আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সব সময় ভাল থাকুন এটাই কামনা করি সারাক্ষন। গত ৭ ই এপ্রিল Microsoft Corporation Windows 10 এর নতুন আপডেট রিলিজ করেছে। অনেক গুলো নতুন নতুন ফিচাররের মধ্যে Night Light নতুন একটা ফিচার। তাহলে চলুন কিভাবে এই নতুন ফিচারটা একটিভ করবেন তা দেখে নিন।
প্রথমে Microsoft Update Tools টা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিংকটা নিচের ভিডিও Description এ দেওয়া আছে। ডাউলোড করার পর এটা আপনার পিসিতে ইন্সষ্টল করে নিবেন। তার পর দেখবেন আপনার Windows update হচ্ছে। আপনার ইন্টারনেট এর স্পিড এর উপর নির্ভর করবে কত সময় লাগবে। তবে আমার ৩০ মিনিট এর মত সময় লেগেছিল। আপনাদের আরো কম বেশী লাগতে পারে। Update 100% হয়ে যাওয়ার পর আপনার পিসি রিস্টার্ট নিবে।
Microsoft 100% Update হয়ে যাওয়ার পর আপনার পিসির Start menu তে ক্লিক করুন এবং সেখান থেকে windows Settings একটা আইকন এ ক্লিক করবেন এবং সেখান থেকে System এ ক্লিক করুন তারপর Display তে দেখুন Night Light option এখান থেকে এই অপসন টা অন করুন।
Windows 10 এর নতুন আপডেট ডাউনলোড না করলে এই অপশনটা পাবেন না। বিস্তারিত দেখতে ভিডিওটি দেখুন।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।