ফ্রীতে নিয়ে নিন উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিস একটিভেটর
আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ খুবই সাধারন একটি টিউন লিখব যেখানে উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে যাদের ভালো ধারনা নেই তারা তারা বেশী উপকৃত হবেন। আর যারা যানেন তারা তো যানেন উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিস একটিভেট সম্পর্কে তো শুরু করা যাক।
এক জায়গা থেকে এক্সপির একটিভেটর, অন্য জায়গায় থেকে উইন্ডোজ সেভেনের আর আরেক জায়গা হতে উইন্ডোজ এইটের একটিভেটর ডাউনলোড করবেন! এত কষ্টের দিন শেষ। কি দরকার এত কষ্ট করার। আমি সবগুলো দিচ্ছি আপনাদের এক সাথে।
অনেক সময় আমাদের কম্পিউটার ব্লাক স্ক্রীন হয়ে যায়। কারন উইন্ডোজ এক্টিভেট না করা। সাধারনত উইন্ডোজ সেটাপের সাথে সাথে এক্টিভেট করে নিলে কোন সমস্যা হয় না। কিন্তু দেরী করলে অনেক সময় পিসি স্টার্ট হয় না (উইন্ডোজ ওপেন হয় না) এক্টিভেট করার পর।
এই একটিভেটর এ পাবেন:
১. উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ ৮.১, উইন্ডোজ ১০
২. মাইক্রোসফট অফিস ২০০৭, মাইক্রোসফট অফিস ২০১০, মাইক্রোসফট অফিস ২০১৩, মাইক্রোসফট অফিস ২০১৫, মাইক্রোসফট অফিস ২০১৬
কিভাবে করবেন:
আমি মো ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।