Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সব সময় ভাল থাকুন এটাই কামনা করি সারাক্ষন। গত ৭ ই এপ্রিল Microsoft Corporation Windows 10 এর নতুন আপডেট রিলিজ করেছে। অনেক গুলো নতুন নতুন ফিচাররের মধ্যে Night Light  নতুন একটা ফিচার। তাহলে চলুন কিভাবে এই নতুন ফিচারটা একটিভ করবেন তা দেখে নিন।

স্টেপ ০১ :

প্রথমে Microsoft Update Tools টা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিংকটা নিচের ভিডিও Description এ দেওয়া আছে। ডাউলোড করার পর এটা আপনার পিসিতে ইন্সষ্টল করে নিবেন। তার পর দেখবেন আপনার Windows update হচ্ছে। আপনার ইন্টারনেট এর স্পিড এর উপর নির্ভর করবে কত সময় লাগবে। তবে আমার ৩০ মিনিট এর মত সময় লেগেছিল। আপনাদের আরো কম বেশী লাগতে পারে। Update 100% হয়ে যাওয়ার পর আপনার পিসি রিস্টার্ট নিবে।

স্টেপ ০২ :

Microsoft 100% Update হয়ে যাওয়ার পর আপনার পিসির Start menu তে ক্লিক করুন এবং সেখান থেকে windows Settings একটা আইকন এ ক্লিক করবেন এবং সেখান থেকে System এ ক্লিক করুন তারপর Display তে দেখুন Night Light option এখান থেকে এই অপসন টা অন করুন।

বি: দ্র :

Windows 10 এর নতুন আপডেট ডাউনলোড না করলে এই অপশনটা পাবেন না। বিস্তারিত দেখতে ভিডিওটি দেখুন।

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে

Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

Best 06 Command Prompt (CMD) Tricks। যা অনেকরই অজানা।

Google এর ১০ টি মজার বিষয় জেনে নিন। যা আপনার ও জানার দরকার।

Windows 10/7/8 এর Password Reset করুন সহজ পদ্দতিতে।

Android OS কে কিভাবে চালাবেন আপনার Desktop বা Laptop এ

কিভাবে কম্পিউটারের Right Click Menu তে আপনার ইচ্ছামত Application Add করবেন।

আপনার Mobile কে Computer থেকে চালাবেন যেভাবে। সহজ উপায়।

কয়েকটি সহজ উপায়ে Computer/Laptop কে Fast করে নিন।

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস