দেখে নিন কিভাবে Windows 10 এ Linux Bash Shell ইন্সটল করতে হয়

সাম্প্রতি আগস্টের ২ তারিখ মাইক্রোসফট রিলিজ করলো  উইন্ডোজ ১০ এনিভারসারি আপডেট নামে বড় পরিসরের একটি আপডেট। এতে উন্নততর করটানা ইন্টিগ্রেশন, নতুন ডিজাইনের স্টার্ট মেন্যু, নোট সংরক্ষণ, আরও বেশি স্পিড, উন্নত এজ ব্রাউজার, পাওয়ার সেভিংস সহ আরও বেশ কিছু উন্নয়ন এসেছে। এসব সুবিধার সাথে মাইক্রোসফট এড করেছে Linux Bash Shell যা কোনো ভারচুয়াল মেসিন ছাড়াই রান করানো যায়। এতা আসলে Developer দের কথা চিন্তা করে এড করা হয়েছে যাতে তারা Linux command-line utilities, Windows 10 এ ব্যবহার করতে পারে যাদিও এটা এখনো বেটা ভার্সন হিসাবে রয়েছে।
যাইহোক আর কোথা না বারিয়ে সরা সরি কাজের কথায় আসি।

ভিডিও টিউরিয়াল টি দেখুন অথবা টিউন ফলো করুন।

প্রথমে Settings>Update & Security > For Developers চলেযান
এবং Developer Mode চালু করুন।

এরপর সরা সরি  Control Panel> Turn Windows Features On or Off  থেকে Windows Subsystem for Linux (Beta) এ টিক দিয়ে দিন।

এরপর কম্পিউটার রি স্টার্ট চাইবে, সো দিয়ে দিবেন।

কম্পিউটার চালু হলে সার্চ বারে বা Windows key চেপে "bash" টাইপ করুন। এবং bash প্রগ্রাম টি রান করুন।

যে ব্লেক উইন্ডোটি আসবে তাতে "y" লিখে Enter চাপুন।

কিছু খন সময় নিবে,100% হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন।

এরপর Window Logo Key চেপে bash লিখে সার্ছ করুন। দেখতে পারবেন  Bash on Ubuntu on Windows নামের একটি আপস।

কাজ শেষ এবার ব্যবহার করুন লিনাক্স এর সকল কমান্ড আপনার Windows PC তে।

 

 

আমার কছু টিউনস।

Level 0

আমি শফিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস