Windows 10 Pendrive থেকে সেটাপ দেওয়ার পদ্বতি সাথে আছে কিভাবে আপনি পেন্ড্রাইভ বুটাবল করবেন

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

ওমর টেক,
নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা আমাদের কম্পিটার চালাতে চালাতে দেখা যায় এক সময় হ্যাং হয়ে যায়। আবার দেখা যায় ভাইরাস এর কারনে লোডিং লোডিং এর একটা ব্যাপার চলে আসে।

তো এরকম পরিস্থিতে আমাদের কম্পিউটারে চলে গেলে সহজে সেই  কম্পিউটার থিক করতে পারি। তো এজন্য আমাদের বেশি কিছু করার লাগবে না জাস্ট আমরা শিখতে পারলেই হয় কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে windows সেটাপ দিব।

তো আমরা যারা নতুন কম্পিউটার ব্যবহার করে থাকি তারা সাধারনত কিভাবে আমাদের windows seTup দেওয়া যায় সেটা জানি না বা জানলেও অনেক সময় ভয়ে ভয়ে দেই না। যে মাথার মধ্যে চিন্তা থাকে আল্লাহ কি করতে আবার কি হয়ে যায়।

যায় হক আপনি যদি কিভাবে একটা কম্পিউটার সেটাপ দিতে হয় সেই টিউটোরিয়াল দেখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারন এর মাধ্যমে windows 10 পেন্ড্রাইভ বুটাবল থেকে শুরু করে আছে কিভাবে একটা windows setup দেওয়া যায়।

আর আপনাদের  একটি প্রয়োজনীয় সফটওয়ার লাগবে যার নাম Power Iso তো আর দেরি না করে ডাউনলো করে নিন আপনার Power Iso সফটওয়ার। নিচে ডাউনলো লিংক দেওয়া আছে।

এখান থিকে ক্রাক PowerISO ডাউনলোড করুন

তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর আর কোন সমস্যা হবে না।

Level 0

আমি নুসরাত জাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস