আজ অনেকদিন পর ফিরে এলাম টেকটিউনের পাতায়, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হাজারো কাজের মাঝে আর আগের মত সময় দেওয়া হয়ে ওঠে না তাই আর নিয়মিত টিউন করা হয় না; শিরোনাম থেকে বুঝে গেছেন আশা করি কি আজকের টিউনের বিষয় কি!
মাইক্রোসফট কম্পানি তার সব অফিসিয়াল উইন্ডোজ এবং অফিস আইএসও ফাইল গুলিকে টেকবেঞ্চ নামের একটি সাইটে সেভ করে রাখে [ আগে যা ডিজিটাল রিভার নামের একটি সাইটের মাধ্যমে পাওয়া যেত ] টেকবেঞ্চ নামের সাইট থেকে আইএসও ফাইল গুলি খুঁজে পাওয়া খুব কঠিন, তাই আপনি যদি মনে করেন ঘুরে আস্তে পারেন টেকবেঞ্চ সাইট চেষ্টা করে দেখতে পারেন যদি কিছু লাভ করেন তো।
এবার আসি কাজের কথায়, সবার প্রথমে ডাউনলোড করুন সফটওয়্যারটি এই লিঙ্ক থেকে। এই ফ্রি সফটওয়্যারের সাহায্যে টেকবেঞ্চ সাইটের অফিসিয়াল উইন্ডোজ এবং অফিস আইএসও ফাইল গুলিকে সহজেই আপনি ডাউনলোড করতে পারবেন। আর তারপর আপনার পছন্দ মতো উইন্ডোজ ভার্সন বা অফিস ভার্সন সিলেক্ট করুন আর ডাউনলোড করেনিন আপনার যা চাই।
এবার ভাবছেন কি করে করবেন!!!!!
সবার প্রথমে ডাউনলোড করুন সফটওয়্যারটি এই লিঙ্ক থেকে
এটি একটি পোর্টেবল সফটওয়্যার তাই ইন্সটল করতে হবে না, তাই কেবল ওপেন করুন Run As Administrator হিসাবে। নিচের ছবির মত একটি পেজ খুলবে,
সেখানে আপনার প্রয়োজন বা পছন্দ মত উইন্ডোজ বা অফিস ভার্সন সিলেক্ট করুন আমি যেমন উইন্ডোজ ১০ সিলেক্ট করেছি, আপনি চাইলে উইন্ডোজ ৮.১ বা ৭ বা অফিস ২০১৬ সিলেক্ট করতে পারেন আপনার প্রয়োজন মতো।
এবার “Select Edition” থেকে আপনার ভার্সন সিলেক্ট করুন Home or Professional,
আপনি চাইলে রিজিনাল ভার্সন ডাউনলোড করতে পারেন Windows N (যা ইউরোপের মার্কেটে পাওয়া যায়, এই ভার্সনে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশান থাকে না, যেমন Media Player and DVD Maker) এবং Windows K (যা কোরিয়ার মার্কেটে পাওয়া যায়).
এবার “Confirm.” সিলেক্ট করুন আপনার পছন্দ বা প্রয়োজনীতা সেভ করার জন্য
এবার " Select the product language " অপশন থেকে English সিলেক্ট করুন চাইলে অন্য language করতে পারেন, আর “Confirm.” সিলেক্ট করুন আপনার পছন্দ বা প্রয়োজনীতা সেভ করার জন্য।
৩২ বিট ডাউনলোড বা ৬৪ বিট ডাউনলোড ভার্সন সিলেক্ট করুন আপনার পছন্দ বা প্রয়োজনীয়তা অনুসারে আর ডাউনলোড করুন অফিসিয়াল মাইক্রোসফট উইন্ডোজ বা অফিস আইএসও ফাইল। আর ইন্সটল করুন অরিজিনাল সফটওয়্যার, আপনি চাইলে পেজটির ডানদিকের " Copy Link for 32 bit বা Copy Link for 64 bit " থেকে লিঙ্ক কপি করে নিজের ব্রাউজারের মাধ্যমে বা ডাউনলোড ম্যানেজারের সাহায্যে ডাউনলোড করতে পারেন।
যে লিঙ্কটি জেনারেট হল তার বৈধতা মাত্র ২৪ ঘণ্টা, তাই ডাউনলোড সুরু করলে বন্ধ করে পরে ডাউনলোড করতে পারবেন না, তবে যদি আপনার ইন্টারনেটের স্পীড যদি ভাল থাকে তবে বেশি সময় লাগবে না ডাউনলোড হতে, ২ রা অগাস্ট উইন্ডোজ ১০ এর Anniversary Update ভার্সন রিলিজ করতে চলেছে, আশা করছি সেটা এখানে ৩ রা অগাস্ট আপনি পায়ে যাবেন। তাই তৈরি থাকুন নতুন উইন্ডোজের জন্য।
টেকটিউনে বা গুগলে একটু খুজলে অনেক অ্যাক্টিভেটর পাবেন তাই সেটা দিলাম না।
অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন। খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
অনেক দিন পর আপনার টিউন দেখলাম।
আপাতত আপেক্ষায় থাকি আগস্ট ২ তারিখের