প্রিয় টেকটিউনস বাসী আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হল কিভাবে আমরা একটি উইন্ডোজ ৭,৮ অথবা ১০ এর ডিস্ক থেকে আই.এস.ও ফাইল তৈরী করব এবং সেই আই.এস.ও ফাইল থেকে কিভাবে একটি পেনড্রাইভ বুটেবুল করব।
অনেকেই হয়তো এই প্রক্রিয়া টি জানেন। তবে যারা এই বিষয়ে অনভিজ্ঞ তাদের জন্য আমার এই টিউন টি। যদি একই টিউন আগেই টিটিতে হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর কোনো সমস্যা হলে টিউমেন্ট করে আমাকে জানাবেন। আমি সমাধান দেয়ার চেস্টা করব।
রথমে আমাদের দুইটি সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যার গুলি হল
১) ISO
২) Windows 7-USB-DVD-tool।
এই সফটওয়্যার গুলি আমরা গুগলে সার্চ দিলে খুব সহজেই পেয়ে যাব।
প্রথমে আমরা সফটওয়্যার দুটি ইন্সটল করে নিব এবং যে ডিস্ক থেকে ISO তৈরি করব সেই ডিস্ক টি কম্পিউটারে প্রবেশ করাব। তারপরে আমরা নিচের দেখানো পদক্ষেপ গুলি গ্রহন করব।
১) Iso সফটওয়্যার টি ওপেন করব।
২) Try It বাটনে ক্লিক করব।
৩) তারপর পর্যায়ক্রমে Tools-> Iso From CD/DVD-Rom বাটনে ক্লিক করব।
4) Output File সেকশন এর ব্রাউজ বাটনে ক্লিক করে ISO ফাইলটির একটি নাম দিব এবং কোথায় ফাইলটি সেইভ হবে সেটি দেখিয়ে দিব।
৫) Output Format সেকশনে Standard ISO Image File সেলেক্ট করে দিব।
৬) তারপর OK বাটনে ক্লিক করলে ISO File তৈরি শুরু হবে ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
7) ISO File তৈরি হয়ে গেলে পেনড্রাইভ কম্পিউটারের USB পোর্টে লাগাবো।
8) Windows 7-USB-DVD-tool সফটওয়্যার টি ওপেন করব এবং Browse বাটনে ক্লিক করে ISO File টি সেলেক্ট করব।
৯) তারপর পর্যায়ক্রমে Next ->Begain Copying-> Erase Usb Device-> Yes বাটনগুলোতে করব।
১০) এরপর ১% থেকে পর্যায়ক্রমে ১০০% হলে Backup Completed লিখা দেখাবে।
এভাবেই আমারা উইন্ডোজ ৭,৮,১০ এর ডিভিডি ডিস্ক থেকে ISO ফাইল তৈরি ও সেই ISO ফাইল থেকে পেনড্রাইভ বুটেবুল করতে পারব মাত্র কয়েটা ধাপ অনুসরন করে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তবে আমি আপনাদের জন্য এই পুরো প্রক্রিয়াটির ভিডিও দিয়ে দিচ্ছি। দেখে নিলে সুবিধা হবে। আপনাদের মুল্যবান সময় নষ্ট করে আমার এই টিউন পড়ার জন্য ধন্যবাদ।
আমি আহাদ আসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।