আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, , ,
সরাসরি কাজের কথায় আশি,
আমরা যারা PC বা Laptop এ Windows OS ব্যবহার করি, তারা খুবই বিরক্ত হই যখন Windows os এ কোনো রকম সমস্যা হয় এবং নতুন করে আবার Windows Setup করতে হয়.আবার নতুন করে সকল Software Setup করতে হয়।
তো কি করা যায়?
আমি আপনাদের সাথে যে কৌশাল টি শেয়ার করবো এতে এই সমস্যার সমাধান হয়ে যাবে, যেমন : প্রথমে আমরা ফ্রেস Windows Setup করবো এবং সকল প্রয়োজনীয় Software গুলো Install করবো, এর পরে একটি Backup নিয়ে রাখবো যাতে পর্বতীতে কোনো সমস্যা হলে Backup করা File টি Restore করে নিতে পারি।
নিচে Screen Shot দিয়ে ব্যাখ্যা করা হলো:
Backup :
প্রথমে Control Panel এ প্রবেশ করুন ⬇
Restore :
কাজ শেষ, এবার দেখবেন যে সকল Software Setup আগের মতনই আছে,
➡➡➡➡⏬⏬⏬
আমি রায়হান শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।