সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই।
আজ আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করব যেটি আমি নিজে ব্যবহার করছি। সফটওয়্যারটির নাম ExtermeCopy. যদিও এর দুইটি ভার্সন আছে। একটি ফ্রি ভার্সন, অন্যটি Paid ভার্সন। তবে আমি Paid ভার্সনটি নিয়ে আলোচনা করব ও জেনুইন লাইসেন্স কী শেয়ার করবো।
আমরা যারা উইন্ডোজ পিসি ব্যবহার করি আমরা নিশ্চয় বড় কোনো ফাইল কপি করার সময় বিড়ম্বনার শিকার হই। কারন উইন্ডোজ এর ডিফল্ট ফাইল কপিয়ার কোনো ফাইল কপি বা মুভ করতে র্যাম এর সবটুকু স্পিড ব্যবহার করেনা। যার ফলে বড় ফাইল গুলো কপি বা মুভ করতে অনেক বেশি সময় লাগে। কিন্তু আপনি এই সমস্যার সহজ একটি সমাধান পাবেন যদি ExtremeCopy Software টি ব্যবহার করেন। এই সফটওয়্যারটি বড় ফাইল গুল যে কোনো ড্রাইভে খুব দ্রুত কপি বা মুভ করতে পারে। এটি আপনার ডিফল্ট ফাইল কপিয়ার এর পরিবর্তে কাজ করে ফাইল দ্রুত কপি করে আপনার সময় বাঁচায়। তাছাড়া সফটওয়্যারটির ইউজার ইন্টারফেসও বেশ আকর্ষণীয়।
এর ফিচারগুলো হলোঃ
১। খুব দ্রুত ফাইল কপি করে।
২। ফাইল কপি করার পূর্বে ফাইল Destination Verify করে।
৩। উইন্ডোজ এক্সপ্লোরারের সাথে সহজেই ইন্টিগ্রেট হয়।
৪। যে কোনো সময় ফাইল কপি ও মুভ করা Pause/Resume করা যায়
৫। Failed File Recover করে
৬। একটি মাত্র উইন্ডোতেই Multiple Destination এ ফাইল কপি বা মুভ করা যায়
৭। ফাইল কপি Customize করা যায়।
সফটওয়্যারটি মাত্র 3.5 MB.
32 bit ও 64 bit support করে, যার লাইসেন্স এর দাম $19.95 USD.
স্পিড দেখুনঃ
ফ্রি ডাউনলোড করতে টিউমেন্ট এ দেয়া লিংক দেখুন
License Key: J9I95-83JUN-8PD2H-ARTGF অথবা LGK91-GHGCZ-C34D2-DVVWQ
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।
৩২ বিটঃ http://minix.ml/e32
৬৪ বিটঃ http://minix.ml/e64