আসসলামুআলাইকুম।
আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে Windows ইনস্টল করার জন্য বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করতে হয়।
বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করার জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন হবে,
০১. Windows ISO ফাইল
০২. Rufus
০৩. একটি পেনড্রাইভ
আপনি চাইলে এই আর্টিক্যালের ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।
প্রয়োজনীয় জিনিস গুলো সংগ্রহ করা হয়ে গেলে, আপনি আপনার পিসিতে প্রেনড্রাইভটি লাগিয়ে নেবেন এবং Rufus সফটওয়্যার এর উপরে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন, ওপেন করার পর আপনি এমন একটি ইনটারফেজ দেখতে পাবেন।
আপনাকে অবশ্যয় খেয়াল রাখতে হবে যে, আপনার পেনড্রাইভটি যেন ফরমেট করা থাকে, অন্যথায় পেনড্রাইভটি ইরেজ হয়ে যাবে।
এখান থেকে তেমন কিছু করতে হবে না, SELECT অপশন থেকে শুধু আপনার ডাউনলোড করা Windows.ISO ফাইলটি সিলেক্ট করে দিতে হবে, এবং Partition scheme থেকে আপনার পিসির partition style অনুযায়ী GPT বা MBR সিলেক্ট করে দিতে হবে। আমরা একটু পরে দেখব কিভাবে আমরা খুঁজে নিতে পারবো আমাদের পিসির Partition scheme কী GPT নাকি MBR।
আমার পিসির partition style MBR তাই আমি MBR সিলেক্ট করেছি, আপনি আপনার partition style অনুযায়ী সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করা হয়ে গেলে আপনি স্টার্ট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি ইনটারফেজ আসবে, যেখানে বলা হবে আপনার পেনড্রাইভটি ফরমেট হয়ে যাবে।
আমি আমার পেনড্রাইভটি আগে থেকেই ফরমেট করে রেখেছি তাই ওকে করে দিচ্ছি।
ওকে করার পর পেনড্রাইভটি বুট শুরু হবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে শেষ হওয়া পর্যন্ত।
বুট শেষ হলে Status বারে READY দেখাবে, এই নিওম ফলো করে আপনি যে-কোন windows বুট করতে পারবেন, এবার আপনি আপনার পেনড্রাইভটি খুলে পুনরায় লাগাবেন এবং Rufus ক্লোস করে দেবেন।
আমি একটি মোডিফাইড Windows বুট করেছি তায় আমার এখানে windows এর লোগো দেখা যাচ্ছেনা, এবার আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার পিসির partition style জানতে পারবেন MBR না GPT, এই জন্য আপনি নিচে দেওয়া স্ক্রীন শট ফলো করুন।
যদি কোন কিছু জানার থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি টিউমেন্ট করে জানাতে পারেন। টিউন-টি ভাল লাগলে শেয়ার করবেন।
আমাদের সকল নতুন টিউনের আপডেট পেতে এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে,
https://www.facebook.com/groups/1049482199135258
https://www.youtube.com/channel/UC1gp4gg3MJn8ig_gZEr_1FQ
https://techbd-blog.blogspot.com/
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।
আমি টেক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।