Opera GX – গেমিং আর ব্রাউজিং হবে একই সাথে আরও অ্যাডভান্সড পদ্ধতিতে

কেমন আছেন  সবাই? আশাকরি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।

আমরা যারা গেম খেলতে ভালোবাসি, তাদের প্রায়ই গেম এর সেটিং ঠিক করতে ব্রাউজার এবং গেম এ বারবার অ্যাক্সেস করতে হয়।  কিন্তু সমস্যাটা তখনই হয়, যখন একটা মিনি-মাইজ করে অন্য অ্যাপে অ্যাক্সেস করতে হয়। ফলে আমরা সঠিক ভাবে সকল সেটিং ঠিক করতে অনেক সময় লাগে অন্য দিকে যখন ইউটিউব থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হয় তখন বারবার ভিডিও পজ করে করে সেটিং ঠিক করা লাগে। আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করবো, Opera GX গেমিং ব্রাউজার নিয়ে।

Opera GX কি?

আমরা সবাই Opera ব্রাউজারের সাথে পরিচিত, আর Opera GX হচ্ছে তাদের ই তৈরি করা একটি গেমিং ব্রাউজার যা বর্তমানে শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জন্য পাওয়া যাবে। এটা এমন একটি ব্রাউজার যার মাধ্যমে আপনি গেম খেলা অবস্থায় ব্রাউজারে কাজ করতে পারবেন, কেননা এর আছে বিল্ট ইন স্ট্রিম ওভার-লে ফিচার ফলে আপনি অনায়াসেই ইউটিউব বা অন্য সোর্স থেকে গেম এর সেটিং ঠিক করতে পারবেন আরামসে।

Opera এর স্ট্যান্ডার্ড ভার্সন এর মতই, Chromium এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Opera GX। ফলে আপনি সকল ওয়েব সাইট আপনার গুগল ক্রোম এর মতই দেখতে পারবেন এবং গুগল ক্রোম এর সকল এক্সটেনশনও এই ব্রাউজারে ব্যবহার করতে পারবেন।

Opera GX

অফিসিয়াল ওয়েবসাইট @ Opera GX

গেমিং ব্রাউজার কি?

প্রথমেই বলে রাখি, Opera GX আপনার গেমিং পারফরম্যান্সকে নাটকীয়ভাবে উন্নত করবে বলে আশা করবেন না। কারণ এটা আপনার গেমিং এবং ব্রাউজিং একই সাথে করতে পারেন তারই একটা ক্ষুদ্র প্রয়াস। আর এই ব্রাউজার এর বেশিরভাগ ফিচার ই "গেমারস" এর জন্য সহায়ক হিসেবে কাজ করবে বলে আসা করা যায়: যেমন: রেজার ক্রোমা ইন্টিগ্রেশন(বিভিন্ন Hue lights এর ইন্টারফেস) সহ গেমিং-থিম, বিল্ট-ইন গেমিংয়ের সংবাদ এবং সাউন্ড-ট্র্যাক এর প্রিমিয়াম গেমিং সাউন্ড এফেক্টস তো আছেই।

Opera GX এর ফিচার সমূহ

Opera GX হচ্ছে একমাত্র এবং প্রথম ব্রাউজার যা গেমারস দের জন্য তৈরি করা হয়েছে। আর তাই এই ব্রাউজারের সকল ফিচার ই গেমারস দের প্রয়োজনীয়তার দিকে লক্ষ রেখে তৈরি করা হয়েছে। এখন আমরা Opera GX এর সকল ফিচার এর বিস্তারিত আলোচনা করবো।

GX কন্ট্রোল

Opera GX ব্রাউজারের থিম এবং রেজার ক্রোমা ফিচারের বাইরে, আমার কাছে ব্রাউজার এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি "GX কন্ট্রোল" বলে মনে হয়।

কারণ এই ফিচারটি খুবই অভিনব, আপনি আপনার কম্পিউটার এর র‍্যাম এবং প্রসেসর - ব্রাউজার কে ব্যবহার করতে দিবেন তা আপনি নির্ধারণ করে দিতে পারবেন এই ফিচারের মাধ্যমে। ফলে আপনি একই সাথে গেমিং এবং ব্রাউজিং করতে পারবেন। আর সংগত কারণেই ব্রাউজার স্লো কাজ করবে যদি আপনি ব্রাউজারের র‍্যাম এবং প্রসেসর ব্যবহার নির্ধারণ করে দেন।

TWITCH ইন্টিগ্রেশন

Opera GX এর এই ফিচারের মাধ্যমে কোনও লাইভ স্ট্রিম কখনও মিস করবেন না। কেননা ব্রাউজারের সাইড বারের টুইচের সাহায্যে, আপনি ফলো করেন এমন চ্যানেলগুলি দেখতে পারবেন সহজেই, এছাড়া যারা অনলাইনে আছেন এবং যখনই আপনি ফলো করেন এমন কেউ লাইভে আসেন তখন আপনি নোটিফিকেশন থেকে সহজেই অ্যাক্সেস করতে পারবেন।

GX কর্নার

আপনি Opera GX এর GX কর্নার ফিচার এর মাধ্যমে বেস্ট ডিল, নতুন রিলিজ পাওয়া গেমস এর নিউজ এবং গেমিংয়ের সংবাদগুলি সহজেই আপ টু ডেট থাকতে পারবেন সহজেই।

GX সাউন্ড

Opera GX - এ ব্রাউজারে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড এফেক্ট, আর এই সাউন্ড ডিজাইন করেছেন বিশ্ব বিখ্যাত রুবিন রিনকন এবং ব্যান্ড বার্লিনেস্টের সহযোগিতায় তৈরি হয়েছে, যিনি সম্প্রতি গ্রিস গেমের আসল সাউন্ড-ট্র্যাকের জন্য বাফটা গেমস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন। Opera GX এর সেটিংস থেকে সাউন্ড ইফেক্টগুলি টোগল করা এবং বন্ধ করা যায়।

GX ডিজাইন

Opera GX - এ রয়েছে অসাধারণ সব ডিজাইন আর হরেক রকম কালার কম্বিনেশন। এছাড়াও আপনি আপনার ইচ্ছা মত যেকোনো কালার এ কাস্টমাইজ করতে পারবেন এবং বিল্ট ইন বিভিন্ন স্পেশাল ইফেক্ট এবং থিম এর মধ্যে থেকে আপনার পছন্দের থিম ও ইফেক্ট সহজেই সিলেক্ট করতে পারবেন।

GX থিম

Opera GX - এর জন্য বিশেষভাবে ডিজাইন করা ওয়ালপেপার গুলি থেকে আপনার পছন্দেরটি সিলেক্ট করুন বা ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনার নিজের ডেস্কটপ ওয়ালপেপারটি নির্বাচন করুন অনায়াসেই।

ইন্টিগ্রেটেড ম্যাসেঞ্জার

Opera GX - এর মাধ্যমে আপনি একই সাথে চ্যাট এবং ব্রাউজ করতে পারবেন খুব সহজেই সকল জনপ্রিয় সৌশল নেটওয়ার্ক যেমন: ফেসবুক, টেলিগ্রাম, WhatsApp ইত্যাদি।

ভিডিও পপ আউট

আপনি Opera GX - এর মাধ্যমে সহজেই যেকোনো ভিডিও কে পপ আউট করে দেখতে পারবেন। তার মানে আপনি ভিডিও ফ্লোটিং উইন্ডো এর মাধ্যমে অন্য ট্যাবে অথবা অন্য কোন অ্যাপ্লিকেশান চালানোর সময়ও দেখতে পারবেন।

এড ব্লকার

Opera GX - এ রয়েছে বিল্ট ইন পাওয়ার ফুল এড ব্লকার, যার মাধ্যমে আপনি যেকোনো ওয়েব সাইট দেখতে পারবেন একদম এড ফ্রি ভাবে। আবার আপনি চাইলে এড ব্লকার অপশন টি অফ করেও রাখতে পারবেন।

ফ্রি ব্রাউজার ভিপিএন

Opera GX - এ রয়েছে বিল্ট ইন পাওয়ার ফুল ভিপিএন টুলস, যার মাধ্যমে আপনি সহজেই আপনার প্রাইভেসি এবং সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন একদম ফ্রি।

এক্সটেনশন

আমি আগেই বলেছি,  Opera GX - ক্রোম এর উপর বেস করে তৈরি করা হয়েছে। যার ফলে আপনি সহজেই ক্রোম এ সাপোর্ট করা এক্সটেনশন গুলি আপনি অনায়াসেই ব্যবহার করা হয়।

ভিডিও ওভার গেম (নতুন ভার্সনে পাবেন)

Opera GX - পরবর্তী আপডেট এ এই ফিচার পাবেন বলে অফিসিয়ালি জানিয়েছে। যার মাধ্যমে আপনি গেম খেলার সাথে সাথে টিউটোরিয়াল দেখা, লাইভ স্ট্রিম অথবা যে কোন ভিডিও কন্টেন্ট দেখতে পারবেন গেম খেলা অবস্থায়।

Opera GX ব্রাউজার পরিচিতি

নিচের ছোট্ট ভিডিও থেকে আপনারা Opera GX এর প্রডাক্ট ম্যানেজার Maciej Kocemba থেকে এর পরিচিতি দেখে নিন।

 

ডাউনলোড

আপনারা জানেন যে Opera GX এখনো রিলিজ পায়নি, তবে তারা তাদের সফটওয়্যার এর সমস্যা গুলি সনাক্ত করার জন্য Opera GX এর বেটা ভার্সন (মানে আর্লি অ্যাক্সেস) উইন্ডোজ এর জন্য উন্মুক্ত করেছে। উইন্ডোজ ব্যবহারকারীরা Opera GX এর দুইটি ভার্সন পাবেন, যথাক্রমে: ৩২ বিট এবং ৬৪ বিট। সফটওয়্যারটি ডাউনলোড করে অন্যান্য সফটওয়্যার এর মত ইন্সটল করে ফেলুন আর ব্যবহার করুন বিশ্বের একমাত্র গেমিং ব্রাউজার।

শেষ কথা

Opera GX আপনার গেমিং এক্সপেরিয়েন্স কে বাড়াবে না কিন্তু এই ব্রাউজারটি আপনি গেমিং এর সাথে সাথেই চালাতে পারবেন গেমিং এর সহযোগী হিসেবে। আর এর আছে অভিনব সব ফিচার যেমন: র‍্যাম এবং প্রসেসর লিমিটার, এড ব্লকিং, ভিপিএন, ভিডিও ওভার ফ্লো ইত্যাদি যা অন্যান্য সকল ব্রাউজারে পাবেন না। আর এর আছে মন মাতানো সব থিম, ওয়াল পেপার এবং কালার কম্বিনেশন ইত্যাদি পাবেন এই সফটওয়্যার এর মধ্যে। তাই আমি আপনাদের কে নিশ্চয়তা দিতে পারি এই ব্রাউজারটি আপনাদের ভাল লাগবেই।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

আজকের টিউনটি কেমন হলো তা টিউমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস