এবার অফলাইনে net framework 3.5 ইনস্টল করুন কোন প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই

Install net framework 3.5 offline(win 10)

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই কমবেশি net framework 3.5 ইনস্টল করতে গিয়ে ঝামেলায় পড়ি। ঝামেলাটি হয় যখন আমরা নতুনভাবে উইন্ডোস দেই। কিন্তু বিষয়টি খুবই সহজভাবে সমাধান করা যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে net framework 3.5 ইন্টারনেট কানেকশন ছাড়াই ইনস্টল করা যায়।

এজন্য আপনাদের দুইট জিনিসের প্রয়োজন হবে-

  • 1. উইন্ডোস ১০ এর iso file (যা কমবেশি সবার কাছেই থাকে)
  • 2. একটি rar file যা আমার দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন (মাত্র এক কিলোবাইটের ফাইল) এখান থেকে Download করুন

ধাপসমূহ-

  • প্রথমে rar file টি ডাউনলোড করুন, এরপর আনজিপ করুন।
  • এখন iso file টির উপর রাইট ক্লিক করুন এবং mount এ ক্লিক করুন।
  • এরপর rar file এর ফাইলটিতে রাইট ক্লিক করুন। run it as administrator এ ক্লিক করুন।
  • এন্টার চাপুন (নাও লাগতে পারে)। দেখবেন অটোমেটিক ইনস্টল হচ্ছে।

টিউনটি কেমন লাগল তা জানাবেন এবং আশা করি টিউমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এবং টেকটিউনসের সাথেই থাকবেন। মেতে উঠুন প্রযুক্তির সুরে, ধন্যবাদ।

my site

my blog

Level 2

আমি বোরহান ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।