উইন্ডোজ 10 এর অটো আপডেট বন্ধ করুন চিরতরে

কেমন আছেন টেকটিউনস এর বন্ধুরা? আবার চলে আসলাম আপনাদের উইন্ডোজ 10 এর অটো আপডেট বন্ধ করতে। কারণ অনেকেই ফিক্সড ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে আর তাদের নেট অকারণে চলে যায় অটো আপডেট এর জন্য। এছাড়াও উইন্ডোজ আপডেট দিলে অনেক সমস্যা হয়। বিশেষ করে উইন্ডোজ এক্টিভেট চলে যায় আপডেট দেবার ফলে। তো চলুন দেখা যাক কিভাবে উইন্ডোজ 10 এর অটো আপডেট বন্ধ করতে হয় চিরতরে।

উইন্ডোজ টেস্কবারের সার্চবারটিতে সার্চ করুন "service" নামে, তারপর ইন্টার দিন অথবা "service" এ ক্লিক করুন। ইন্টার দেবার পর/service এ  ক্লিক করার পর নিচের মত একটা স্কিন আসবে।

update

এখন উইন্ডোজ আপডেট অপসন টি খুঁজে বের করুন এবং লেফট বাটনে ক্লিক করে আপডেট অটোমেটিক/ম্যানুয়াল থেকে ডিজেবল করে দিন।  এখন উইন্ডোজ আর আপডেট চেক করবে না, এমনকি কোনো আপডেট নিবেও না। তো বন্ধুরা টেকটিউনস এর সাথেই থাকুন, প্রযুক্তিতে মেতে থাকুন। আল্লাহ হাফেজ।

সৌজন্যে:

আমি ফেইসবুকে: /InternetSagor

আমার টুইটারে: /Netsagor

আমি লিঙ্কেডিনে: /BestSocialPlanning

আমার গুগুল প্লাস: /+NetSagor

আমার ব্লগ: Best Freelance Help

আমার ওয়েবসাইট: Best Social Plan

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস