Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। প্রতিদিনের মত আজও কিছু বিষয় নিয়ে লেখতে বসলাম। সবার আগে  আমি সবার কাছে কৃতজ্ঞ ও গর্বীত কারন সবার সহযোগীতার কারনে Era IT নামের ইউটিউব চ্যানেলটি এগি যাচ্ছে। যারা এখন আমার চ্যানেলটি এখনও ভিজিট করেননি তারা YouTube গিয়ে erait লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটি পেয়ে যাবেন এবং IT Related ভিডিও দেখতে পারবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ।

যারা উইন্ডোজ ১০ ব্যবহার করেন তাদের জন্য নতুন এবং সুন্দর কিছু টিপস নিয়ে আজ লিখতে বসলাম। Start Menu কাস্টমাইজ করবেন যেভাবে। আর গত ০৭ ই এপ্রিল মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর নতুন আপডেট রিলিজ করেছে। যারা এখনও আপডেট ডাউনলোড করেননি তারা এখনই আপনাদের উইন্ডোজ ১০ নতুন আপডেট করে নিন। অনেক নতুন ও সুন্দর সুন্দর ফিচার আছে। কয়েকদিনের মধ্যে নতুন আপডেট নিয়ে আমি ভিডিও তৈরী করব আমার চ্যানেলটা পাবেন।

নিচের ভিডিওতে আমি Start Menu কাস্টমাইজ করার ১০ টি উপায় দেখালাম। সময়য়ের অভাবে আমি বিস্তারিত লিখতে পারলাম না। কেউ ভুল বুঝবেন না। পরবর্তী টিউন এ আমি বিস্তারিত লিখতে চেষ্টা করব।

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে

Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

Best 06 Command Prompt (CMD) Tricks। যা অনেকরই অজানা।

Google এর ১০ টি মজার বিষয় জেনে নিন। যা আপনার ও জানার দরকার।

Windows 10/7/8 এর Password Reset করুন সহজ পদ্দতিতে।

Android OS কে কিভাবে চালাবেন আপনার Desktop বা Laptop এ

কিভাবে কম্পিউটারের Right Click Menu তে আপনার ইচ্ছামত Application Add করবেন।

আপনার Mobile কে Computer থেকে চালাবেন যেভাবে। সহজ উপায়।

কয়েকটি সহজ উপায়ে Computer/Laptop কে Fast করে নিন।

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ ফরহাদ ভাই, আমার ভিডিও র নিচে কমেন্টস করবেন প্লিজ।