আমাদের কম্পিউটার বিভিন্ন কারনে স্লো হয়ে যায় এবং যে কোন সময় যে কোন কারনে কোন ফাইল মিসিং হয়,তাই আবার নতুন করে Windows সেটাপ দিতে হয়.এর পর আবার সকল সফটওয়ার এক এক করে সেটাপ দিতে হয় তাতে অনেক যামেলা তাই.আজ যা আপনাদের সাথে শেয়ার করেছি তা হল শুধু একবার কষ্ট করে সকল সফটওয়ার সেটাপ করে কম্পিউটার গুছিয়ে নিন তার পর একবার Computer backup করে নিন এর পর আর আপনার কোন ভয় নেই,যে কোন সময় Windows সেটাপের যামেলা থেকে রক্ষাপান মাত্র 2-3 মিনিটের মধ্যে আগের মত সুস্থ কম্পিউটার করে ফেলতে পারবেন।
এর জন্য যা দরকারঃ ১) ব্লাঙ্ক সিডি /ডিভিডি/ পেনড্রাইভ যেকোন একটা হলেই হবে।
২) একটি এখানে ক্লিক এক্সটারনাল হার্ড ড্রাইভ। যাদের নেই তারা চাইলে ইন্টারনাল হার্ড ড্রাইভ বা পেনড্রাইভ দিয়েও করতে পারবেন চিন্তার কোন কারণ নেই।
Step 1: প্রথমে সফটওয়্যার টি download করে ইন্সটল করুন। রান করার পড়ে নিচের Step গুলো Follow করে System Backup নিয়ে নিন। খেয়াল রাখবেন যে ড্রাইভে আপনি backup নিচ্ছেন সেই ড্রাইভে যেন পর্যাপ্ত জায়গা থাকে।
সবগুলো Step শেষ করলেই ব্যাকআপ নেয়া শেষ 🙂
Step 2: এখন কথা হচ্ছে Windows এ সমস্যা হলে কিভাবে এটি Restore করবেন তাই তো?
হুম এখন বলছি। Restore এর জন্যই পেনড্রাইভ/ সিডি / ডিভিডি লাগবে। সব চেয়ে ভালো হয় সিডি /ডিভিডি হলে কারণ অনেক পিসি তে PENDRIVE Boot করতে সমস্যা হয় বা অনেকেই পারি না। নিচের Step গুলো Follow করুন
ব্যাস কাজ শেষ। এখন থেকে আর windows install নয়। Windows এর সমস্যা হলে শুধু এই ডিভিডি টি boot করে Restore করে নিন। সময় সল্পতার কারণে বাকি Screenshot দিতে পারলাম না। সম্পুর্ণ প্রসেস দেখতে এই ভিডিওটি দেখুন
আজ এই পর্যন্তই ভালো থাকুন
আমি সোহানুজ্জামান সোয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ISO ফাইলটির সাইজ কত?