বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে যে Windows -11এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে আসতে পারে। আরও জানা যাচ্ছে যে Windows - 365 নামক আরেকটি Windows August এর 2 তারিখে lunch হতে যাচ্ছে। এটি এই বছরেই হওয়ার launch সম্ভাবনা অনেক বেশি। এ সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যাই নি। আগামি দুই এক মাস পর এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে বলে আশা করা যায়।
Windows-365 আসলে কি?
Windows-365 কোন সাধারন Windows হবে না। এটি মূলত হবে Cloud computing এটি আমরা Free তে Use করতে পারব না। এর ফলে আমরা আমাদের সবচেয়ে পুরাতন PC/ Laptop/ Mobile/ Tab এ এটি ব্যবহার করতে পারব।
এক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো Ram, Storage, Processor & Graphics Select করে নিতে পারব। এতে আমাদের তেমন High configuration এর না হলেও হবে। শুধু এটাতে সঠিকভাবে Browser চললেই হবে।
এটি যেহেতু Cloud computing তাই আপনার Net speed ভালো থাকতে হবে। আপনার Net speed যত ভালো হবে আপনি তত ভালো performance পাবেন।
আরও বিস্তরিত জানতে নিচের Link এ Click করেন
আমি Md. Mostakim Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।