Windows 10 ডেস্কটপ আইকন মিসিং সমস্যার জন্য বেশ কয়েকটি স্ট্যান্ডার্ড সমাধান! যা আপনি অনুসরণ করে সহজেই ডেস্কটপ আইকনগুলি ফিরিয়ে আনতে পারবেন

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগন, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

আমাদের দেশের প্রায় ৮০% ডিভাইসে Windows অপারেটিং সিস্টেম ব্যবহার করছে আর সারা বিশ্বে প্রায় ৮০০ মিলিয়ন ডিভাইসে Windows 10 ব্যবহার করছে। আর আমি নিজেও Windows 10 ব্যবহার করছি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো, যেভাবে উইন্ডোজ এর ডেস্কটপ থেকে মিসিং অথবা অদৃশ্য হয়ে যাওয়া আইকনগুলি ফিক্স বা ফিরিয়ে আনবেন।

যদি আপনার উইন্ডোজের ডেস্কটপ আইকনগুলি মিসিং থাকে তবে তা দুইটি কারণে হতে পারে, প্রথমত- আপনার কম্পিউটার সিস্টেমের আইকন সেটিংস এর কারণে আর দ্বিতীয়ত- আপনি মূল উইন্ডোজ এর সেটিংসে সমস্যার কারণে হতে পারে। এছাড়াও অন্য কোন কারণেও হতে পারে তবে তা সুনির্দিষ্ট করে বলা মুসকিল এবং এর ফলে এই সমস্যা সমাধান করতেও অনেক কঠিন হয়ে যায়।

তবে ডেস্কটপ আইকন মিসিং সমস্যার জন্য বেশ কয়েকটি স্ট্যান্ডার্ড সমাধান রয়েছে, যা আপনি অনুসরণ করতে পারেন এবং আশা করা যায় এর ফলে আপনি আপনার কম্পিউটারের এই সমস্যার সমধান করতে পারবেন।

ডেস্কটপ আইকনগুলি ডিজেবল করা নেই তা নিশ্চিত করুন

অন্য যে কোনও পদ্ধতি ট্রাই করার আগে, সর্বপ্রথমে এবং সবচেয়ে বেসিক যে পদ্ধতিটি রয়েছে তা হল আপনার ডেস্কটপের আইকন গুলো ডিসপ্লের করার অপশনটি ডিজেবল করা আছে কিনা তা চেক করে দেখা। যদি আপনি মনের ভুলে অথবা অন্য কেউ কোনও কারণে এই অপশনটি বন্ধ করে দেয় আর এই কারণেই আপনার উইন্ডোজ এর ডেস্কটপ আইকন গুলি শো করছে না বা মিসিং হয়ে গেছে। যাইহোক, এই কারণে যদি আইকন গুলি মিসিং হয়ে থাকে তাহলে কয়েকটি ক্লিকের মাধ্যমেই আপনি আইকন গুলি ফিরিয়ে আনতে পারবেন।

  • আপনার ডেস্কটপ স্ক্রিনে যান, যেকোন যায়গাতে রাইট ক্লিক করুন এবং View অপশনের উপর কার্সর রাখুন তাহলে পাশেই নতুন অপশন আসবে এবং সেখান থেকে Show desktop icons অপশনটিতে ক্লিক করে টিক মার্ক করুন।

  • অপশনটির বাম পাশে একটি টিক-চিহ্ন আছে কিনা তা চেক করুন, টিক-চিহ্ন থাকা মানে অপশনটি এনাবল আছে।

ডেস্কটপ আইকনগুলির সেটিংস পুনরায় কনফিগার করুন

আপনি আপনার ডেস্কটপ আইকনের সেটিংস চেক করে দেখতে পারেন এবং আপনি যেই আইকন গুলিকে ডেস্কটপে রাখতে চান সেগুলি সিলেক্ট করে এনাবল করুন। আর আপনি যদি আপনার সিস্টেমের আইকন সেটিংস কাস্টমাইজ করে থাকেন তাহলে এর কারণেও আপনি ডেস্কটপের আইকন গুলি মিসিং হয়ে যেতে পারে।

এজন্য আপনাকে সিস্টেম সেটিংসে যেতে হবে এবং এই সমস্যাটি সমাধান করার জন্য নিচের দেখানো অপশন গুলো কনফিগার করতে হবে।

  • ডেস্কটপ স্ক্রিনের যেকোন স্থানে রাইট ক্লিক করুন এবং Personalize অপশনটি সিলেক্ট করুন।

  • বামপাশের সাইড বার থেকে Themes অপশনটি সিলেক্ট করুন

  • আপনি ডান পাশের প্যানেলে Desktop icon settings নামে একটি সেটিংস দেখতে পাবেন। অপশনটিতে ক্লিক করুন।

  • নিচের স্ক্রিনটির মাধমে আপনি আপনার ডেস্কটপে যেসব আইকনগুলি দেখতে চান তা সিলেক্ট এবং যেসব আইকন দেখতে না চান তা ডিসিলেক্ট করুন। এখন আপনি অপশনগুলি সিলেক্ট করুন এবং Apply বাটনে ক্লিক করার পরে OK বাটনে ক্লিক করুন।

উইন্ডোজ এক্সপ্লোরার পুনরায় চালু করুন

আপনার ডেস্কটপ আইকনগুলি explorer.exe প্রসেস এর একটি অংশ যা আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আর যদি এই প্রসেসে কোন সমস্যা থেকে থাকে তবে এর কারণে আপনার উইন্ডোজ এর ডেস্কটপ স্ক্রিন থেকে আইকনগুলি হারিয়ে যাওয়া বা অদৃশ্য হওয়ার অন্যতম কারণ হতে পারে।

তবে আশার কথা হচ্ছে আপনি এই সমস্যার সমাধান সহজেই করতে পারবেন, এজন্য আপনাকে আপনার সিস্টেম থেকে explorer.exe প্রসেসটি পুনরায় চালু করতে হবে। চলুন দেখে নেই কিভাবে আপনি explorer.exe প্রসেসটি পুনরায় চালু করবেন।

  • আপনার কীবোর্ড থেকে Ctrl + Alt + Delete কী একত্রে প্রেস করুন
  • আপনার স্ক্রিনে যে অপশনগুলি আসছে সেখান থেকে Task Manager সিলেক্ট করুন
  • যদি আপনি অন্য কোন ট্যাবে থেকে থাকেন তাহলে Processes ট্যাবে ক্লিক করুন
  • Processes ট্যাব থেকে Windows Explorer নামের প্রসেসটি খুঁজে বের করুন, এখন Windows Explorer এর উপর রাইট ক্লিক করুন এবং End task অপশনটি সিলেক্ট করুন।

  • টাস্ক ম্যানেজারের একদম উপরের ডান পাশ থেকে File মেন্যুতে ক্লিক করুন এবং Run new task অপশনটি সিলেক্ট করুন

  • এরপরে একটা ইনপুট বক্স দেখতে পাবেন সেখানে explorer.exe টাইপ করুন এবং Enter/OK বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যেই Windows Explorer পুনরায় চালু হয়ে যাবে।

উইন্ডোজ সেটিংস থেকে ট্যাবলেট মোড এনাবল করুন

ট্যাবলেট মোড আপনার সিস্টেমের আইকন এবং অন্যান্য ইলিমেন্টগুলি কিভাবে প্রদর্শিত হয় তার সেটিংস গুলোকে পরিবর্তন করে এবং এর ফলে আপনার কম্পিউটারের উইন্ডোজ ১০ এর ডেস্কটপের আইকন মিসিং সমস্যার সমাধান করতে ট্যাবলেট মোড আপনাকে সাহায্য করবে।

  • উইন্ডোজ এর Settings এ যান এবং System অপশনে ক্লিক করুন

  • বাম পাশের সাইড বার থেকে Tablet mode অপশনটি সিলেক্ট করুন

  • When I sign in ড্রপডাউন মেন্যু থেকে Use tablet mode সিলেক্ট করুন

  • Start Menu তে ক্লিক করুন, পাওয়ার আইকন সিলেক্ট করুন এবং Restart দিন

  • যখন আপনার কম্পিউটার রিস্টার্ট হওয়ার পরে পুনরায় চালু হলে আবার সেটিংসে যান এবং ট্যাবলেট মোডটি ডিজেবল করুন। তারপরে, আবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিন।

আপনার সিস্টেমের কারাপ্ট ফাইলগুলি সার্চ করে এবং ফিক্স করুন

আপনার কম্পিউটারে কিছু ফাংশন কাজ না করার অন্যতম কারণ হচ্ছে কারাপ্ট ফাইলগুলি। আপনার কম্পিউটারের ফাইলগুলি বিভিন্ন কারণে কারাপ্ট হতে পারে কিন্তু আপনি বিল্ট-ইন টুলস ব্যবহার করে খুব সহজেই এই কারাপ্ট ফাইলগুলি ঠিক করতে পারবেন।

মাইক্রোসফ্ট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি কমান্ড সিস্টেম অন্তর্ভুক্ত করেছে যা ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের কারাপ্ট ফাইলগুলির সন্ধান এবং ঠিক করতে পারেন।

  • Windows + R কী একত্রে প্রেস করুন, ইনপুট বক্সে cmd টাইপ করুন এবং Enter কী প্রেস করুন

  • CMD উইন্ডোতে নিম্নলিখিত কমান্ডটি টাইপ করুন এবং এন্টার কী প্রেস করুন

sfc /scannow

  • এখন কিছু সময় অপেক্ষা করুন, এটি আপনার কম্পিউটারের কারাপ্ট ফাইলগুলি খুঁজবে এবং ঠিক করবে

স্টার্ট মেন্যু ফুল স্ক্রিন অপশনটি অন করুন

যেহেতু আপনার উইন্ডোজ-এ ডেস্কটপ আইকনগুলি মিসিং হওয়ার অন্য কোন কারণ না থাকে, তাহলে আপনি আপনার ইউজার ইন্টারফেসের সাথে সম্পর্কিত অপশনগুলি এনাবেল এবং ডিজেবল করে দেখতে পারেন এবং আশাকরি এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান হতে পারে।

আপনি যা যা করতে পারেন তার মধ্যে একটি একটি হল, আপনার উইন্ডোজ স্টার্ট মেন্যু এর জন্য ফুল স্ক্রিন অপশনটি অন করুন

  • ডেস্কটপ স্ক্রিনের যেকোন স্থানে রাইট ক্লিক করুন এবং Personalize অপশনটি সিলেক্ট করুন

  • বাম পাশের সাইড বার থেকে Start অপশনটি সিলেক্ট করুন

  • ডান পাশের অপশন থেকে, Use Start full screen অপশনটি খুঁজে বের করুন এবং এটি অন করুন

  • এখন আবার অপশনটি অফ করুন এবং চেক করে দেখুন আপনার সমস্যা সমাধান হয়েছে কিনা

আপনার কম্পিউটারের জন্য আইকন ক্যাশ রিবিল্ড করুন

আপনার কম্পিউটারটি আপনার ডেস্কটপে আইকনগুলি ডিসপ্লে করতে আইকন ক্যাশ ফাইল ব্যবহার করে থাকে। যদি আইকন ক্যাশ ফাইলে কোন সমস্যা থেকে থাকে তবে এটি আপনার ডেস্কটপ আইকনগুলিকে অদৃশ্য করে দিতে পারে। তবে আশার কথা হচ্ছে, আপনি আপনার কম্পিউটারে নিচে দেখানো কয়েকটি স্টেপ ফলো করেই আইকন ক্যাশ ফাইল রিবিল্ড করতে পারবেন।

  • File Explorer ফাংশনটি ওপেন করুন

  • উপরের View ট্যাবে ক্লিক করুন  Hidden items অপশনটি এনাবেল করা আছে কিনা তা নিশ্চিত করুন

  • নিচের দেখানো ফাইল লোকেশনে নেভিগেট করুন

C:\Users\<your-username>\AppData\Local

  • IconCache.db নামের ফাইলটি খুঁজুন, এটির উপরে রাইট ক্লিক করুন এবং Delete অপশনটি সিলেক্ট করুন

  • আপনার কম্পিউটারের রিসাইকেল বিন ও এম্পটি করুন
  • আপনার কম্পিউটারটি রিবুট করুন এবং এর ফলে আইকনগুলির জন্য একটি নতুন ক্যাশ ফাইল তৈরি হয়ে যাবে

পূর্ববর্তী রিস্টোর পয়েন্টে ফিরে যান

আপনি আপনার কম্পিউটারে নতুন কোন সফটওয়্যার ইন্সটল করার পরে বা কম্পিউটারের কনফিগারেশনে ছোট-খাটো পরিবর্তন করার ফলে যদি আপনার কম্পিউটারের ডিসপ্লে স্ক্রিন থেকে আইকন অদৃশ্য হয়ে যায় তাহলে আপনি আপনার কম্পিউটার এর সিস্টেম রিস্টোর পয়েন্টে রোল ব্যাক করে সমস্যার সমাধান করতে পারবেন। রোল ব্যাক করার ফলে আপনি আপনার কম্পিউটারে কনফিগারেশন করে যা চেঞ্জ করেছিলেন তা আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং তখন আপনি আপনার কম্পিউটারে আবার আইকন গুলো আগের মত দেখতে পাবেন।

  • Control Panel ওপেন করুন এবং Recovery তে ক্লিক করুন

  • নিচের স্ক্রিন থেকে Open System Restore অপশনটি সিলেক্ট করুন

  • প্রথম স্ক্রিন থেকে Next বাটনে ক্লিক করুন

  • এমন একটি সিস্টেম পয়েন্ট সিলেক্ট করুন যেখনে আপনি আপনার কম্পিউটারকে রিস্টোর করতে চান এবং Next  বাটনে ক্লিক করুন

আপনার কম্পিউটারটি রিসেট করুন

উপরের কোন পদ্ধতি যদি কাজ না করে তবে শেষ চেষ্টা হিসেবে, আপনার কম্পিউটারকে ফ্যাক্টরি সেটিংসে রিসেট করতে হবে এবং রিসেট সম্পন্ন হলে চেক করে দেখুন আপনার সমস্যাটির সমাধান হয়েছে কিনা। আর রিসেট দেওয়ার ফলে আপনার কম্পিউটারটি একদম ফ্যাক্টরি সেটিংসে চলে যাবে যেমনটি ডিফল্ট ভাবে ছিল। নিচের ধাপ গুলো অনুসরণ করে আপনার কম্পিউটারটি রিসেট করতে পারবেন।

  • সিস্টেম Settings ফাংশনটি ওপেন করুন এবং  Update & Security অপশনে ক্লিক করুন

  • বাম পাশের সাইড বার থেকে Recovery সিলেক্ট করুন

  • Reset this PC সেকশনের নিচে Get started অপশনে ক্লিক করুন

শেষ কথা

আপনার উইন্ডোজ ১০ এর ডেস্কটপ আইকন গুলি যেকোন কারণে মিসিং অথবা অদৃশ্য হয়ে যেতে পারে তবে ডেস্কটপের আইকন গুলি ফিরিয়ে আনতে আপনি সবসময় চেষ্টা করবে স্ট্যান্ডার্ড ফিক্স পদ্ধতিগুলি অনুসরণ কর সমস্যার সমাধান করার।

যদি উপরের স্ট্যান্ডার্ড ফিক্স পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি আপনার কম্পিউটারের অদৃশ্য হওয়ার আইকন সমস্যার সমধান করতে পারেন তবে দয়া করে নিচে টিউনমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান এবং টিউনটি বেশি বেশি শেয়ার করুন যাতে এটি থেকে অন্যরা উপকৃত হতে পারে।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 189 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস