আপনি যদি অ্যানড্রয়েড ফোনের ES File Explorer সম্পর্কেও না জেনে থাকেন তাহলে তাহলে দু'লাইন বলে নিই টিউনের শুরুতে। ES File Explorer এমন একটি ফাইল এক্সপ্লোরার অ্যাপ যেটি দিয়ে আপনি আপনার ফোনের স্টোরেজে থাকা ফাইলগুলোকে ফিল্টার করে দেখতে পারবেন। কি বুঝলেন না তো? তাহলে আরেকটু ইজি করে দিচ্ছি তা হলঃ মনে করুন আপনি আপনার ফোনের মেমোরি কার্ডের বিভিন্ন ফোল্ডারের বিভিন্ন স্থানে ভিডিও ফাইল রেখেছেন। এখন ধরুণ আমি আপনাকে বললাম, "বলেন তো আপনার ফোনে কতগুলো ভিডিও ফাইল আছে?"
আপনি নিশ্চয় হুট করে বলতে পারবেন না তাইনা? নিশ্চয় আপনাকে প্রত্যেক ফোল্ডারে গিয়ে খোঁজ নিয়ে নিয়ে দেখতে হবে যে কতগুলো ভিডিও কোন ফোল্ডারে আছে। তারপর হিসেব করে বলতে পারবেন যে আপনার ফোনে কতগুলো ভিডিও আছে। কেমন হয় যদি এই ঝামেলা থেকে মুক্তি দিয়ে কোন অ্যাপ এসে হাজির হয়? শুধু কি তাই? সাথে একই সাথে দেখতেও পাবেন ও প্লে করতেও পারবেন? শুধু কি ভিডিও ফাইল? মোটেও না। সব ফাইলই একত্রে ফিল্টার করে দেখতে পারবেন।
এতক্ষণ তো ফোনের কথা বললাম। যদিও আজকের টিউনের বিষয় সেটি নয়। আজ আপনাদের বলতে যাচ্ছি এমন একটি উইন্ডোজ অ্যাপের কথা। যেটি দিয়ে শুধু যে ফিল্টার করে দেখতে পারবেন শুধু তাই না। ডুপ্লিকেট ফাইল গুলোকে এক নিমেষে বের করে চাইলে ডিলিটও করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। 😆
DiskBoss: হল উইন্ডোজের জন্য অ্যানড্রয়েড ফোনের ES File Explorer অ্যাপের মত যা আগেই বলে ফেলেছি অলরেডি। তবে এতে আরো কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে। যেমন ধরুন। ইমেজ ফিল্টার করে বিভিন্ন ফোল্ডারের ইমেজগুলোকে যে শুধু একত্রিত করতে পারবেন তাইই না। ইমেজেরও বিভিন্ন ফিল্টার করতে পারবেন। যেমন jpeg, png, gif, bitmap ইত্যাদি। সফটওয়্যার টুলটি মাত্র ৭ মেগাবাইট।
ডাউনলোড করা হয়ে গেলে জলদি ইনস্টল করে ওপেন করুন। তাহলে নিচের মত আসবে। এবার পছন্দমত সেটিংস টিক দিয়ে সেভ করে নিন। আমি আমার ইচ্ছেমত সেটিংস টিক দিয়ে নেক্সট করছি।
এই যে নিচে দেখতে পাচ্ছেন। এটিই হল উক্ত সফটওয়্যারে ইউজার ইন্টারফেস। তো চলুন কিছু কাজ করি এখন। কি করা যায় বলেন তো? কিছু মাথায় আসলো? থাক আপনাকে ভাবতে হবে না। আমিই কিছু করে দেখাই 😛
নিচের এই অ্যানিমেশন চিত্রে দেখতে পাচ্ছেন কিভাবে একটি ড্রাইভের আন্ডারে থাকা বিভিন্ন ফোল্ডারের মধ্য থেকে ইমেজ ফাইলগুলোকে ফিল্টার করে খুঁজে বের করা হচ্ছে। এভাবেই বিভিন্ন ফাইল ফিল্টার করতে পারবেন। সেই সাথে বিভিন্ন ফরম্যাট অনুযায়ী ক্যাটাগরাইজও করা হচ্ছে। যেমন jpeg, png, gif, bitmap ইত্যাদি।
দেখতে পাচ্ছেন ভিডিও ফিল্টার করে দেখানো ছাড়াও আরো দেখানো হচ্ছে ক্যাটাগরিজ ভিউ। দেখতে পাচ্ছেন কোন ফরম্যাটের ভিডিও কেমন জায়গা দখল করে রেখেছে।
এটির সাহায্যে আপনার হার্ডডিস্কের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা সমস্ত ডুপলিকেট ফাইলগুলোকে খুঁজে বের করতে পারবেন। যেমনটা আমি নিচের চিত্রে দেখালাম।
এখন চাইলে সমস্ত ডুপলিকেট ফাইল গুলোকে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন।
উপরোক্ত যে কোন অংশ বুঝতে কিংবা কাজ করতে গিয়ে যদি কোন প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না যেন। তো পরিশেষে কেমন লাগল আজকের টিউনটি? যদি টিউনটি ভাল লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। টেকটিউনসের সাথে মেতে থাকুন প্রযুক্তির সুরে। 🙂
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...