আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন নামাজ নিয়মত পড়তে পারেন। আজকে একটি ছোট্ট অপশন নিয়ে টিউন করছি। কিভাবে উইন্ডোজ ১০ রিসেট করবেন, কেন করবেন, কখন করবেন।
আমাদের কম্পিউটার অনেক সময় অতিরিক্ত স্লো হয়ে যায়, হাজার কিছু করেও ঠিক হতে চায় না। মাঝে মাঝে ভাইরাস এ আক্রান্ত হয় এবং এন্টি-ভাইরাসো কিছু করতে পারে না। আবার মাঝে মাঝে আমরা এমন কিছু সেটিং পরিবর্তন করে ফেলি যা পরে ডিফল্ট অবস্তায় আনতে পারি না। এরকম পরিস্তিতে আমরা নতুন করে উইন্ডোজ দেই। এর জন্য আমাদের প্রয়োজনীয় ফাইল গুলো অন্য ড্রাইভ এ সরাতে হয়। আবার আপ্স গুলো মনে করে ইন্সটাল করতে হয়।
তবে আমরা যদি রিসেট অপশনটি ব্যবহার করি তাহলে আমাদের কোন ফাইল সরাতে হবে না, উইন্ডোজ অটোমেটিক ব্যাকআপ করে রাখবে এবং আমাদের ইন্সটল দেয়া আপ্স গুলোর একটি লিস্ট দিয়ে দিবে। এছাড়াও আমাদের ডিস্ক এর প্রয়োজন হচ্ছে না। সব সেটিং ডিফল্ট হয়ে যাবে এবং ইন্সটল দেয়া আপ্স গুলো আনইন্সটল হয়ে যাবে। তবে পারসোনাল ফাইল গুলো ঠিক থাকবে। আশা করি বুঝতে পারছেন। যারা জানেন না কিভাবে করতে হয় তাদের জন্য নিচে একটি ছোট্ট ভিডিও দিচ্ছি, দেখে নিন।
আমার টিউন গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তবে আমার ফেসবুক গ্রুপ এ যোগ দিতে পারেন এবং কম্পিউটার সম্পর্কিত যেকোনো সমস্যা আলোচনা করতে পারেন। ফেসবুক গ্রুপ
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মিনহাজুর রহমান সাক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সম্পর্কে শিখতে ও শিখাতে ভালবাসি । :)
প্রিয় মিনহাজুর রহমান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।