আচ্ছা কল্পনা করুন তো এখন পর্যন্ত আপনি কতবার উইন্ডোজ ইনস্টল করেছেন আপনার ল্যাপটপে বা ডেস্কটপে কিংবা অন্য কারো ল্যাপটপে বা ডেস্কটপে? নিশ্চয় অনেকবার তাই না? আচ্ছা এবার বলুন তো আপনি কি সখে সখে বারংবার উইন্ডোজ ইনস্টল করেছেন? নিশ্চয় না, তাই না? তাহলে কি কি কারণে আপনি নতুন করে উইন্ডোজ ইনস্টল করেছেন তার সাম্ভাব্য কিছু আমি নিজেই বলছি,
উক্ত সমস্ত কারণ ছাড়াও আরো নানান কারণেই আমরা সাধারণত নতুন করে উইন্ডোজ ইনস্টল করে থাকি। চিন্তা করুন তো একটা সাজানো গোছানো উইন্ডোজ পিসিতে নতুন করে উইন্ডোজ দিয়ে সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কত বেগ পেতে হয়? নিশ্চয় অস্থির হয়ে পড়েন তাই না? 🙁
হ্যাঁ ভাই আমারো সেইম কন্ডিশন হয়ে যায়। এ থেকে বাঁচার জন্য আমরা অনেকেই সম্পূর্ণ ফাইল ব্যাকাপ নিয়ে তারপর উইন্ডোজ ইন্সটল করে আমার সব রিস্টোর করি। কেউ কেউ আবার আগের পারফর্ম্যান্স ফিরে পেতে জাস্ট উইন্ডোজটাকে আপডেট করে নেন। কিন্তু প্রতিবার অনলাইন থেকে আপটেট করতে ইন্টারনেট প্যাকেজের ১২ টা বেজে যায় যদি সীমিত ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন। তো এসব ঝামেলা থেকে মুক্ত হবার দিন শেষ হয়ে এসেছে। এখন আপনি চাইলেই ইন্টারনেট কানেকশন ছাড়াই সম্পূর্ণ অফলাইনে আপডেট করতে পারবেন যে কোন উইন্ডোজ সেটা এক্সপি, ৭, ৮ কিংবা উইন্ডোজ ১০ যাইহোক না কেন।
তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। তার আগে জেনে নিন উইন্ডোজের কোন কোন ভার্সনগুলোকে আপডেট করতে পারবেন এই সিস্টেমে।
এটি একটি পোর্টেবল আপডেট সিস্টেম। অর্থ্যাৎ ধরুন আপনার পিসিতে উইন্ডোজ ৭ ইনস্টল করা আছে বর্তমানে। এখন যদি ৭ এর পোর্টেবল আপডেটার অফলাইন ভার্সনটি অন্য কারো কাছে থেকে থাকে তাহলে সেটি আপনি আপনার পিসিতে নিয়ে ইনস্টল করতে পারবেন। কিংবা আপনি ফাইলটি একবার ডাউনলোড করে রেখে দিয়ে বার বার ইউজ করতে পারবেন। আপডেটার টুলটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। মাত্র কয়েক কিলোবাইট। 😛
ডাউনলোড করা হয়ে গেলে। এক্সট্রাক্ট করে ওপেন করুন। তাহলে নিচের ইমেজের মত আসবে।
সবগুলো ফাইলের পাশে ঠিক চিহ্ন দিয়ে (বিশেষ করে লাল ও নীল কালার যুক্ত ফাইল) পাশের স্টার্ট বাটনে ক্লিক করুন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনার কাজ শেষ আর কিছুই করতে হবে না। এখন আপনি যে কম্পিউটারকে আপডেট করতে চান ডাউনলোডেড ফাইলটি সে কম্পিউটারে নিয়ে গিয়ে ওপেন করুন। তাহলে নিচের মত আসবে।
এখন ইনস্টল ট্যাবে এসে সব গুলো ফাইলে টিক চিহ্ন দিয়ে পাশের স্টার্ট বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার টার্গেট কম্পিউটারটি আপডেট হয়ে যাবে। এই আপডেটের একটা খারাপ গুণ আছে আর তা হল আপনি যে উইন্ডোজ ব্যবহার করছেন শুধুমাত্র ঐ উইন্ডোজকেই আপডেট করবে। অর্থ্যাৎ আপনি যদি উইন্ডোজ ৭ ইউজ করে থাকেন তাহলে সেভেনই আপডেট হবে। এটি সেভেন থেকে ১০ হয়ে যাবে না। যে উইন্ডোজ আপডেট করবেন সেটি অবশ্যই আগে থেকে ইনস্টল করা থাকতে হবে। পোর্টেবল এই সফটওয়্যারটির বিশেষ একটি ভাল দিক হল এটি দিয়ে যে কারো পিসিই আপডেট করা যাবে। 😆
পরিশেষে টিউনটির কোন অংশ বুঝতে কিংবা আপনার উইন্ডোজ আপডেট করতে গিয়ে যদি কোন রকম হ্যারেজমেন্টে পড়েন তাহলে অবশ্যই টিউনমেন্ট করতে ভুলবেন না। আর টিউনটি ভাল লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। টেকটিউনসের সাথে মেতে থাকুন প্রযুক্তির সুরে। 🙂
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...
Thanks…Post টা আমাকে অনেক সাহায্য করেছে…