কেন Windows C Drive এ Installed হয়?

এই প্রশ্নটি অনেকের মনেই জেগেছে বা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে কেন Windows, C Drive কেই
বেছে নিল Install করার জন্য? কেন A বা B বাদ দিয়ে C? A, B কি এমন পাপ করে ফেলল?

ইতিহাস

এই প্রশ্ন গুলোর উত্তর জানতে হলে আমাদের ১৯৮০ সালের দিকে চলে যেতে হবে। ১৯৮০ সালের দিকে
বেশী ভাগ কম্পিউটার এ floppy drive স্টোরেজ হিসেবে ব্যবহার হত। যারা floppy drive চিনেন
না তাদের জন্য নিচে একটি ছবি দেওয়া আছে।

তো floppy drive কে স্টোরেজ হিসেবে ব্যবহার করায় কম্পিউটার এর প্রথম drive এর নাম দেওয়া হয় A, কিছু কম্পিউটার এ দুইটি ড্রাইভ থাকত যার কারণে দ্বিতীয় drive টির নাম B ড্রাইভ রাখা হয়। ঐ সময় CP/M operating system যা কিনা ছিল ৮ বিটের (এখন তো আমরা ৩২/৬৪ বিট চালাই) এই operating system চলত IBM কম্পিউটারে তারাই A, B Drive ব্যবহার করত। হার্ড ডিস্ক যখন প্রথম আসল তখন OS (operating system) install এর জন্য C Drive কেই বেছে নেওয়া হল।

কেন এখনো এই রীতি মানা হচ্ছে?

যখন floppy drive ছিল তখন এই রীতি পরিবর্তন করার কোন ধরনের চিন্তাই ছিল না। এখন floppy drive এর দিন যাদুঘরে চলে গেছে। অনেক Software এই রীতিতে ডিপেন্ডেন্ট হয়ে গেছে C drive এর উপর, যা পরিবর্তন করলে কিছু প্রাভাব পরবে। ঠিক এই  কারণে floppy drive এর দিন শেষ হবার পরো এখনো C Drive কেই OS install করার জন্য আদর্শ Drive হিসেবে ধরা হয়ে থাকে। বাংলা কথায় মরেও ভুতের মত দাঁড়িয়ে আছে আরকি।

Level 0

আমি তরিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

" ক্ষুধার্ত থেকো বোকা থেকো " স্টিভ জবস আমি বোকা মানুষ জ্ঞান আরোহণ করে বেড়াই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস