আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং করছেন তাঁদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে টেকটিউন্স এর মত একটি ব্লগিং সাইট তৈরি করার । এর জন্য অনেকেই টেকটিউন্স এর প্লাগিন গুলো খুঁজেন । আপনাদের এই খোঁজাখুঁজির কাজটা আমিই করে দিলাম । প্লাগিন গুলোর নাম আমি যোগার করেছি View Source থেকে ।
এটা একটি Cache প্লাগিন . এর সাহায্যে HTML, CSS, JavaScript, Image এগুলো ব্রাউজার এ অস্থায়ী ভাবে Cache করে রাখা হয় । ফলে সাইট লয়াদ হতে কম সময় লাগে । এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেস এর নাম্বার ১ Cache প্লাগিন এটি । এর সাহায্যে View Source কে ছোট করা যায় । মানে Minify করে রাখা যায় । টেকটিউন্স এর View Source দেখলেই বুঝতে পারবেন ।
এর সাহায্যে টেকটিউন্স চেইন টিউন গুলো দেখায় । চেইন টিউন এর পদ্ধতিটা এটার সাহাজ্জেই করা । এটাকে আপনার নিজের মন মত কাস্টোমাইজ করে নিতে হবে ।
এর সাহায্যে পোস্ট প্রিয় করে রাখা যায় । (পারলে এই পোস্টটাকে বেশি করে প্রিয় করেন 😛 ) ।
টেকটিউন্স এর লগইন, রেজিস্ট্রেশান এ captcha সিস্টেম দেখেছেন । এটার সাহাজ্জেই দেয়া । এছাড়া এটা দিয়ে আরও অনেক কিছু করা যায় Spam, sploggers এর বিরুদ্ধে ।
এটা সম্পর্কে বলা লাগবে না আশা করি ।
এর সাহায্যে আপনি নিজের মত করে নতুন Role তৈরি করতে পারবেন । তাদের ক্ষমতা নির্দিষ্ট করে দিতে পারবেন ।
ব্লগ এর বর্তমান Stats সম্পর্কে জানা যায় । কত জন ভিসিটর, কোন পেজ ভিসিট করেছে ইত্যাদি ।
মন্তব্বে কেউ রিপ্লাই দিলে এই প্লাগিন তা ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয় ।
এটা টেকটিউন্স নিজস্ব প্লাগিন । সুতরাং এটা সম্পর্কে আমি কিছু জানি না ।
পোস্ট আর পেজ এ এটা ThickBox Embed করে । আমি এটা ব্যাবহার করিনি । সুতরাং বেশি কিছু আর জানি না ।
ব্লগ এ অন্য কোন সাইট আর লিঙ্ক থাকলে তা অটো নতুন ট্যাব এ ওপেন করে ।
Visual Editor এ প্রয়োজনীয় বাটন যুক্ত করে ।
পোস্ট এ কোন প্রোগ্রামিং কোড লিখলে তা বিভিন্ন রং এ প্রদর্শন করে ।
পোস্ট আর নিচে একইরকম আরও পোস্ট প্রদর্শন করে ।
এর পোস্ট এ Rating/ Like or Dislike দেয়া যায় । এছাড়া জরিপ ও করা যায়
এর সাহায্যে আপনি পোস্ট এ নতুন নিয়ম দিতে পারবেন । যেমন কত টা ক্যাটাগরি দিতে হবে । ফিচারড ইমেজ দিতে হবে ইত্যাদি ।
এর সাহায্যে পেজ এ নাম্বারিং দেয়া যায় যাতে পুরনো পোস্ট গুলো দেখা যায়
এর সাহায্যে একটা পোস্ট কতবার পড়া হয়েছে তা দেখা যায়
এটা ওয়ার্ডপ্রেস প্লাগিন নয় । এর সাহায্যে ফেসবুক এবং টুইটার এ পোস্ট অটো পাবলিশ হয় ।
এর সাহায্যে কমেন্ট এর রিপ্লাই এ @ যুক্ত করতে পারবেন অটো
এটার সাহায্যে অনেকাংশে হট টিউন এর মত করা যাবে
seo এর জন্য এটা
এই ছিল আমার প্লাগিন এর সমাহার । যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে কমেন্ট এ একটি ধন্যবাদ আশা করছি । পরবর্তীতে এই প্লাগিন গুলোর টিউটরিয়াল নিয়ে হাজির হব । আল্লাহ হাফেজ ।
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম প্রিয় তে নিয়ে নিলাম সুন্দর এবং কাজের টিউন । ভালো লাগলো 😀 ধন্যবাদ । আরো ভালো টিউন আশা করছি…