ডাউনলোড করেনিন মাইক্রোসফট অফিসিয়াল উইন্ডোজ এবং অফিস আইএসও ফাইল

আজ অনেকদিন পর ফিরে এলাম টেকটিউনের পাতায়, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হাজারো কাজের মাঝে আর আগের মত সময় দেওয়া হয়ে ওঠে না তাই আর নিয়মিত টিউন করা হয় না; শিরোনাম থেকে বুঝে গেছেন আশা করি কি আজকের টিউনের বিষয় কি!

মাইক্রোসফট কম্পানি তার সব অফিসিয়াল উইন্ডোজ এবং অফিস আইএসও ফাইল গুলিকে টেকবেঞ্চ নামের একটি সাইটে সেভ করে রাখে [ আগে যা ডিজিটাল রিভার নামের একটি সাইটের মাধ্যমে পাওয়া যেত ] টেকবেঞ্চ নামের সাইট থেকে আইএসও ফাইল গুলি খুঁজে পাওয়া খুব কঠিন, তাই আপনি যদি মনে করেন ঘুরে আস্তে পারেন টেকবেঞ্চ সাইট চেষ্টা করে দেখতে পারেন যদি কিছু লাভ করেন তো।

এবার আসি কাজের কথায়, সবার প্রথমে ডাউনলোড করুন সফটওয়্যারটি এই লিঙ্ক থেকে। এই ফ্রি সফটওয়্যারের সাহায্যে টেকবেঞ্চ সাইটের অফিসিয়াল উইন্ডোজ এবং অফিস আইএসও ফাইল গুলিকে সহজেই আপনি ডাউনলোড করতে পারবেন। আর তারপর আপনার পছন্দ মতো উইন্ডোজ ভার্সন বা অফিস ভার্সন সিলেক্ট করুন আর ডাউনলোড করেনিন আপনার যা চাই।

এবার ভাবছেন কি করে করবেন!!!!!

 

 চলুন তাহলে দেখি কি করে কাজ করে এই অ্যাপ্লিকেশানটি

সবার প্রথমে ডাউনলোড করুন সফটওয়্যারটি এই লিঙ্ক থেকে

এটি একটি পোর্টেবল সফটওয়্যার তাই ইন্সটল করতে হবে না, তাই কেবল ওপেন করুন Run As Administrator হিসাবে। নিচের ছবির মত একটি পেজ খুলবে,

সেখানে আপনার প্রয়োজন বা পছন্দ মত উইন্ডোজ বা অফিস ভার্সন সিলেক্ট করুন আমি যেমন উইন্ডোজ ১০ সিলেক্ট করেছি, আপনি চাইলে উইন্ডোজ ৮.১ বা ৭ বা অফিস ২০১৬ সিলেক্ট করতে পারেন আপনার প্রয়োজন মতো।

এবার “Select Edition” থেকে আপনার ভার্সন সিলেক্ট করুন Home or Professional,

আপনি চাইলে রিজিনাল ভার্সন ডাউনলোড করতে পারেন Windows N (যা ইউরোপের মার্কেটে পাওয়া যায়, এই ভার্সনে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশান থাকে না, যেমন Media Player and DVD Maker) এবং Windows K (যা কোরিয়ার মার্কেটে পাওয়া যায়).

এবার “Confirm.” সিলেক্ট করুন আপনার পছন্দ বা প্রয়োজনীতা সেভ করার জন্য

 

এবার " Select the product language " অপশন থেকে English সিলেক্ট করুন চাইলে অন্য language করতে পারেন, আর “Confirm.” সিলেক্ট করুন আপনার পছন্দ বা প্রয়োজনীতা সেভ করার জন্য।

 

৩২ বিট ডাউনলোড বা ৬৪ বিট ডাউনলোড ভার্সন সিলেক্ট করুন আপনার পছন্দ বা প্রয়োজনীয়তা অনুসারে আর ডাউনলোড করুন অফিসিয়াল মাইক্রোসফট উইন্ডোজ বা অফিস আইএসও ফাইল। আর ইন্সটল করুন অরিজিনাল সফটওয়্যার, আপনি চাইলে পেজটির ডানদিকের " Copy Link for 32 bit বা Copy Link for 64 bit " থেকে লিঙ্ক কপি করে নিজের ব্রাউজারের মাধ্যমে বা ডাউনলোড ম্যানেজারের সাহায্যে ডাউনলোড করতে পারেন।  

 

 জেনে রাখা ভালো

যে লিঙ্কটি জেনারেট হল তার বৈধতা মাত্র ২৪ ঘণ্টা, তাই ডাউনলোড সুরু করলে বন্ধ করে পরে ডাউনলোড করতে পারবেন না, তবে যদি আপনার ইন্টারনেটের স্পীড যদি ভাল থাকে তবে বেশি সময় লাগবে না ডাউনলোড হতে, ২ রা অগাস্ট উইন্ডোজ ১০ এর Anniversary Update ভার্সন রিলিজ করতে চলেছে, আশা করছি সেটা এখানে ৩ রা অগাস্ট আপনি পায়ে যাবেন। তাই তৈরি থাকুন নতুন উইন্ডোজের জন্য

টেকটিউনে বা গুগলে একটু খুজলে অনেক অ্যাক্টিভেটর পাবেন তাই সেটা দিলাম না।

টিউন বহির্ভূত কিছু কথা - ২ রা অগাস্ট উইন্ডোজ ১০ এর Anniversary Update ভার্সন রিলিজ করতে চলেছে তৈরি থাকুন আরো নতুন কিছু চমকের জন্য। কি নতুন থাকতে পারে এই ভার্সনে জানার জন্য টিউনার সিয়াম একান্ত এই টিউনটি দেখতে পারেন।

 

 

শেষ করার আগে

অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।  খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন পর আপনার টিউন দেখলাম।

আপাতত আপেক্ষায় থাকি আগস্ট ২ তারিখের

    ধন্যবাদ সুদিপ্ত তরফদার ভাই, প্রথম টিউমেন্টের জন্য আর আগের মতোই পাশে থাকার জন্য।
    আপনার মতো আমিও ২ রা অগাস্টের অপেক্ষায় আছি।
    বিলম্বিত প্রত্যুত্তরের জন্য দুঃখিত।
    ভালো থাকবেন আর টেকটিউনের সাথে থাকুন প্রযুক্তির সুরে মেতে।

sundor tune… kintu akta valo activator r link dile valo hoi./..

Vai iso file ta koi pabo???? R active system ta ki?????

    তৌফিক হাসান ভাই, ধন্যবাদ টিউমেন্টের জন্য।
    আমি ছবিতে দেখিয়েছি কিকরে ডাউনলোড করতে হবে, আর আপনি যদি না পারেন তাহলে আমি যে ভাবে করছি সেই ভাবে আরও একবার চেষ্টা করুন। আর শেষ ছবিটার মত পেজটি এলে পেজটির ডানদিকের “Copy Link for 32 bit বা Copy Link for 64 bit ” থেকে লিঙ্ক কপি করে নিজের ব্রাউজারের মাধ্যমে বা ডাউনলোড ম্যানেজারের সাহায্যে ডাউনলোড করতে পারেন।
    আর অ্যাক্টিভেটর আপনারা এখানেই পায়ে যাবেন উইন্ডোজ বা অফিস অ্যাক্টিভেট করার জন্য তাই আর দিলাম না। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম।
    ভালো থাকবেন আর টেকটিউনের সাথে থাকুন প্রযুক্তির সুরে মেতে।

এতদিন কোথায় ছিলেন ভাই, অনেক দিন ধরে মনে মনে আপনাকে খুজছি। আচ্ছা মাইক্রোসফট্ মোবাইল স্টোর কি বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে? এই বিষয়ে আমাকে একটু জানান প্লীজ ।

    আবু সাঈদ ভাই আপনার টিউমেন্টের অপেক্ষায় ছিলাম, যখন টিউনটি প্রকাশ করেছিলাম তখন ভাবছিলাম যে আপনি নিশ্চয়ই টিউমেন্ট করবেন তাই আপনার টিউমেন্ট দেখে খুব ভালো লাগলো।

    কাজের চাপে পিষ্ট ছিলাম স্যার তাই টিউন করতে একটু দেরি হয়ে গেল।

    আপনার প্রশ্নের উত্তর হল না। মাইক্রোসফট্ মোবাইল স্টোর বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে না ।
    Microsoft / Nokia Customer Care: Tel: 01613444526 এই নম্বরটিতে ফোন করে দেখতে পারেন।

    আর যদি কোন প্রশ্ন থাকে তাবে আপনি আমাকে আমার ফেসবুক Facebook.com/2abhishekhazra এই আইডিতে মেসেজ করতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম।

    বিলম্বিত প্রত্যুত্তরের জন্য দুঃখিত।
    ভালো থাকবেন আর টেকটিউনের সাথে থাকুন প্রযুক্তির সুরে মেতে।

      ভাই আমি ফেবু ব্যবহার করি না, যদি কিছু মনে না করেন তো আমি কি আপনার ইমেইল আইডি পেতে পারি??

ভাই ডাউনলোড হয় না। নেট ফের্মওয়ার্ক ইরর দেখায়

বহুদিন বাদে অাপনার মুখদর্শনে খুশি হলাম…..

উইন্ডোজ টেন-র অাপগ্রেড নিয়ে অামি নিজেও বেশ “টেনসিত”…….টেন-র কিছু বাগ এখনও বয়ে বেড়াচ্ছি……দ্রুত অারোগ্য লাভ জরুরি :mrgreen:

টিউনের জন্য ধইন্যা……ডাউনলোডারটা বাক্সে অাপাতত রেখে দিলাম 🙂