভাবে করা যায় তাহলো থীম থিসিসে কোড প্রয়োগ করে এবং অন্যটি প্লাগিন ব্যবহারের মাধ্যমে। যারা টেকটিউন্স সাইটের মত থীম ব্যবহার করছেন সেখানে মূলত প্লাগিন পরিহার করে কোডিং ডেভেলপ করা হয়েছে। অপরদিকে যারা অন্য থীম ব্যবহার করছেন তারা চেষ্টা করলে আমার মত প্লাগিনের মাধ্যমেম উপরোক্ত কাজটি করতে পারবেন।

কাজ করার পূর্বে প্রিভিউ দেখে নিন এখানে

১। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাডমিন পেইজে প্রবেশ করুন

২।  প্লাগিন অপশনে গিয়ে সার্চ করে একটি প্লাগিন ইনস্টল করুন। এর নাম: Carousel Horizontal Posts Content Slider

৩। প্লাগিনটি ইনস্টল করার পর সেটিংস অপশনে গিয়ে ওপেন করুন (এটি নাম শো করবে CHPC Slider)

৪। এটি সক্রিয় করার পর General এবং Advanced এর সেটিংগুলো সাজিয়ে নিন। অবশ্য নিজেই বুঝতে পারবেন।

৫। এবার আপনি প্লানটি কোথায় শো করতে চান তা সিলেক্ট করতে হবে। যেমন যদি কোন পেইজ কিংবা পোস্ট/টিউনের মধ্যে সেট করতে চান তাহলে এই কোডটি সেখানে প্রয়োগ করতে হবে [carousel-horizontal-posts-content-slider]

অপরদিকে যদি আমার মত ব্লগের হোমপেজে সেট করতে চান তাহলে নিচের কোডটি ইনপুট করতে হবে আপনার থীমের Function Php অথবা Single Php এর লুপের মধ্য। আমার থীমে  Single Php এর মধ্যে ইনপুট করেছি। অবশ্য এটি সবার কাজ নাও করতে পারে। থীম হিসাবে ভিন্নভাবে কাজ করে। অনেকে এখানে কাজ না হলে ইনডেস্ক পিএইপতে দেখতে পারেন।

<?php echo do_shortcode('[carousel-horizontal-posts-content-slider]'); ?>

দৃষ্টি আকর্ষণ:

এটি কাজ করার পূর্বে অবশ্যই আপনার থিম কিংবা ডাটা ব্যাকআপ রাখবেন। যদি সমস্যাতে পড়েন তাহলে পূর্বের অবস্থাতে ফিরতে পারবনে।

এটি হুবহু টিটির মত না হলেও কাজটা কিন্তু স্পন্সর টিউনের মতই। এটির মাধ্যমে আপনি টিউন গুলো স্থবির কিংবা ক্রলভাবেও শো করতে পারবেন, কোন কালার কোড বা টেক্সট অ্যাড করতে পারবেন। যেমনটি আমাদের সাইটে করেছি।

ব্যাস কাজটি করা শেষ। আশা করি এই টিউটোরিয়াল অনুসরন করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে খুব সহজেই স্পন্সর টিউন সংযুক্ত করতে পারবনে। আজ এই পর্যন্তই।

সৌজন্য: "নবীণ পথিক ডট কম"

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কাছে একটা আন্তরিক অনুরধ।
যদি ভাল কোন টেকটিউনসের মত থিম থাকে তাহলে প্লিজ একটু দেবেন,
http://facebook.com/profile.php?id=100002647161682

এফবিতে যোগাযোগ করবেন, কারন এখানে কোন নটিফিকেসান পাই না।

    @সাহেব বিশ্বাস: ধন্যবাদ। আপাতত টিটির মত কোন থীম নাই। তবে অনেক ডেভেলপার আছেন যারা এই রকম থীম অর্ডার দিলে তৈরি করে দেন। খরচ হয় প্রায় ২০০০-৪০০০/- পর্যন্ত।