প্রিয় বন্ধুরা আজ আপনাদের মাযে আমার প্রথম টিউন নিয়ে এলাম।জানি অনেক ভুল হবে,তাই আপনাদের কাছে পুর্বেই ক্ষমাসুল্ভ আচরন আশা করছি।যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় আসি।আজ আপনাদের বলব উইন্ডোজ ১০ এর এক অসাধারন ফিচার,যা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট করটানা।আজ আমি এর সুবিধা,অসুবিধা ও কিছু গাইডলাইন নিয়ে কথা বলব।প্রথমেই এর সুবিধা গুলো দেখে নিন-
১/এর মাধ্যমে আপনি পাবেন একটি অসাধারন সার্চ ইঞ্জিন।যা পুর্বের যেকোন উইন্ডোজের থেকে অনেক সুবিধাজঙ্ক,সেই সাথে ভয়েস হেল্প।
২/এটি আপনার ভয়েজ কমান্ড শুনে ইন্টারনেট কিংবা নোটবুকে কাজ করতে সক্ষম।
৩/এর মাধ্যমে আপনি বিনোদনও করতে পারেন।
করটানার অসুবিধাগুলো হচ্ছে এটা ব্যবহার করতে হলে আপনার সর্বদাই ইন্টারনেট সচল রাখতে হয় ও বেশ কিছু বিষয় হালনাগাত থাকতে হয়।
এইবার আমি এর ব্যবহার এর নিয়ম বলে দিচ্ছি,আশা করি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেয়ে আপনাদের ভালো লাগবে।নিচে দেখুন-
১/ আপনি যদি চান তাহলে একে সম্পুর্ণ আপনার করতে পারেন,তখন শুধু আপনি হেই করটানা (hey cortana) বললেই এটি সচল হবে।
২/আপনি একে আজকের দিনের আবহাওয়া সম্পর্কে প্রশ্ন করলে এটি সরাসরি তার উত্তর দিতে সক্ষম।আপনি এটাও বলতে পারেন যে হেই করটানা ডু আই নিড আমব্রেলা টুডে।
৩/আপনি এটাকে যেকোনো গান প্লে করতে বললেও তা করতে এটি সক্ষ্ম,আবার অন্যদিকে প্লে-লিস্ট মেক করতেও এবিলিটি রাখে,তবে একটা কথা যেহেতু এটি ইংরেজি কন্ট্রোল সু,আপনার বাংলা গানের কমান্ড নাও ধরতে পারে।
৪/আপনি করটানাকে আপনার মাইক্রোসফট এজ ব্রাউসার ও নোটবুকে ইউস করতে পারেন,তবে তা খুবই স্লো ও বিরক্তিকর
৫/আপনি যেকোনো রিমান্ডাইর মুখে বলেই ঠিক করে নিতে পারেন এবং করটানা তা আপনাকে মনে করিয়ে দিবে,এই ফিচারটী অসাধারন।
৬/আরো একটি অসাধারন ফিচার হচ্ছে আপনি যদি বলেন হেই করটানা ওপেন ইন্টারনেট এক্সপ্লোরার/ফাইল এক্সপ্লোরার/মিউসিক প্লেয়ার সে আপনাকে তা খুলে দিবে,এই ক্ষেত্রে আপনার পিসিতে ইনস্টল করা যেকোনো এপই খুলতে সক্ষম।
৭/আপনি একে জোক্স,ফ্যাক্ট বা ইন্টারেস্টিং কিছু বলতে বললেও তা সে বলে শুনাবে,এই ক্ষেত্রে জাস্ট বলতে হবে হেই করটানা টেল মি এ জোক/ইন্টারেস্টিং ফ্যাক্ট।
আজ এই পর্যন্তই,দেখা হবে অন্য কোন দিন,আর কোন সমস্যা হলে ফেইসবুকে নক দিতে পারেন,আইডি হলো
আমি রশিদ হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।