উইন্ডোজ পিসিতে ফেক ফাইল তৈরী করুন যেকোন সাইজে এবং যেকোন ফরমেটে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ অনেক অদৃশ্য ফিচার আছে যা আমরা জানি না।

এই টিউন এ আমি দেখাব কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ একটি ফেক ফাইলে তৈরী করবেন যেকোন ফরমেটে এবং যেকোন সাইজ এর। এই ট্রিকস দিয়ে আপনি যেকোন সাইজের অডিও ফাইল যেমন MP3, WAV ভিডিও ফাইল যেমন MP4, AVI, MKV ইত্যাদি আরও অনেক ফরমেট  তৈরী করতে পারবেন যেকোন সাইজের।

এক এমবি ফাইল দিয়ে আপনি আপনার বন্ধুর 20 জিবি পেনড্রাইভ ভর্তি করে দিতে পারবেন।
আপনার বন্ধুদের সাথে মজা করতে পারবেন।

যেভাবে করবেন :

উইন্ডোজ বাটনে ক্লিক করে CMD লিখে সার্চ দিন। আসলে মাউসের রাইট বাটন ক্লিক করে Run As Administrator এ ক্লিক করুন।
cmd tricks learninbangla.com

CMD ওপেন হলে টাইপ করুন নিচের চিত্রের মত।

fsutil file createnew C:\learninbangla.mp4 500000000

learninbangla

  • এখানে learninbangla আপনার ফাইল এর ন‍াম।
  • mp4 আপানার ফাইল ফরমেট।
  • C:\ আপনার ফাইল ডিরেক্টোরি মানে যেখানে ফাইলটি সেভ করবেন।
  • এবং 500000000 হল আপনার ফাইল সাইজ।

এখানে আমরা সি ডাইরেক্টোরি তে আমাদের ফাইল সেভ করসি। আপনারা চাইলে চেন্জ করে দিবেন।
ব্যাস এভাবে আপনারা‍ যেকোন সাইজের যেকোন ফরম্যাটের ফাইল তৈরী করতে পারবেন। ধন্যবাদ।

আমার সাইট লার্ন ইন বাংলা ডট কম এ আপনারা যদি কেউ টিউন লিখতে চান তাহলে লিখতে পারেন। আসলে ব্যাস্ততার জন্য কিছু লেখা হয় না এবং কাজও করা হয় না। যদি কেউ আমার সাথে কাজ করতে চান্ তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে।  আমি ফেসবুকে  ।

 

Level 2

আমি নাজমুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "নাজমুল আমিন"। আমি 1 বছর 6 মাস আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি । আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন http://www.learninbangla.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Error: Access is denied.

amar Windows 8.1

Level 0

ধন্যবাদ Windows 7 এ কাজ হচ্ছে।