অনেকদিন পর আবার টেকটিউনস এ ফিরে এলাম। নিজে ঝামেলামুক্ত উইন্ডোজ 10 প্রফেসনাল ব্যবহার করি, তাই আপনাদের কেও উইন্ডোজ 10 প্রফেসনাল আপডেট ভাসন দিতে চলে আসলাম। বাজারে কিনতে পাওয়া উইন্ডোজ এর সিডিতে সাধারণত অনেক আগের ভার্সন দেয়া থাকে। তাই সিডি ব্যবহারে তেমন নতুন কোনো ফিচার পাবেন না। তাই সবসময় লেটেস্ট ভার্সন মাইক্রোসফট থেকেই ডাউনলোড করবেন। এতে উইন্ডোজ এর মধ্যে কোনো ভাইরাস থাকার সম্ভাবনা থাকবে না।
প্রথমে মাইক্রোসফট এর সার্ভার থেকে উইন্ডোজ 10 প্রফেসনাল ডাউনলোড করে নিন।
ইচ্ছা করলে আপনি NERO দিয়ে সিডিতে বুট করে উইন্ডোজ দিতে পারেন অথবা পেনড্রাইভ দিয়ে বুট করতে উইন টু ফ্ল্যাশ ডাউনলোড করে নিন। বুট করা হয়ে গেলে C ড্রাইভ ফরমেট করে উইন্ডোজ দিন।
এবার উইন্ডোজ এক্টিভেট করার পালা। ভাইরাস মুক্ত KMSPico ডাউনলোড করুন তারপর জিপ ফাইল এক্সট্র্যাক্ট করে KMSPico ইনস্টল করুন। বাস হয়ে গেল আপনার ফুল ভাসন উইন্ডোজ প্রফেসনাল। তবে উইন্ডোজ আপডেট দিবেন না, কারণ উইন্ডোজ আপডেট দিলে অনেক সমস্যা করে।
ধন্যবাদ সবাইকে টেকটিউনস এর সাথে থাকার জন্য। এখন থেকে নিয়মিত প্রযুক্তি এবং ফ্রীলান্সিং বিসয়ক টিউন করে যাব ইনশাল্লাহ।
সৌজন্যে :
ফেইসবুকে: /InternetSagor
টুইটার: /Netsagor
লিঙ্কেডিন: /BestSocialPlanning
গুগুল প্লাস: /+NetSagor
ব্লগ: bestfreelancehelp.blogspot.com
ওয়েবসাইট: bestsocialplan.com
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
আমাকে একটু শেখান কিভাবে উইন্ডো সার্ভার থেকে ১০ প্রো নামানো যায়??