উইনরার দিয়ে কিভাবে বুটাবল পেন্ড্রাইভ বানাবেন

আসসলামুআলাইকুম।

আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে WinRAR দিয়ে একটি বেটাবল পেনড্রাইভ বানাবেন।
WinRAR ব্যবহার করে bootable পেনড্রাইভ ক্রিয়েট করাটা নিয়মের বহির্ভূত একটি কাজ, কিন্তু আপনি চাইলে করতে পারেন, Winrar দিয়ে বুট করা পেন্ড্রাইভ দিয়ে পিসিতে OS ইন্সটল করার সময় মাঝে মাঝে সমস্যা হয়, তাই এই নিওম ফলো করে OS ইন্সটল করাটা মোটেও সিকিউর না।
পরবর্তি টিউনে আমরা দেখবো কিভাবে Rufus ব্যবহার করে bootable পেনড্রাইভ ক্রিয়েট করতে হয়।

আপনি চাইলে এই আর্টিক্যালের ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

winrar দিয়ে পেন্ড্রাইভ বুট করার জন্য আপনাকে আপনার পিসিতে winrar সফটওয়্যারটি ইনস্টল  করে নিতে হবে, তারপর আমাদের প্রয়জন হবে Windows.ISO ফাইল এবং যেই পেন্ডাইভ এ বুট করতে চাচ্ছি সেই পেন্ড্রাইভটি পিসিতে লাগিয়ে নিতে হবে কমপক্ষে 8BG হতে হবে,  অবস্যই আপনি আপনার পেন্ড্রাইভটিকে ফরমেট করে নিবেন।

প্র্যথমে আমাদের.ISO ফাইলটিকে উইনরার এর সাহাজ্যে এক্সট্রাক্ট করে নিতে হবে।


.ISO ফাইলটি এক্সট্রাক্ট করা শেষ হলে, আপনি আপনার পেন্ড্রাইভটিকে পিসিতে লাগিয়ে ফরমেট করে নিবেন।
তারপর আমাদের এক্সট্রাক্ট করা ফাইলগুলোকে কপি করে পেন্ড্রাইভ এ পেস্ট করতে হবে।



আমাদের ফাইলটি পেস্ট হচ্ছে কিছুক্ষণ সময় দিতে হবে, কপি শেষ হলে আমরা আমাদের পেন্ডাইভটি এমন দেখতে পারবো।

এবার আপনি আপনার পিসি থেকে পেনড্রাইভ খুলে পুনরায় লাগান, দেখবেন বুট হয়ে যাবে।

আমি একটি মোড windows বুট করেছি তাই আইকনটি windows এর আইকন এর মত দেখা যাচ্ছেনা।

যদি কোন কিছু জানার থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি টিউমেন্ট করে জানাতে পারেন। টিউন-টি ভাল লাগলে  শেয়ার করবেন।
আমাদের সকল নতুন টিউনের আপডেট পেতে এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে,
https://www.facebook.com/groups/1049482199135258
https://www.youtube.com/channel/UC1gp4gg3MJn8ig_gZEr_1FQ
https://techbd-blog.blogspot.com/

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।

Level 0

আমি টেক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস