উইন্ডোজ এ মাল্টিপল অপারেটিং সিস্টেম ব্যবহার করুন খুব সহজে।

হ্যালো টিউনার,

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন।অনেক দিন যাবত লেখালেখি করিনা।তাই অনেকদিন আবার আমি হাজির হয়েছি কিছু ট্রিক্স নিয়ে।

সুতরাং,বেশি কথা না বলে চলুন সামনে আগানো যাক।

আজকের এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে একই উইন্ডোজ এ আপনি অনেকগুলো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন।

অনেক সময় দেখা জায় আমাদের নিজেদের কাজের জন্যই অনেক ধরনের অপারেটিং সিস্টেম এর ব্যবহার এর প্রয়োজন হয়। যেমন উইন্ডোজ এ আপনি লিনাক্স ব্যবহার করতে পারবেননা।এর জন্য আপনাকে নতুন করে সেটাকে সেট আপ করা লাগবে।কিন্তু এইটার কারনে আপনার পুরনো উইন্ডোজটি ফরম্যাট এর প্রয়োজন হবে।তাই এই সমস্যা দুরকরার জন্য আজকের এই টিউন।

প্রথমে আপনি ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ডাউনলোড করবেন।এর জন্য গুগল এ গিয়ে ভার্চুয়াল বক্স ডাউনলোড লিখে সার্চ করলেই পেয়ে জাবেন।

এখানে নিতিমালার জন্য লিঙ্ক দিলাম না।

ভিরুয়াল বক্স ডাউনলোড করার পর আপনি নরমালভাবে সেটাকে ইন্সটল করবেন।জেহেতু এতা ইন্সটল করা সহজ তাই আমি আর এতাত জন্য সময় নস্ট করলামনা।

ভার্চুয়াল বক্স ইন্সটল করার পর আপনাকে আপনার উইন্ডোজটি ডাউনলোড করা লাগবে।আমি কাজের সুবিধার জন্য উইন্ডোজ ৭ ডাউনলোড করেছি।আপ্নি ছাইলে অন্য অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স,ম্যাক ওস ইন্সটলও করতে পারেন।তবে খেয়াল রাখবেন জেতাই ইন্সটল করেননা কেন সেটা জেন অবশ্যয় .ISO FORMAT এর হয়।

এরপর ভার্চুয়াল বক্স ওপেন করুন।

ভার্চুয়াল বক্স ওপেন করার পর আপনাকে নিউ অপশন এ জেতে হবে।

 

 

এরপর আপনাকে এর এক্তি নাম দিতে হবে এবং আপনাকে ভার্সন নির্দিষ্ট করতে হবে।আমি যেহেতু উইন্ডোজ ৭ ইন্সটল করব তাই আমি এতাকে সিলেক্ট

করেছি।

 

 

 

 

এরপর মেমোরি সিলেক্ট করতে বলবে।আপনি ইচ্ছা করলে ৫১২ এর থেকে বারাতে পারেন না ছাইলে নেক্সট ক্লিক দিন।এরপরের ট্যাব এ create>next>next পরজায়ক্রমে ক্লিক করেন।

এরপর আপনাকে হার্ড ডিস্ক কত রাখবেন সেটা দেখাবে।ওয়িন্দওস এর জন্য মিনিমাম ২৫ জিবি লাগবে।আপ্নি ছাইলে বারাতেও পারেন।

এরপর create এ ক্লিক করার পর সেটাকে সিলেক্ট করবেন।এরপর উপরে সবুজ স্টার্ট বাটন এ ক্লিক করবেন।ক্লিক করার পর নিছের মত উইন্ডো পাবেন।

এখান থেকে আপনার .ISO FORMAT টির লোকেশান দেখিয়ে দিন।এরপর স্টার্ট এ ক্লিক করুন। এরপর আপনার উইন্ডোজ টি অটো অন হয়ে যাবে এবং আপনি নরমালভাবে উইন্ডোজ জেভাবে সেতুপ দেয় থিক অই ভাবেই সেট আপ দিবেন।

আশা করি সবাই বুজতে পেরেছেন। এরপরও যদি কন সমস্যা হই আপনারা চাইলে এই ভিডিও টি দেখতে পারেন।
https://youtu.be/9Qz4PhLtlwE

 

আজ বিদায়।আগামি পরবে আরও ভাল কিছু নিয়ে হাজির হওয়ার চেস্টা করব।আর কনো সমস্যা হলে অবশ্যয় টিউমেন্ট এ জানাবেন।

আমার  channel এ চাইলে ঘুরে আশ্তে পারেন। ধন্যবাদ।

 

Level 0

আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস