অনেক সময় দেখা যায় কম্পিউটারে কোন কিছু কপি করতে দিয়ে অথবা ডা্উনলোড লাগিয়ে দিয়ে বাইরে বেরিয়ে যাই, , এবং কাজ শেষ হওয়ার পরও পি.সি চলতে থাকে, ,
কোন সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ এ কাজটি করতে হলে ছোট একটি কমান্ড দিলেই কাজ শেষ.
উক্ত কমান্ডটির মাধ্যমে কম্পিউটারটি নিদ্রিষ্ট সময় বন্ধ হয়ে যাবে। এছাড়া ও আরো কিছু অতিরিক্ত তথ্য নিচে দেওয়া হলো।
কমান্ড টি হলো.start menu তে ক্লিক করে লিখতে হবে CMD তারপর এমন একটি উইন্ডো আসলে লিখতে হবে। shutdown -s -t 3600 লিখে এন্টার দিবেন
এখানে shutdown এর সাথে যে s এবং t লিখা হলো তার মানে-
s = Shutdown
t = Time
এখানে টাইম হিসাবে ৩৬০০ সেকেন্ড অথ্যাৎ ১ ঘন্টা সেট করা হলো।
এখানে সমস্যা হলো-
ধরুন আপনি টাইম ১ ঘন্টা সেট করে দিয়ে শেষে গিয়ে হঠাৎ মনে হলো, , , . আরে আমার তো আরো কাজ আছে কিন্তু আপনার হাতে আছে আর মাত্র ১ মিনিট, এর মধ্যেই পি.সি বন্ধ হয়ে যাবে. সে ক্ষেত্রে টাইম Cancel করার একটি কোড রয়েছে.
সেটা হলো shutdown -a নিচে দেখুন
সবাইকে ধন্যবাদ.
আমি আরিফ মালিথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।