কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।
আপনি কি একটি ওয়েবসাইটের সব ইমেজ অথবা লিস্ট করা URL’s থেকে এক ক্লিকে সব ইমেজ, মিউজিক, ভিডিও ডাউনলোড করতে চান, আর সেই জন্য একটি সিম্পল, লাইট ওয়েট এবং ফাস্ট ইমেজ ডাউনলোডার খুঁজছেন? Extreme Picture Finder হচ্ছে সেই কাংখিত টুলস যার মাধ্যমে আপনি এক ক্লিকে ওয়েব সাইটের সব ইমেজ, মিউজিক, ভিডিও সহ অন্যান্য সকল ফাইল ডাউনলোড করতে পারবেন অনায়েসেই।
আজকে আপনাদের সাথে আমি বিশেষ একটি টুলস নিয়ে আলোচনা করবো, যার নাম Extreme Picture Finder। এই টুলস এর মাধ্যমে আপনি স্বয়ংক্রিয়ভাবে থাম্বনেইল ইমেজ গ্যালারি থেকে ছবিগুলি ডাউনলোড এবং সেভ করে রাখতে পারবেন, এক্ষেত্রে আপনি বিরক্তিকর পপআপ, বিজ্ঞাপণ ইত্যাদি বাইপাস করে হাই কোয়ালিটির ছবি নিমেষেই ডাউনলোড করতে পারবেন।
Extreme Picture Finder প্রায় সব জনপ্রিয় ইমেইজ হোস্টিং সাইটগুলি থেকে ছবি ডাউনলোড করতে পারে এবং এর আছে বিল্ট ইন শক্তিশালী image locator AI যার সাহায্যে আপনার কাংখিত ওয়েব পেইজের লেআউট যা ই হোক না কেন, আপনি সব ওয়েব পেইজ থেকে ফুল সাইজের ছবি ডাউনলোড করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Extreme Picture Finder
নিম্নে এর উল্লেখযোগ্য ফিচার সমূহের বিস্তারিত আলোচনা করা হল।
Extreme Picture Finder সফটওয়্যার এর মাধ্যমে আপনি সহজেই যেকোন ওয়েব সাইট থেকে ইমেইজ, মিউজিক, ভিডিও সহ অন্যান্য সকল ফাইল ডাউনলোড করতে পারবেন অনায়েসেই। এজন্য আপনাকে শুধু কাংখিত ওয়েব সাইটের অ্যাড্রেস ইনপুট দেওয়া মাত্রই সকল ফাইল অটোম্যাটিক্যালি ডাউনলোড হয়ে যাবে সহজেই।
Extreme Picture Finder সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার পছন্দের যেকোন ফাইল যা পাসওয়ার্ড প্রোটেক্টেড তা ডাউনলোড করতে পারবেন যা আগে অসম্ভব ছিল। আর এই সফটওয়্যার এর সাহায্যে সহজেই যেকোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ইমেইজ, মিউজিক, ভিডিও এবং অন্যান্য যেকোন ফাইল ডাউনলোড করুন অনায়েসেই।
Extreme Picture Finder সফটওয়্যার এর মাধ্যমে আপনি প্রায় সকল জনপ্রিয় ইমেজ হোস্টিং সাইট থেকে ইমেজ ডাউনলোড করতে পারবেন, যেমনঃ imgur, flickr, imagevenue, imageshack, imagebam ইত্যাদি ইমেজ হোস্টিং সাইট থেকে অনায়েসে যেকোন ইমেজ, মিউজিক, ভিডিও ইত্যাদি ফাইল ডাউনলোড করতে পারবেন সহজেই।
Extreme Picture Finder সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার পছন্দের অনেক গুলি সাইট থেকে সব ধরনের ফাইল ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে অন্য একটি পদ্ধতি ফলো করতে হবে, আর তাই নিচের ভিডিওটি দেখে নিন, এই ভিডিও তে সম্পুর্ন প্রসেস দেখানো হল।
Extreme Picture Finder সফটওয়্যারে রয়েছে বিল্ট-ইন পিকচার ফাইন্ডার টুলস। যার মাধ্যমে আপনার ইচ্ছা অনুযায়ি কিওয়ার্ড লিখে সার্চ করলেই, কিওয়ার্ড রিলেটেড সমস্ত ইমেইজ, মিউজিক, ভিডিও ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই। নিচের ভিডিওটি দেখে নিন, এই ভিডিও তে সম্পুর্ন প্রসেস দেখানো হল। ভিডিওটি দেখলে আরো ক্লিয়ার হবেন এই ব্যাপারে।
Extreme Picture Finder সফটওয়্যারের মাধ্যমে আপনি একত্রে ৩০'টি ফাইল ডাউনলোড করতে পারবেন, যার ফলে আপনার অনেক টাইম বেঁচে যাবে। কেননা আপনাকে আর কষ্ট করে একটা একটা ফাইল ডাউনলোড করতে হবেনা।
Extreme Picture Finder সফটওয়্যারের কালেক্টশনে রয়েছে শত শত ব্যবহারযোগ্য প্রোজেক্ট ফাইল, যা আপনি আপনার যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।
Extreme Picture Finder সফটওয়্যারে রয়েছে সমৃদ্ধ প্রোজেক্ট টেমপ্লেট লাইব্রেরি। আর আপনি এই লাইব্রেরি ব্যবহার করে সহজেই সকল জনপ্রিয় ওয়েব সাইটের ইমেইজ, ভিডিও, মিউজিক ইত্যাদি ডাউনলোড করতে পারবেন অনায়েসে।
Extreme Picture Finder সফটওয়্যারে রয়েছে বিল্ট-ইন পিকচার ভিউয়ার টুলস, যার মাধ্যমে আপনি সহজেই সকল পিকচার ডাউনলোড করার আগে দেখে নিতে পারবেন। এছাড়াও সকল পিকচারের থাম্বনেইলস এবং আপনার সিলেক্টেড পিকচারের স্লাইড শো দেখতে পারবেন।
Extreme Picture Finder সফটওয়্যারটি লাইট ওয়েট, সিম্পল ইউজার ইন্টারফেস, ইজি টু ইউস এবং এই সফটওয়্যারটি বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা হয়েছে।
Extreme Picture Finder সফটওয়্যার অফিসিয়াল পেইজ থেকে ডাউনলোড করতে পারবেন। Extreme Picture Finder সফটওয়্যার বর্তমানে উইন্ডোজ এর জন্য পাওয়া যাচ্ছে তবে ভবিষ্যতে ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম জন্যও সফটওয়্যার তৈরি করবে। আপনারা এই সফটওয়্যারটি ২০ দিনের জন্য ফ্রি ট্রায়াল বা ফ্রি ভার্সন ব্যভার করে দেখতে পারবেন আপনার চাহিদা এই সফটওয়্যার দ্বারা পূরণ হচ্ছে কিনা।
ডাউনলোড @ EPF অফিসিয়াল সাইট
Extreme Picture Finder সফটওয়্যারটি দুইটি ভ্যারিয়েশনে পাওয়া যাচ্ছে, আর তা হল স্ট্যান্ডার্ড এবং লাইফ টাইমস। স্ট্যান্ডার্ড ভার্সনে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, একজন ব্যবহারকারী দুইটি পিসিতে ব্যবহার করতে পারবেন এবং ১ বছর পর্যন্ত সকল আপডেট পাবেন। স্ট্যান্ডার্ড ভার্সন কিনতে লাগবে ২৯.৯৫ ডলার যা বাংলাদেশি প্রায় ৳২৫৪০ টাকা মাত্র।
এবং লাইফ টাইমস ভার্সনে আপনি স্ট্যান্ডার্ড ভার্সনের সকল সুবিধাই পাবেন আর অতিরিক্ত যা সুবিধা পাবেন তা নিচের ছবি থেকে দেখে নিন, লাইফ টাইমস ভার্সন কিনতে লাগবে ৪৯.৯৫ ডলার যা বাংলাদেশি প্রায় ৳ ৪২৩৬ টাকা মাত্র।
Extreme Picture Finder এর ভালোলাগা বিষয় গুলোর মধ্যে সফটওয়্যারটি খুবই লাইট ওয়েট ফলে এটি আপনার কম্পিউটার কে স্লো করবে না, সিম্পল ইউজার ইন্টারফেস যার ফলে সহজেই এটি ব্যবহার করতে পারবেন ফলে আপনি সহজেই আপনার পছন্দের ওয়েব সাইট থেকে যে কোন ফাইল ডাউনলোড করতে পারবেন।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
আজকের টিউনটি কেমন হলো তা টিউমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।