আপনি কী উইনডোজ 10-এ মনিটরের ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারছেন না ? তাহলে এই টিউনটি আপনার জন্য।

আস্ সালামু আলাইকুম। আমি মো : আল-আমিন।

আজকে আপনাদের দেখাবো- কিভাবে উইনডোজ 10-এ মনিটরের ব্রাইটনেস কমাতে বা বাড়াতে হয়।

যদি আপনার পিসির স্ক্রীন  অতিরিক্ত উজ্জল বা অতিরিক্ত অন্ধকার হয়,  তবে আপনার চোখের ক্ষতি হতে পারে। তাই নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার  পিসির ব্রাইটনেস প্রয়োজন মত কমিয়ে বা বাড়িয়ে নিন।

উইনডোজ 10-এ ব্রাইটনেছ বাড়ানো বা কমানোর  ফিচার টি আছে। কিন্তু এটি হাইড করা থাকে।

চলুন শুরু করি

প্রথমে পাওয়ার অপশন চালু করুন।

পাওয়ার অপশন চালু করতে  উইনডোজ 10-এর সার্চবারে গিয়ে  Power Option লিখে এন্টার চাপুন।

তারপর Balanced (recommended)  এর ডান পাশ থেকে  Change plan settings          এ  ক্লিক করুন।  তারপর Change advanced power settings এ ক্লিক করুন।

সেখান থেকে Display অপশনে  ক্লিক করুন।

তারপর  Enable adaptive Brighteness              তে ক্লিক করুন। সেটিংস থেকে  ON করে দিন।

তারপর নিচের লিংক থেকে ছোট সফটওয়ার(Size only 810 KB)  টি  ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক : http://desktop-lighter.en.softonic.com/download

ডাউনলোড করার পর সফটওয়ার টি ইনস্টল করে নিন।

এখন এই সফটওয়ার টি দিয়েই  আপনি ব্রাইটনেস বাড়াতে   বা কমাতে পারবেন।

তারপরও বুঝতে সমস্যা হলে, নিচের মাত্র    2 মিনিট     এর ভিডিও টিতে আরও সহজ ভাবে দেখানো হয়েছে।

https://youtu.be/C_2TCYyb-Kk

এই ধরনের সমস্যার সমাধান, প্রযুক্তি বিষয়ক টিপস  পেতে চাইলে  , আপনি আমার  ইউ-টিউব  চ্যানেলটি তে  সাবস্ক্রাইব করতে পারেন।

চ্যানেল লিংক

আমার ফেসবুক প্রোফাইল লিংক

খুব শীঘ্রই পরবর্তী টিউন নিয়ে আসব। ইনশাআল্লাহ।সে পর্যন্ত ভাল থাকবেন সবাই।

ধন্যবাদ সবাই কে। টেকটিউনস  এর সাথে থাকুন। 

Level New

আমি Alamin Islam Redoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস