যা যা লাগবে ::
১ - পিসি
২- Microsoft Edge Browser / Chrome
৩- একটা ভাল ডাউনলোড ম্যানেজার (অপশনাল)
EDGE এর জন্য ::
প্রথমে নিচের লিঙ্ক টা কপি করে এড্রেসবার এ paste করুন/ লিখুন :p :
https://www.microsoft.com/en-us/software-download/windows10ISO
সাইটে ঢুকার পর যা আছে পড়লে পড়েন না পড়লে নাই! 😀
F12 চাপুন অথবা Option(.) > More Tools > Developer Tools এ যান
এরপর Emulation সিলেক্ট করে ওই অপশন এ যান!
Mode লিখার নিচে দেখবেন User Agent String লিখা আছে!
ওইটার পাশে ড্রপডাউন মেনু তে ক্লিক করে থেকে Apple Safari (Ipad) সিলেক্ট করেন!
সাথে সাথেই পেইজ রিলোড হওয়া শুরু করবে!
-ডেভেলপার টুল অফ করবেন না
পেজ লোড হওয়ার পর ই চ্যাঞ্জ দেখতে পারবেন!
স্ক্রল করে একটু নিচে নেমে এসে Select Edition থেকে
Windows 10 april update 2018 (Current Latest ISO/Update)
এর নিচ থেকে windows 10 সিলেক্ট করেন!
বিঃদ্রঃ - October Update রিলিজ হলেই পাবেন একই ভাবে!
এরপর Confirm এ ক্লিক করেন!
এরপর Select the Product Language থেকে English/English International সিলেক্ট করেন!
আবার Confirm সিলেক্ট করেন!
এবার আপনার সিস্টেম এর জন্য ৩২ বিট বা ৬৪ বিট যেটা উপযোগী সেটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে!
-Edge থেকে আইডিএম এ ডাউনলোডের জন্য আইডিএম এক্সটেনশন মাইক্রোসফট স্টোর থেকে ইন্সটল করতে হবে!
Chrome এর জন্য::
প্রথমে নিচের এক্সটেনশন টা ইন্সটল করেন Chrome এ!
https://chrome.google.com/webstore/detail/user-agent-switcher-for-g/ffhkkpnppgnfaobgihpdblnhmmbodake
ইন্সটল হয়ে গেলে এড্রেস বার এর পাশে এক্সটেনশন টা দেখতে পাবেন! ওইটাতে ক্লিক করে Select User agent থেকে Safarin on mac/Safari on ipad সিলেক্ট করেন!
এরপর নিচের লিঙ্ক এ যান
https://www.microsoft.com/en-us/software-download/windows10ISO
আগের মতই -
স্ক্রল করে একটু নিচে নেমে এসে Select Edition থেকে
Windows 10 april update 2018 (Current Latest ISO/Update)
এর নিচ থেকে windows 10 সিলেক্ট করেন!
বিঃদ্রঃ - October Update রিলিজ হলেই পাবেন একই ভাবে!
এরপর Confirm এ ক্লিক করেন!
এরপর Select the Product Language থেকে English/English International সিলেক্ট করেন!
আবার Confirm সিলেক্ট করেন!
এবার আপনার সিস্টেম এর জন্য ৩২ বিট বা ৬৪ বিট যেটা উপযোগী সেটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে!
*যে সকল ব্রাউজার এ ইউজার এজেন্ট চ্যাঞ্জ করা যায় সব ব্রাউজারেই এভাবে ডাউনলোড করা সম্ভব! ফায়ারফক্স এ প্যারাদায়ক হওয়ায় এখানে এড করিনাই! যদিও আমি ফায়ারফক্স ইউজার!
ধন্যবাদ
আমি নাহিদ হাসান রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।