বার বার নতুন Windows Setup না করে কিভাবে Windows এর Backup রাখবেন এবং Restore করবেন

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, , ,

সরাসরি কাজের কথায় আশি,

আমরা যারা PC বা Laptop এ Windows OS ব্যবহার করি, তারা খুবই বিরক্ত হই যখন Windows os এ কোনো রকম সমস্যা হয় এবং নতুন করে আবার Windows Setup করতে হয়.আবার নতুন করে সকল Software Setup করতে হয়।

তো কি করা যায়?

আমি আপনাদের সাথে যে কৌশাল টি শেয়ার করবো এতে এই সমস্যার সমাধান হয়ে যাবে, যেমন : প্রথমে আমরা ফ্রেস Windows Setup করবো এবং সকল প্রয়োজনীয় Software গুলো Install করবো, এর পরে একটি Backup নিয়ে রাখবো যাতে পর্বতীতে কোনো সমস্যা হলে Backup করা File টি Restore করে নিতে পারি।

নিচে Screen Shot দিয়ে ব্যাখ্যা করা হলো:

Backup :

প্রথমে Control Panel এ প্রবেশ করুন  ⬇

 

  • এর পরে File History তে প্রবেশ করুন ⬇

  • System Image Backup ⬇

 

  • Create a System Image ⬇

 

  • এবার এখানে Select করুন যে কোন Drive এ আপনার Windows Backup টি রাখবেন ⬇

 

  • এখান থেকে দুইটি Drive Select করবেন : ⬇
  • (C:) (System)
  • System Reserved (System)

 

  • Click on Start Backup ⬇

 

  • এবার দেখতে পারবেন যে Backup শুরু হয়ে গেছে ⬇

 

  • Backup Complete হয়ে যাওয়ার পরে দেখবেন একটি file (Folder) তৈরি হয়েছে, তার মানে Backup নেওয়া শেষ ⬇

 

 

Restore :

  • প্রথমে Update & Security ⬇

 

  • এর পরে Recovery ➡ Restart now বাটনে ক্লিক করুন ⬇

 

  • Click on Troubleshoot button ⬇

 

  • এর পরে System image Recovery ⬇

 

 

  • যদি Backup File টি auto select করে নেয় তাহলে তো আর কোনো সমস্যা নেই, আর যদি Auto select না হয় তাহলে Manually Select করে নিতে হবে।
  • File select করার পরে Next ➡ Next বাটনে ক্লিক করুন ⬇

 

  • এর পরে Finish বাটনে ক্লিক করুন, এখানে দেখবেন একটি Warning দেখাচ্ছে সেইটা Yes করে দিবেন।
  • আর এই Warning টা পড়ে নিবেন।

 

  • এখানে দেখবেন যে Backup Restoring করা শুরু হযে গেছে ⬇ এখানে কিছু সময় অপেক্ষা করবেন, Restoring হওয়ার জন্য।

 

  • এবার Restart now বাটনে ক্লিক করুন ⬇

 

কাজ শেষ, এবার দেখবেন যে সকল Software Setup আগের মতনই আছে,

 

➡➡➡➡⏬⏬⏬

  • যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিও টি দেখে নিতে পারেন : https://youtu.be/mkH_yzavw5A

Level 2

আমি রায়হান শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস