Windows এর Font Style মনের মত করে সাজিয়ে নিন

Change Windows 10 Font Style
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের টিউন,  সৌন্দর্য,  মাধুর্য বিস্তুকে সবাই একটু বেশী পছন্দ করে থাকে, আমরা অনেক সময় দেখি একই মডেলের মোবাইল দুজনের হাতে কিন্তু হাতে নিয়ে দেখলে একজনেরটা অনেক বেশী স্মার্ট অপর জনের টা দেখতে খুব বেশী একটা ভালো লাগছেনা। এর কারণ, অপর ব্যক্তিটি তার মোবাইল সুন্দর করে রাখতে পারেনি, এটা অনেকেই নিজের ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেনা, আবার অনেকর সুন্দর করে থাকতে ভাল ও লাগেনা। যাই হোক অনেক কথা বলে ফেললাম।

আজকের টিউনের বিষয় হল কিভাবে আপনি যেকোন Windows  এর Font Style মনের মত করে সাজিয়ে নিতে পারবেন, অনেকের মোবাইলে দেখা যায় ভিবিন্ন স্টাইলের ফন্ট দিয়ে রাখে, আপনি চাইলে আপনার উইন্ডোজ  এর ফন্ট স্টাইল ও ভিবিন্ন স্টাইলে দিতে পারবেন। এই কাজটি আসলে ম্যানুয়ালি ভাবেই করা যায়, কিন্তু অনেকেই ম্যানুয়ালি ভাবে করতে পারবেনা, তাই আমরা ছোট্ট একটা টুল ব্যবহার করবো যার সাইজ মাত্র ৫০০ KB এর মত, এটি দ্বারা আপনার পিসি কোন রকম ভারি হবেনা। এই টুল ব্যবহার করে আপনি যে কোন ফন্ট বড়/ছোট, স্টাইল পরিবর্তন করতে পারবেন এবং ইচ্ছা হলে খুব সহজেই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। শুধু নিচের নিয়ম গুলো অনুস্মরণ করুন।

পদ্দতিতে Windows এর Font Style পরিবর্তন করবেন

  • প্রথমেই আমার দেওয়া নিচের লিঙ্ক থেকে টুলটি নামিয়ে নিবেন> এরপর টুলটি ওপেন করুন ওপেন করার সময় নিচের ছবির মত আসলে Yes.

 
best font for windows 10
 

  • এখানে কিছুই করতে হবেনা, শুধু Save এ ক্লিক করুন।

 
Change System Font Windows 10

  • এখন দেখুন আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, এখন আপনি পিসির কোন ধরনের ফন্ট স্টাইল পরিবর্তন করতে চাচ্ছেন, সেটি নির্বাচন করুন যেমন মেনু, টাইটেল ফন্ট ইত্যাদি

Advantages of System Font Size Changer

  • ন আপনি যে ফন্ট দিতে চান সেটি সিলেক্ট করে> ফন্ট সাইজ> এরপর> OK> পিসি Log Off দিতে বলবে, Log Off  দিলেই আপনার কাঙ্ক্ষিত ফন্ট দেখতে পাবেন।

System Font Size Changer

best font for windows

  • পূর্বের অবস্থায় ফিরে যেতে সফটওয়্যারটি ওপেন করে> Default>Apply> Log Off> Done!

Windows  System Font Size Changer V.1.1.1.21 (50 KB) [Support: Windows 10/8/8.1/7
Download Now / Mirror
 
Official Website

Level 0

আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস