উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে বেশ কিছু কিবোর্ড শর্টকাট রয়েছে। এই কিবোর্ড শর্টকাটগুলো উইন্ডোজ ১০-এর পাশাপাশি ৭ বা ৮.১-এও চলবে।
নতুন বৈশিষ্ট্যের কিবোর্ড শর্টকাট
Windows key + A: অ্যাকশন সেন্টার খুলবে।
Windows key + C: করটানা কণ্ঠ নির্দেশনার জন্য তৈরি হবে।
Windows key + I: সেটিংস অ্যাপ্লিকেশন খুলবে।
Windows key + S: করটানা চালু হবে।
Windows key + Tab: টাস্ক ভিউ দেখা যাবে।
Windows key + Ctrl + D: নতুন ভার্চুয়াল ডেস্কটপ তৈরি হবে।
Windows key + Ctrl + F4: চালু থাকা ভার্চুয়াল ডেস্কটপ বন্ধ হবে।
Windows key + Ctrl + left or right arrow: ভার্চুয়াল ডেস্কটপ বদলাবে।
সাধারণ কিবোর্ড শর্টকাট
Windows key (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ): স্টার্টমেন্যু খুলবে/বন্ধ হবে।
Windows key + X (উইন্ডোজ ৮.১ ও ১০): স্টার্ট বোতামে ডান ক্লিক করলে যে মেন্যু আসে, তা দেখা যাবে।
Windows key + left or right arrow (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ): চালু থাকা উইন্ডোর ডানে-বাঁয়ের পর্দাজুড়ে দেখা যাবে।
Windows key + E (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ): দ্রুত ফাইল এক্সপ্লোরার চালু করে ফাইলপত্রের কাজ করা যাবে।
Windows key + L (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ): ডেস্কটপ লক করা যাবে।
Alt + PrtScn (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ): চালু থাকা উইন্ডোর স্ক্রিনশট নেওয়া যাবে, ক্লিপবোর্ডে কপি করা যাবে।
Windows key + Printt Screen (উইন্ডোজ ৮.১ ও ১০): ডেস্কটপের পুরো পর্দার ছবি (স্ক্রিনশট) নেওয়া যাবে। এগুলো জমা হবে Computer> Pictures> Screenshots ফোল্ডারে।
ব্রাউজার-ভিত্তিক শর্টকাট (এজ এবং অন্যান্য)
Ctrl + T: নতুন ট্যাব খুলবে।
Ctrl + D: ওয়েবপেজ চিহ্নিত (বুকমার্ক) করা যাবে।
Ctrl + L: বর্তমানে চালু থাকা ওয়েব ঠিকানা নির্বাচন করবে, ফলে দ্রুত নতুন ঠিকানা লিখতে বা সেটা কপি করতে কাজে লাগবে।
Ctrl + Tab: চালু থাকা ট্যাবে একটা থেকে অন্যটায় যাওয়া করা যাবে।
Ctrl + Enter: ব্রাউজারের ওয়েব ঠিকানা লেখার ঘরে শুধু মূল ঠিকানা লিখে কন্ট্রোল + এন্টার চাপলে স্বয়ংক্রিয়ভাবে www. এবং.com যুক্ত হয়ে যাবে। যেমন sonalisamay লিখে Ctrl + Enter চাপলে সেটা http://www.sonalisamay.com হয়ে যাবে।
আমি রতন কুমার রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।