আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কারও কাছ থেকে নতুন একটি সফটওয়্যারের কথা শুনলেই সেটি কিনে বা ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করেন। কিন্তু, মনে রাখবেন আপনার ইন্সটল করা এই সকল অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো আপনার কম্পিউটারে ইন্সটলেশনের সময় সিস্টেমের স্পেস দখল করার পাশাপাশিও তৈরি করছে নানা রকম জাঙ্ক ফাইল এবং টেম্পোরারি ফাইল। তাই, যদি স্মুথ অপারেটিং সিস্টেমের স্বাদ কিছুটা হলেও উপভোগ করতে চান তবে এখনই আপনার কম্পিউটারে থাকা অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আন-ইন্সটল করুন।
Aero থিম ইফেক্টের মতই ভিজ্যুয়াল ইফেক্ট গুলো আমাদের কম্পিউটারের বেশ কিছু রিসোর্স দখল করে যার ফলে অপারেটিং সিস্টেম সামান্য পরিমাণে হলেও স্লো হয়ে যায়। এজন্যে আপনি ভিজ্যুয়াল ইফেক্ট গুলো ডিজঅ্যাবল করে রাখতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে।
My computer এর উপর মাউসের রাইট ক্লিক করুন এবং ‘Propertise’ সিলেক্ট করুন। নতুন উইন্ডোর বাম পাশে দেখতে পাবেন ‘Advanced system settings’ নামের একটি অপশন আছে, ক্লিক করুন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে তার ‘Performance’ অপশনটির নিচের Settings বাটনে ক্লিক করুন। ক্লিক করলে ‘Performance Options’ নামের একটি ছোট পপ আপ উইন্ডো ওপেন হবে। নতুন পপ আপ উইন্ডোটির Advance ট্যাব সিলেক্ট করলে নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।
কিভাবে কি করবেন তা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন:
[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]
এছাড়াও এই ভিডিওতে আলোচনা করা হয়েছে যা যা:
ডিস্ক ডিফ্র্যাগমেন্ট এর সুবিধা সম্পর্কে
ডিস্ক ক্লিন-আপ সুবিধা ব্যবহার করুন
সার্চ ইনডেক্স ফিচার ডিজঅ্যাবল সম্পর্কে
Aero থিম ডিজঅ্যাবল করুন
টিউনটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন। এই ব্যাপারে আরও কিছু জানার থাকলে টিউমেন্ট করবেন।
চাকরি সম্পর্কিত ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।