আশাকরি আপনার সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমরা অনেকেই Windows এর সেই পুরনো Mouse Pointer অথবা Cursor দেখে দেখে এক ঘেয়েমি হয়ে গেছি। মানে Windows এর যতই Update আসুক না কেনো Mouse Pointer যেমন ছিলো তেমনি আছে। মানে একদম Same to Same।
কেমন হয় যদি আমরা Windows এর Mouse Pointer টা পরিবর্তন করে Mac OS অর্থাৎ Apple Computer এর মতো করে নিতে পারি? জি আপনি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউনঃ How To Get Mac Mouse Pointer (Cursor) in Windows.
প্রথমে Mac Mouse Pointer টি Download করে নিন।
এখন আসুন Setup করবো কিভাবে তা দেখি।
১। Download করা File টি Extract করে নিন।
২। এখন Folder টি Open করে Install.inf নামের File টিতে Right click করে ৩ নাম্বার Option Install এ ক্লিক করুন।
৩। এরপর আপনার সামনে নিচের মতো Window Open হবে। এখানে Open এ ক্লিক করে Install Complete করুন।
৪। এখন আপনার Computer or Laptop এর Mouse Setting Open করুন। এখানে Pointers এ এসে Scheme এর Drop Down Menu থেকে macOS Sierra 200 Select করে Apply করে দিন।
হয়েছে। আপনার কাজ শেষ। এখন দেখেন আপনার ঊনিশ-শত কটকটি সালের Mouse Pointer পরিবর্তন হয়ে Mac OS এর Mouse এর মতো হয়ে গেছে।
নোটঃ আপনি যদি আবার আগের মতো Mouse Pointer চান তাহলে শুধু Scheme এসে Drop Down Menu থেকে None Select করে দিলেই আপনার Windows এর Default Mouse Pointer চলে আসবে
আশা করি আমার টিউন টি আপনাদের ভালো লেগেছে। এখন আমার Website থেকে ঘুরে আসতে পারেন। TechMyline.com
আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবে না তা তে আমি ১০০% সিউর।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।