সবাই কেমন আছেন? আমি আজকে কিভাবে windows 10 এর automatic update বন্ধ করা যায় সেটা নিয়ে লিখব। windows এর অন্য ভার্সন গুলোতে এটা সহজে করা গেলেও, windows 10 এ করা যায় না। এই জন্য যারা লিমিটেড ডাটা ব্যবহার করেন তাদের জন্য সমস্যা হয়ে যায়। আবার অনেক update আছে যেটা আপনি পছন্দ নাও করতে পাবেন। এইসব সমস্যা থেকে বাচতে এই টিউন টি পড়ে দেখুন। তাই আমি আপনাদের দেখাব কি করে খুব সহজে windows 10 এর automatic update বন্ধ করবেন।
আপনার windows এখন থেকে আর নিজে নিজে আপডেট নিবে না। তবে আপনি যখন চান তখন আবার enables করে দিলেই হবে।
কারু যদি বুঝতে সমস্যা হয় তবে এইটা দেখে দেখে করতে পারেন।
ভাল থাকবেন সবাই, ধন্যবাদ।
আমি আরাফাত কামাল তামজীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune .. কিন্তু এটা করলে উইন্ডোজ store চলবেনা ।। updater disabler service install করে আপডেট বন্ধ করা যায় store বন্ধ করা ছাড়া ই ।।