ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় সিএমএস। বর্তমানে যেকোন ধরনের ওয়েবসাইট তৈরীতে এটি ব্যাবহার করা হয়। প্রকৃ্তপক্ষে এটিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিএমএস। বিশ্বের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা হয়ে থাকে। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী ওয়েবসাইটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটির সহজ সরল ইন্টারফেস। তাছাড়া দুনিয়াজুড়ে ছড়িয়ে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কারনে সহজেই সাহায্য সহযোগিতা পাওয়া যায়, যার ফলে একজন নতুন ব্লগার বা ওয়েবসাইট ডেভেলপার ওয়ার্ডপ্রেসে ঝুকেন।
এবার আসি মূলকথায়। আগেই বলেছি ওয়ার্ডপ্রেসের সহজ ইন্টারফেসের কারনে এটির জনপ্রিয়তা বেড়েছে বহুগুনে। তবে এটির সহজ সরল ইন্টারফেসটি সীমাবদ্দ্ব একমাত্র কম্পিউটারে কারন মোবাইল ডিভাইসগুলোর জন্য এটির ইন্টারফেস তেমন ফ্রেন্ডলী না। তাই কোনো জরুরী কাজ থাকলেও হাতের কাছে পিসি না থাকলে কিছুই করা যায় না। আবার নিজের ওয়ার্ডপ্রেস ব্লগে লিখতে চাইলেও পিসি দিয়েই লিখতে হয়। মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেস ব্লগ/ওয়েবসাইট কন্ট্রোল না করতে পারাটা অনেকের কাছেই বিরক্তিকর মনে হয়। তবে বেশ কিছু প্লাগিন আছে যেগুলো ব্যাবহার করে মোবাইল দিয়েই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইটটি কন্ট্রোল করতে পারবেন। আর তারমধ্যে অন্যতম হচ্ছে Juiz smart mobile admin
কীভাবে কাজ করে প্লাগিনটিঃ
আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এডমিন প্যানেল এ লগ ইন করবেন তখন প্লাগিনটি আপনার মোবাইল এর স্ক্রিন রেজুলেশন অনুসারে এডমিন প্যানেলকে কনভার্ট করে ফেলবে। যার ফলে খুব সহজে আপনি এডমিন প্যানেল ব্রাউজ করতে পারবেন। তাছাড়া পোষ্ট করার সময় ভিজুয়াল অথবা এইচটিএমএল ফিল্ড ব্যাবহার করতে পারবেন যেমনটা ডিফল্ট ভাবে মোবাইল থেকে করা যায় না। প্রায় সবধরনের সেটিংসই সেট করা যায় মোবাইল থেকে এটি দিয়ে।
সুবিধা সমূহঃ
◘ খুব সহজে যেকোনো পেজ ব্রাউজ করা যায় যেমনটা ডিফল্ট ভাবে পারা যায় না। সাধারনত মোবাইল দিয়ে এডমিন প্যানেল ব্রাউজ করার সময় পেজ এর কন্টেন্টগুলো একত্রিত হয়ে যায়
◘ সহজেই ওয়েবসাইটের পেজ আপডেট করা যায়।
◘ পোস্ট আপডেট বা লেখা যায় মোবাইল দিয়েই যেমনটা ডিফল্টভাবে পারা যায় না।
◘ কমেন্ট মডারেশন করা যায় সহজেই।
◘মোবাইল দিয়ে থীম সেটিংস এডিট,আপডেট তো দুই মিনিটের ব্যাপার যদি এই প্লাগিনটি ইন্সটল করা থাকে।
এবং আরো অনেক অনেক সুবিধা।
কিছু স্ক্রিনশট
বিঃদ্রঃ আমার তোলা স্ক্রিনশটগুলো নোকিয়া সিম্বিয়ান মোবাইল দিয়ে তোলা। টাচস্ক্রীন মোবাইল দিয়ে প্লাগিনটির সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়।
এই অসাধারন প্লাগিনটি ব্যাবহার করতে চাইলে ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।
এডমিন প্যানেল থেকে ডিরেক্ট ইন্সটল দিতে
Plugins>Add new এ যেতে হবে তারপর juiz smart mobile admin লিখে সার্চ দিন। তারপর ইন্সটল করে নিন।
আজ এই পর্যন্তই। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
পোস্টটি ভালভাবে না বুঝলে অথবা কোনো প্রবলেম হলে যোগাযোগ করতে পারেন ফেসবুকে। যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করতে।
আমি জিএমশুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জিএমশুভ। পড়ালেখার পাশাপাশি লেখা লেখি করছি। ভালবাসি টেকনোলজিকে। নেট ব্রাউজ করা আর বই পড়া আমার প্রধান সখ।আর ভালবাসি নতুন কিছু জানতে এবং অন্যকে জানাতে। ফেসবুকে আমি: http://facebook.com/gms.me
হুম চরম জিনিস ভাই। আমার কাজে আসবে