আমার মতে আগেও টেকটিউনসতে উইন্ডোজ ১০ আপডেট এসিস্টেন্ট বন্ধ করা সম্পর্কে টিউন হয়েছে। তবে আমি দেখেছি কোন ট্রিকসেই কোন কিছু হয় না। অনেক ঘাটাঘাটি করে এই পদ্ধতিটা বের করেছি আশা করি সকলেই উপকৃত হবে। আমার এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেশন নাই। তাই ডাটা কিনে নেট ব্রাউজ করি। এর পরে আবার উপর আবার উইন্ডোজ ১০ আপডেট এসিস্টেন্ট। এক জিবি করে নেট নিয় হঠাত করে দেখি কিছুই নেই। এখন ইনশাল্লাহ আরামেই চালাছি কারণ বাড়তি নেট আর কাটতে পারছে না।
ভাবলাম আমার মত যারা ডাটা কিনে নেট চালাই তাদের কেউ বিষয়টা জানায় কারণ তারাও হয়তো এই সমস্যায় জড়জড়িত। আমি আপনাদের 100% নিশ্চয়তা দিচ্ছি যে আপনার কিম্পিউটারে আর গপনে ব্যাকগ্রাউন্ড ডাটা খরচ হবে না। শুধু একবার ভিডিও টি দেখুন আর শিখে নিন কি ভাবে আপনার অতিরিক্ত ডাটা নষ্ট থেকে আপনার ল্যাপটপ অথবা ডেকসটপ কম্পিউটারকে রক্ষা করবেন।
এটা আমার প্রথম টিউন এত দিন শুধু টেকটিউনসতে পড়তাম আজ একটা টিউন লিখেই ফেললাম। যদি কোথাও কোন ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি তৌহিদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।